নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের লেখা

কয়েছ আহমদ বকুল

কবিতার জন্য আমি বাঁচি

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

তুমি কবি না বললে

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪১

তুমি কবি না বললে



-----------কয়েছ আহমদ বকুল



তুমি ছাড়া আর কেউ আমাকে কোন দিন

কবি অভিধায় অভিযুক্ত করেনি

তোমার জন্ম নাম ভেঙ্গে ভেঙ্গে

আমি যেদিন উচ্ছসিত পৌঢ় পামর

আদর প্রবিষ্ট কণ্ঠে বললাম তুমি আমার 'স্বর্গ কুসুম'

ঘুম কাতর চাহনি তুলে কবি' বলে

দিলে তুমি আকাশ চিৎকার



তুমি ছাড়া আর কেউ

আমাকে কবি বলার অনাচার করেনি বলেই বোধহয়

অক্ষর গুলো বাক্য গুলো ইসপিস প্রশ্বাস গুলো

ইতিউতি বিশ্বাস গুলো কেবল তুমি

কেবল তোমার জল,



তুমি কবি না বললে

শব্দ খেলায় না হলে উন্মন্থন

জাগরণ মঞ্চের মিছিল হয়ে আমিও

শরিক হতাম রক্ত ঋণ মিটিয়ে দেবার অগ্নি আনন্দে

পুলিশের লাঠি চার্জ উপেক্ষা করে

আমিও লাল সবুজ জোয়ারে হতাম লীন



তুমি কবি বললে বলেই

শোক সন্তাপ সংহারে আমি কবিতা ধর্মের প্রত্যুক্তি

চুক্তি মত্ত সস্তা সংলাপে ভরি খাতা

আর বুকের চিতায় জ্বলা দীর্ঘশ্বাস গুলো

ভালাবাসার খামে ভরে তোমার সুনীল হ্রদে চালান দেই।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.