নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের লেখা

কয়েছ আহমদ বকুল

কবিতার জন্য আমি বাঁচি

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

তোমায় নিয়ে দুঃখ গাঁথা

১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৯

তোমায় নিয়ে দুঃখ গাঁথা



কয়েছ আহমদ বকুল



তোমায় ঘিরে আমার কিছু

স্বপ্ন ছিলো তারা

শ্বেত স্বপ্ন, স্বপ্ন শিমুল

অঝোর বৃষ্টি - খরা



দৈন্য কিংবা সুখ

কথা ছিলো যুগল স্রোতে

উদার আদর অঢেল প্রীতে

চিত্ত পেতে লইব সকল যাতনা দুর্মুখ



কথা ছিলো সুপ্ত কিছু

গুপ্ত কিছু আশা

কল্পনা রঙ্গ করবে সজীব

মোদের ভালবাসা



নির্দ্বিধা ঐ চোখের খেলা

ভুলিয়ে দিতো স্বজন জ্বালা

তোমার পান্থশালায় হতো জীবন বোধের পাঠ

হাসি তোমার কেড়ে নিতো সমগ্র বিভ্রাট,



তোমায় ঘিরে উতাল নদীর

আঁছড়ে পড়া ঢেউ

ভগ্ন বুকে লুকাই কোথায়

কেউ জানেনা কেউ



বেশ সুদূরে আছো

স্বপ্ন আশা ভুলে সুমিত

কন্ঠে তোমার সুনব গীত

আমার সকল বানীর প্রীতে কেবল তুমি নাচো



আশা কিছু স্বপ্ন কিছু

রুমাল পুরে বেঁধে

এই সুদূরে আমায় তুমি

পাঠিয়েছিলে সেধে



আশা স্বপ্ন তেমন আছে

রুমাল গেছে ছিঁড়ে

আপন তুমি হারিয়ে গেছো

পর মানুষের ভীড়ে,



প্রথম বোশেখ দিনে

বিদায় বেলা অশ্রু যখন মুছছিলে আস্তিনে

কে জানতো সেই শেষ

ব্যবধানে ভালোবাসা হয়ে যায় নিঃশেষ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.