নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক শেকড় বিচ্ছিন্ন পুষ্প, আসলে সূতো কাটা ঘুড়িআমি স্নিগ্ধ করা শুভ্র গগন ছেড়ে, কলঙ্কিত শামিয়ানার নিচে উড়ি।আমি রিক্ত হয়েছি, সিক্ত করেছি, ধরেছি ধ্বংসের গতিআমি আপন হস্তেই করিয়াছি বিনাশ, নিজের সর্বস্তুতি।

কালো_পালকের_কলম

আমি রিক্ত হয়েছি, সিক্ত করেছি, ধরেছি ধ্বংসের গতি আমি আপন হস্তেই করিয়াছি বিনাশ, নিজের সর্বস্তুতি।

কালো_পালকের_কলম › বিস্তারিত পোস্টঃ

তুমি আমি আর আমাদের মধুময় রজনী

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৫


[ছবি গুগল থেকে নেয়া]

এই শুনছো...!!!
কি??? শুনবে না আমার কথা???
চলো না একটা রাত আমরা আমাদের মতো কাটাই । জগতের সব কিছু ছেড়ে সব বাধা পেরিয়ে দুজন দুজনার হয়ে যাই।
চলো না কোন এক জোছনা রাতের চাঁদের আলোয়,কোন এক নির্জন সর্গীয় ধাচের পুষ্পবনে। যেখানে আমি তোমার কোলে মাথা রেখে, নরম ঘাঁসে গাঁ এলিয়ে আমার হৃদয়ের সবগুলো কথা তোমাকে বলবো। মেলে ধরবো তোমার কাছে আমার হৃদয়ের সমস্ত ক্ষতগুলো। তুমি কি খোলা আকাশের নিচে তোমার হৃদয়ের সবটুকু ভালোবাসা নিয়ে শুনবে??? শুনবে আমার কথা গুলো??? দেখবে আমার ক্ষতগুলো???
তুমিও কিন্তু তোমার হৃদয়ের কথাগুলো আমাকে শুনাতে হবে... তোমার হৃদয়ের ক্ষতগুলো আমাকে দেখাতে হবে। যাতে তোমার দাস্তান আর আমার দাস্তান আমাদের হয়ে যায়..... শুধুই আমাদের। তখন তুমি আমার আর আমি তোমার হৃদয়ের ক্ষতগুলো ভরেদেব ভালোবাসায় ভালোবাসায়। আমি তোমাকে আর তুমি আমাকে জরিয়ে ধরবে... আর আমাদের দেখে জোছনা রাতের এই চাঁদ লজ্জায় মুখ লুকাবে। পুষ্পবনের দক্ষিণা বাতাস থমকে যাবে। ফুলগুলো আমাদের শিহরণে শিহরিত হয়ে হাজারগুন বেশী সুবাস ছড়িয়ে দিতে বাধ্য হবে। কুহুতান শুরু করবে পুষ্পবনের পাখিরা, রিমঝিম শব্দের গুঞ্জন ছড়িয়ে দিবে স্নিগ্ধ বাতাস ও পাতার জুটি... তুমি হয়তো তখন এমন একটি মধুরজনীর আনন্দে আত্মহারা হয়ে আঁখিজল ঝরাতে শুরু করবে... আর আমি তখন তোমার নাক টিপে ধরে বলবো "দেখো সাকচুন্নির কান্ড" আর তুমি তখন আমার কপালে.......

এই...!!! তুমি বিরক্ত হচ্ছো না তো...???

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

খাঁজা বাবা বলেছেন: রাত বিরেতে বাগানে ঘোরা ফেরা ভাল নয় :(

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

কালো_পালকের_কলম বলেছেন: আমি তো কোন ভাল কাজই করি না

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

হাবিব বলেছেন: পরে পড়বো............

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

কালো_পালকের_কলম বলেছেন: ঠিক আছে

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: বাহ!!!

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

কালো_পালকের_কলম বলেছেন: আপনার কমেন্টের অপেক্ষায় ছিলাম ভাই

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার কমেন্টের অপেক্ষায় ছিলাম ভাই

মন্তব্য কি করবো- তিন ধরে ধরে মাথায় খুব যন্ত্রনা হচ্ছে।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

কালো_পালকের_কলম বলেছেন: আল্লাহ সুস্থতা দান করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.