নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের লেখা

কয়েছ আহমদ বকুল

কবিতার জন্য আমি বাঁচি

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার অন্যমনা সংলাপ

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০

ভালবাসার অন্যমনা সংলাপ



কয়েছ আহমদ বকুল



বানানের ভুল ব্যবহার

আমার কবিতাগুলো ক্ষত বিক্ষত করে খুব,



শব্দের উত্যক্ত আস্পালন

বাক্য নির্মাণের অহেতুক সন্তাপ

আর তুমি বউ আড়াল নদী

শ্রাবণ জলধি হয় কবিতার পাতা,



ঝিঙ্গেফুল সন্ধ্যায়

দূর চিতায় যখন জ্বালাও তুমি স্বপ্ন রাঙ্গা রোদ

অপরাধবোধ হয়

আশা থালায় পুড়া কস্তুরি লুবান,



জাতীয় দুর্যোগ কাল

টেলিফোনিক বিতন্ডা শুনার এখন আক্ষেপ সময়

লাল সবুজ আঁচলে বাড়ছে

ছোঁপ ছোঁপ রক্তের দাগ

স্বার্থের দ্বন্ধে স্বত্ত্বা বিকোয় আজ

আইন নামের ভাগ্য প্রণেতা গুলো আমাদের

বত্রিশ সোপান ডিঙ্গানো

শূকর শাবক সব উল্লাস কলরবে

দেখো খায় ছিঁড়ে ঐ মানচিত্র আপন,



দার্শনিক হওয়ার চেয়ে কিংবা স্বদেশ প্রেমিক

কবি হওয়া অনেক সহজ

চুড়ান্ত ক্ষতির মুখে হ্রস্য দীর্ঘ আলোচনা কবিরাই পারে

তোমাকে হারিয়ে যেমন ক্রান্তী কালেও লতা

ভুল বানানের কবিতা আমার

চলে তার আপন তালে চটুল মাত্রায়,



দেশ গুল্লায় যাচ্ছে

শুঁটকি শিদল ঝগড়ায় মেতে আছে দাম্ভিক নারী দুই

বিদ্রোহী জোয়ানদের ফাঁসীর রায় হচ্ছে

আকুল যমুনায় ভাসছে তাঁদের নিরপরাধ নির্বোধ স্বজন

আর আমি মানুষ

ভালবাসার লোভী আমি

মান ভাঙ্গাতে তোমার সোনা

অন্যমনা সংলাপে ভরি খাতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.