নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিয়মিত ব্লগার। মুক্তচিন্তার প্রকাশ ও চর্চা করি, গান শুনি, মুভি দেখি, আড্ডা মারি, ঘুরে বেড়াই আর জীবনকে উপভোগ করি। কারন জীবন তো একটাই। facebook.com/kamikaze.agnostic.blogger ব্লগ সাইটঃ thekamikazeblog.wordpress.com

কামিকাজি

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর

কামিকাজি › বিস্তারিত পোস্টঃ

চিন্তিত আছি

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৪

যখন পুলিশ এর গুলিতে জামাত-শিবির কর্মী মৃত্যুর খবর পাই, কি এক অজানা কারনে আমার মনটা উৎফুল্ল হয়ে ওঠে। যদিও এই মৃত্যু আমি কামনা করিনা।

কে দোষী?

পুলিশ? নাকি কিছু স্বার্থান্বেষী রাজনীতিবিদ যারা কলেজ ইউনিভারসিটি এর ছাত্রদের ইসলাম এর নামে ব্রেইনওয়াস করে তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

প্রশ্ন রইল সবার কাছে। আমি এখন ভাবছি আমার কি করা উচিত।

১) আমিও কি আন্দোলন করব? ভয় পাচ্ছি আমার আন্দোলন কে কেউ না আবার নির্বাচনে জেতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে।

২) নাকি সব কিছু দেখেও না দেখার ভান করব?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৪

রিনকু১৯৭৭ বলেছেন: এখন দেখছি গোটা দেশটাকে বিভক্ত করার এক অপচেষ্টা করছে কোনো একটি মহল। এই বিভক্তের একটি হলো আস্তিক আরেকটি নাস্তিক। একটি হলো মুক্তিযুদ্ধে বিশ্বাসী আরেকটি হলো যুদ্ধপরাধীদের সাথে। কই যাবো আমরা???

২| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:০২

কামিকাজি বলেছেন: আমার মত চোখ নাক মুখ বন্ধ করে বসে থাকেন। নির্বাক এবং নিশ্চুপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.