নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের লেখা

কয়েছ আহমদ বকুল

কবিতার জন্য আমি বাঁচি

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

মিনার মন্দির ভাঙ্গে, ঘৃণ্য প্রতিশোধ

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

মিনার মন্দির ভাঙ্গে, ঘৃণ্য প্রতিশোধ



কয়েছ আহমদ বকুল



কিশোর কালে যখন

অন্তর মন ভালোবাসাবাসি ভাবনা ভাবতো

আশ্চর্য্য রকম ভাবে তখন

অনাগত প্রেমিকার সিঁথিতে

সিঁধুর এঁকে দেবার কল্পনায় মতিত হতো মন

অদেখা কোন এক মন্দিরের সিঁড়ি সীমানায় খোঁপায় তার

ভাত সাদা জুঁই গুজে দেবার স্বপ্ন দেখতাম খুব

লাল পাঁড় সাদা শাড়ী

শাঁখা মাখা সোনালী হাতের আদর

কবিতার আষ্টেপৃষ্টে প্রথম যৌবনে আমার

রাধা হয়ে সীতা হয়ে ছিলো কেউ দূরের আপন



..... জান্নাত

আমার জীবনে তুমি আসার আগে

অনুরাগের বাঁশী বাজিয়ে

আমার অভ্যন্তরের আমিকে জাগিয়ে দিতো যে কল্পিত মানবী

না হিন্দু ছিলো সে না মুসলমান

আমার আসমান জুড়ে ছিলো তার আলতা রাঙা পায়ের সুভাস



চাঁপাতলায় আজ মানুষের ঘর পুড়ছে যে সিঁধুর অভিশাপে

সেই সিঁধুর তোমার কপালেও ছুঁয়াতে ইচ্ছে করে খুব

কিন্তু তুমিতো ধর্ম জানা শুদ্ধ মানুষ

জাত গেলো বলে আমায় টেলে দেবে করাল চিতায়

তবুও জানতে চায় বিদগ্ধ পরাণ

ধর্ম দোষে মানুষ মারো

কোথায় বলেছে কে - কোন সে ধর্ম বিধান!



দু'চোখে আঁধার দেখি

ভালবাসাবাসি আজ বড়বেশী ধর্ম রাঙা বোধ

মানবতা উড়াল পঙ্খি

মিনার মন্ধির ভাঙ্গে, ঘৃণ্য প্রতিশোধ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

বোধহীন স্বপ্ন বলেছেন: তবুও জানতে চায় বিদগ্ধ পরাণ
ধর্ম দোষে মানুষ মারো
কোথায় বলেছে কে - কোন সে ধর্ম বিধান!
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.