নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে...

C:\Users\asusmobile\Desktop\FF.jpg

কেএসরথি

ভালো আছি, ভালো থেকো...আকাশের ঠিকানায় চিঠি লিখো!

কেএসরথি › বিস্তারিত পোস্টঃ

সামুতে ১০ বছর!!!

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৮



দেখতে দেখতে ১০ বছর চলে গেল। এইতো সেদিন আমার নীল রঙের ল্যাপটপটা দিয়ে প্রথম পোস্ট দিয়ে ছিলাম।এটাও মনে আছে, লোডশডিং চলছিল। বাসার আইপিএস দিয়ে ড্রইংরুমে থেকে ইন্টার্নেট ব্যবহার করছিলাম।

আর আজ দেখি ১০ বছর শেষ। এভাবেই আবার একদিন চোখ খুলে দেখব আরো ১০ বছর পেরিয়ে গেছে।
আর এভাবেই জীবনটা কেটে যাবে।

মন্তব্য ৫৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৮

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

২| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৮

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

৩| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৮

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

৪| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দশ বছর পূর্তির শুভেচ্ছা :)

আপনার পোষ্ট দেখে আবার নিজের টাইম লাইন লক্ষ্য করলাম। অমা! দেখি ৮ মাস প্লাস :P
খেয়ালই করিনি কোনফাঁকে বর্ষপূর্তি চলে গ্যাছে ! :-/

মন ভালো নেই কারো!
সামু ব্যান খেয়ে আছে! নিজ গৃহে আসতে হয় চোরের মতো!
কেটে যাক দু:সময়। মুক্তির সোনালী সুরুজ আলো ছড়াক সবার হৃদয়ে।

শুভেচ্ছা অফুরান



২৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৯

কেএসরথি বলেছেন: আসলে কিছুদিন আগেই খেয়াল করি যে ১০ বছর হবে
তাই সময় বুঝেই একদম...............

৫| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৩

নতুন নকিব বলেছেন:



শুভকামনা দশ বছর পূর্তিতে।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:০০

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

৬| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১০

পদাতিক চৌধুরি বলেছেন: দশ বছর পূর্তিতে আপনার জন্য রইল দশটা তাজা লাল গোলাপ । কিন্তু ছবি দেওয়ার সুযোগ নেই বলে আপাতত লিখিতভাবে পাঠালাম ।

শুভেচ্ছা অফুরান।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:০০

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

৭| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৫

নতুন বলেছেন: ১০ বছর পূতি`র শুভেচ্ছা ...

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:০০

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

৮| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৪৭

নূর আলম হিরণ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:০০

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

৯| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: এই দশ বছর সামুকে কি কি দিয়েছেন এবং নিজে কি কি পেয়েছেন তা নিয়ে একটা পোষ্ট দেন।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৭

কেএসরথি বলেছেন: তেমনতো কিছু দিতে পারিনি। সাথে ছিলাম। তেমন লেখার শক্তিও আমার মাঝে নেই। তাই চুপচাপ সবার লেখা পড়ি। হয়ত ১টা-২টা লেখা লেখেছি। কিছুদিন পর মনে হয়েছে, জঘন্য হয়েছে - সো সেটা হয়ত আর প্রকাশ হয়নি।

ব্লগ থেকে অনেক পেয়েছি। কত অজানা মানুষের লেখা, তাদের গল্প, জীবন - সব আমার কাছে পৌছে যায়, কিন্তু তাদের সবাইইই আমার অপরিচিত।

১০| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৮

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:০০

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

১১| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৬

খায়রুল আহসান বলেছেন: দশ বছর পূর্তিতে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! সময়ের তুলনায় আপনার পরিসংখ্যান ততটা সমৃদ্ধ নয় দেখে কিছুটা হতাশ হ'লাম। তবে তুলনামূলকভাবে অন্যের লেখায় অনেক বেশী মন্তব্য করেছেন, এটা একটা উল্লেখযোগ্য ইতিবাচক পরিসংখ্যান।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৩

কেএসরথি বলেছেন: যদি সুন্দর করে, গুছিয়ে লেখতে পারতাম, তাহলে আরো লেখতাম।
কিন্তু ব্যাপারটা কি জানেন, আমার সব লেখা আমার মাথায় ঘোরে। আমি যদি কখনও কোন গল্প লিখি, তাহলে সেটা লেখার আগেই গল্পটা আমার মাথায় ঘুরপাক খেতে থাকবে। চোখের সামনেই যেন আমি আমার গল্পের নায়ক-নায়িকাদের দেখব, ঠিক যেন জীবন্ত!

আর আলসেমীতো আছেই!

১২| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩২

বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা।

১০০ বছর থাকুন সামুর সাথে।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৩

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

১৩| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৫

আরোগ্য বলেছেন: অভিনন্দন। এভাবেই সামুতে হাটতে থাকুন।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৭

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

১৪| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

মলাসইলমুইনা বলেছেন: দশ বছরের তুলনায়তো লিখলেন খুব কম ! ব্লগের লেখা নিশ্চই পড়েছেন তাহলে বেশি ।এখনতো মনে হয় ব্লগোলোজি বা ব্লগোপেডিয়া ধরণের কিছু লেখার জিনিস পত্র জমা হয়ে গেছে আনার ব্লগ অভিজ্ঞতায় । লিখুন তাহলে যখন ব্লগে প্রথম এসেছিলেন তার সাথে এখনকার ব্লগিঙের মিল অমিল নিয়ে কিছু ।আমরা পুরোনো দিনের ব্লগিং নিয়ে কিছু শুনি ।এগুলোতো আপনারা না বললে আর জানা হবে না । আরেকটা দশ বছর পেরিয়ে যাবার আগেই লিখুন ।ভালো থাকুন ।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:২৩

কেএসরথি বলেছেন: যখন সামুকে ইন্টারনেটে আবিষ্কার করি, তখন আমি আমেরিকা থেকে সবে বাংলাদেশে ফেরত চলে এসেছি। যখন আমেরিকা তে ছিলাম তখন যদি সামু সম্পর্কে জানতাম, তাহলে হয়ত আরো অনেক গল্প করতে পারতাম। ওখানে ইন্টারনেট, বিদ্যুৎ - কোনো কিছুরই কোনো সমস্যা ছিলনা। কিন্ত বাংলাদেশে ইন্টারনেট চলে যেত, কারেন্ট থাকত না - এরকম বিভিন্ন সমস্যায় পড়তাম। তাই ব্লগে খুব একটা এ্যাকটিভ থাকতে পারতাম না।

তবুও ব্লগে এসে ঘুরতাম। ব্লগে কিছু সুপার হিট ব্লগার ছিলেন (নাম জানিনা), তারা পোস্ট দিলে ব্লগে ঝড় বয়ে যেত। ঐসব পোস্ট পড়ে হয় হাসতে হাসতে শেষ, না হয় মন খারাপ ! মাঝে মাঝে একই দিনে কয়েকটা ঐ ধরনের পোস্ট পড়ত, বিভিন্ন ব্লগারদের থেকে। এই সব পোস্ট, কমেন্ট দেখতে দেখতে - ২/৩ ঘন্টার কোন দিক দিয়ে চলে যেত, খবরই থাকতো না।

১৫| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: অনেক অনেক অভিনন্দন।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৭

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

১৬| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩০

মাহমুদুর রহমান বলেছেন: অভিনন্দন আপনাকে।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৮

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

১৭| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৬

জুন বলেছেন: শুভকামনা রইলো

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৮

কেএসরথি বলেছেন: ধন্যবাদ আপু।

১৮| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:১২

আহমেদ জী এস বলেছেন: কেএসরথি,



পরিসংখ্যান যা-ই থাক দশ দশটি বছর এখানে যে লেগে আছেন তা-ই একটা বড় কিছু।
দশ বছর পরেও যেন চোখ মেলে দেখতে পারি- আপনি আছেন।

শুভেচ্ছান্তে ।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:১১

কেএসরথি বলেছেন: একদম ঠিক। মাঝে কিছুদিন ব্লগে আসতাম না। কারন কেমন যেন একটা নকল নকল গন্ধ খুজে পেতাম।
খালি রাজনীতি - আর গালাগালি - এই লোক বিএনপি সাপোর্টারকে ধুয়ে দিচ্ছে, আরেক লোক আওয়ামী লীগ সাপোর্টার দের খেয়ে ফেলতেছে - এইসব দেখে আমি কিছুটা আগ্রহ হারিয়ে ফেলেছিলাম।

১৯| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভকামনা :)

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:১২

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

২০| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১১:০১

সুমন কর বলেছেন: অভিনন্দন !! শুভকামনা রইলো।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:১২

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

২১| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩৯

স্বপ্নের আগামী বলেছেন: আমিও এই ব্লগে ৭ বছর যদিও প্রমাণ দিতে পারবোনা। কারণ প্রথম আইডিটি ব্যান খেয়ে আছে। এবং আগের আইডির ইউজার পাসওয়ার্ড ভুলে গেছি। সামু ব্লগের সাথে রাগ করে চলে গিয়েছিলাম। অন্য ব্লগে মাঝে মধ্যে ব্লগিং করেছি। এখানে আবারও নতুন আইডি খোলার কারণ হলো এবার ব্লগটি সরকার কর্তিক ব্যান খেয়েছে দেখে মার্মাহত হলাম। আগের আইডিতে যে লেখা গুলো আছে তা নিয়ে আমি অনুতপ্ত নই। তবে প্রতিমন্তব্য নিয়ে এখানো আমি অনুসুচনা করি। কারণ ওখানে আমার কিছু ভুল ছিলো।

আপনার ১০ বছরের পথ চলায় শুভেচ্ছা ভালোবাসা।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:১২

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

২২| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ১:৫০

সোহানী বলেছেন: ওওও রথি.. তুমি দেখি আমার মতই বুড়া...হাহাহা

শুভেচ্ছা এবং আরো এরকম অনেক ১০ পালন করো এ প্রত্যাশায়।

তোমার পড়ার কি অবস্থা? শেষ?

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:১৪

কেএসরথি বলেছেন: হাহাহা একদম ঠিক।
ফাইনাল শুরু হবে নেক্সট উইক থেকে। তারপর প্লেইসমেন্ট।
ভয়ংকর রকম দৌড়ের উপর আছি।

২৩| ২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

শুভেচছাও নির্মল ভালবাসা

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:১৪

কেএসরথি বলেছেন: ধন্যবাদ!

২৪| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেক বেশী অভিনন্দন!
শুভ কামনা।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:১৫

কেএসরথি বলেছেন: অনেক ধন্যবাদ! আপনার ব্লগও মাঝে মাঝে পড়ি।

২৫| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:২৪

করুণাধারা বলেছেন: দেরি করে ফেললাম, তবুও জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা! আরো দীর্ঘদিন ব্লগে আলো ছড়িয়ে থাকুন!

০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৮

কেএসরথি বলেছেন: অনেক ধন্যবাদ।

২৬| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪৭

ওমেরা বলেছেন: দশ বছর !! অনেক দিন । দশ বছরে একটা বাচ্চা ক্লাস ফাইব পাশ করে ফেলে । অনেক অনেক অভিন্ন্দন আপনাকে।কামনা করি আরো অনেক অনেক দিন ব্লগে থাকুন। আপনার শুরুর দিকে ব্লগ কেমন ছিল সেগুলো নিয়ে লিখুন।

০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৪

কেএসরথি বলেছেন: ধন্যবাদ। শুরুর দিকে লুকিয়ে লুকিয়ে থাকতাম। লেখার মতো তেমন কিছু ছিল না। একটা পোস্ট করলে, বারবার পেইজ রিলোড করে দেখতাম কেউ রিপ্লাই দিয়েছে কি না।

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: একটা পোস্ট করলে, বারবার পেইজ রিলোড করে দেখতাম কেউ রিপ্লাই দিয়েছে কি না - ওটা এখনো সবাই করে!

২৮| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০

বাকি বিল্লাহ বলেছেন: অভিনন্দন, কেমন আছেন ভাই? অনেকদিন পর পুরাতন পোস্টগুলো পড়ে আপনার কথা মনে পড়লো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩১

কেএসরথি বলেছেন: এইতো চালাচ্ছি কোন রকম। আপনিও ভালো আছেন আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.