নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের লেখা

কয়েছ আহমদ বকুল

কবিতার জন্য আমি বাঁচি

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

এসো মুত ছুঁড়ে মারি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৭

এসো মুত ছুঁড়ে মারি
........................


সতী কাঁপিছে নটীও সাথে
বিশ্রী জীবনের লোভে
বেঁচে থাকা কেবল সত্য এখানে
দেশ যায় যাক উবে

কাঁপতে কাঁপতে কাঁপনের জ্বরে
ভুল গৃহে বসবাস
এতোই যদি জীবনের লোভ
কাঁপবেই বারোমাস

ন্যাংটা নৃত্যের তান্ডব রাতে
দর্শক সারিতে বসে
ইস আহ উফ করিতেছি সবে
কম্পিত উষ্ণিশে

শনশন বেগে স্ফুলিং জানি
ঘরেও আসিবে মোর
তবে কেন নয় এখনই আগুনে
ঝাঁপ দেই খুলে দোর

আজ এখানে কাল ওখানে
মানুষের শিশুরে মেরে
কারা আমাদের কাঁপন যাতনায়
রাখিতেছে কাবু করে

তুমি যদি হও সতী সে ভালো
আমরা নটীর পুত
পেট্রোল বদলে শিশির ভেতরে
ভরি এসো আজ মুত

এই শহরে দুটি ঘরে আছে
দু'জন কৃতঘ্ন নারী
পুড়ে পুড়ে মোরা ওঁদের কপালে
এসো মুত ছুঁড়ে মারি

ওঁদের ক্ষমতা লোভের চেতনায়
লালসবুজ আজ ভীত
ওঁরা চায় পেতে ক্ষমতার স্বাদ
ষোল কোটি করে মৃত।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৬

নিলু বলেছেন: ভালো লাগলো , লিখতে থাকুন

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৩

লেডি বার্ড বলেছেন: ভালো লিখছেন।

মা কাঁদছে জ্বলছে দেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ.......

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০০

বেলায়েত মাছুম বলেছেন: শনশন বেগে স্ফুলিং জানি
ঘরেও আসিবে মোর
তবে কেন নয় এখনই আগুনে
ঝাঁপ দেই খুলে দোর।


হয়তো একদিন দোর খুলেই যাবে, যেতেই হবে..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.