নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক শেকড় বিচ্ছিন্ন পুষ্প, আসলে সূতো কাটা ঘুড়িআমি স্নিগ্ধ করা শুভ্র গগন ছেড়ে, কলঙ্কিত শামিয়ানার নিচে উড়ি।আমি রিক্ত হয়েছি, সিক্ত করেছি, ধরেছি ধ্বংসের গতিআমি আপন হস্তেই করিয়াছি বিনাশ, নিজের সর্বস্তুতি।

কালো_পালকের_কলম

আমি রিক্ত হয়েছি, সিক্ত করেছি, ধরেছি ধ্বংসের গতি আমি আপন হস্তেই করিয়াছি বিনাশ, নিজের সর্বস্তুতি।

কালো_পালকের_কলম › বিস্তারিত পোস্টঃ

ধূসর চিরকুট

৩০ শে মার্চ, ২০২১ রাত ১:০১

অবিচল মহারথী তুমি উদ্দেশ্যহীন তোমার যাত্রা, বিবর্তনের প্রত্যক্ষদর্শী তুমি কিন্তু তোমার পদচারন বা পরিভ্রমন মোটেও প্রভাবিত হলো না। কি করে পারো তুমি? কখনো কি মায়ার বাঁধনে আবদ্ধ হওনি? কখনো কি ক্লান্ত হওনি, কখনো কি কারো আর্তনাদে পিছু ফিরতে মন চায় নি? আচ্ছা কেমন লাগে অনাদী থেকে অনন্তের নিঃসঙ্গতা? আচ্ছা তুমি কি সঙ্গ আর নিঃসঙ্গতার ব্যবধান জানো? আচ্ছা তুমি কোন লিঙ্গের প্রানী? ধুর ভুলেই গেছি তুমি কোন প্রানীই নও তোমার তো প্রান নেই, তুমি তো কাল, তুমি তো সময়, তুমি তো সদা অস্থির এক প্রকৃতি, হয়তো অন্য কিছু যা আমার জানা নেই, হয়তো কেউ জানে না তোমার সৃষ্টি কর্তা ছাড়া।

✒️মুঈনুদ্দীন আহমাদ
#ধূসর_চিরকুট

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২১ রাত ৩:১২

রাজীব নুর বলেছেন: ধূসরতা কেটে যাক।

৩০ শে মার্চ, ২০২১ সকাল ১১:১৬

কালো_পালকের_কলম বলেছেন: এতো দিন পর ব্লগে ফিরতে পেরে সে আশায়ই আছি ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.