নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের লেখা

কয়েছ আহমদ বকুল

কবিতার জন্য আমি বাঁচি

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

অধ্যায় 'বিউটি পুরকায়স্থ'

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৭

অধ্যায় 'বিউটি পুরকায়স্থ'



কয়েছ আহমদ বকুল



বৃষ্টিস্নাত চাঁদেল দুপুর-

ভরপুর উন্মত্ত সময়ে দু'জন

দূর বিজন গাঁয়ে একদিন,



যান্ত্রিক অভিশাপ থেকে পালিয়ে

তাচ্ছিল্যে আড়াল করে স্বজন প্রলাপ

গুপ্ত সংলাপ আওড়াতে পালিয়েছিলাম

পাহাড় খেলায়-

আজ নিদারুন নিতর আত্মায়

ভেঙ্গে সব সত্ত্বার কুশল

স্বপন শতদল হয়ে ভাসে সেই আলো জল

সোনা ক্ষন মাখা সেই সরল জীবন।



কেমন আছ, কোথায় তুমি

আক্ষরিক প্রশ্ন গুলোর অনুচ্চার জবাব

বিভ্রম বন্দী মগজের প্রগাঢ় গভীরে ধাক্কা খায়

বুকের জৌলস হয় অনুতম শ্বাস

বিশ্বাস ভঙ্গ জল কিছু- চিরায়ত জল

কলকল অবিকল ছুটে চলে তোমার সীমায়,



সপ্তর্ষী মানুষ-

আলোকিত আবাহনে প্রবাহমান

ওগো শোষিত স্বজন

পলাতক চরণে বাঁধা নূপুরের ধ্বনি সনে

মনে পড়ে মনে পড়ে

দূরাগত পরাগত পাহাড় খেলা সেই

আর সেই মুহূর্ত মিত তোমার

'বিউটি পুরকায়স্থ' নামের ক্ষনচেনা পাহাড় আপন

ক্লান্ত আশিষ শেষে

যে আমাদের দিয়েছিলো তৃষায় তরল

চঞ্চল পুতুল মেয়ে আত্মাত আপ্যায়নে

পাহাড় দুপুর সেদিন

মনে আছে করেছিলো চন্দ্রিমা শোভন?



আজ ব্যবচ্ছেদ

আজ কুরক্ষেত্র কামান গুলি

তীর ধনু ঘাত প্রতিঘাত ক্ষনে

তোমাকে নয় তোমাকে নয়

পাহাড় খেলা সেই

আর কিছু তরল তস্কর স্বরে

'বিউটি পুরকায়স্থ' অধ্যায় হয়ে

তোমার তরঙ্গ পড়ে মনে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.