নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিয়মিত ব্লগার। মুক্তচিন্তার প্রকাশ ও চর্চা করি, গান শুনি, মুভি দেখি, আড্ডা মারি, ঘুরে বেড়াই আর জীবনকে উপভোগ করি। কারন জীবন তো একটাই। facebook.com/kamikaze.agnostic.blogger ব্লগ সাইটঃ thekamikazeblog.wordpress.com

কামিকাজি

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর

কামিকাজি › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলাম এবং উসাইন বোল্ট

০৭ ই মে, ২০১৩ রাত ১:৩১

সরকারের প্রতি আমার অনুরোধ রইল হেফাজতে ইসলামের কর্মীদের জাতীয় এথলেটিক্স টিম এ অন্তর্ভুক্ত করে নেয়া হোক।

কালকে তাদের যে দৌড় দেখলাম আমি মোটামুটি সিওর তারা দেশের জন্য সোনার মেডেল নিয়ে আসতে পারবে।

কিসের উসাইন বোল্ট...

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ রাত ১:৩৬

নষ্ট ছেলে বলেছেন: খুব মজা পাচ্ছেন না?
ওরা সত্যিই যদি উসাইন বোল্ট হয়ে থাকে তাহলে কয়েকটা ল্যাপ শেষ হওয়ার পর দেখবেন হেফাজত আপনাদের পিছনে! তখন কিন্তু নিজেদের পিঠের চিন্তা করতে হবে।

২| ০৭ ই মে, ২০১৩ রাত ১:৪৮

কামিকাজি বলেছেন: মজা পাচ্ছি মানে? হাসতে হাসতে মারা যাচ্ছি।

১৩ দফা না মানা পর্যন্ত নাকি কেউ একচুল নড়বে না। জীবন দিয়ে দিবে ইসলাম কে হেফাজত করার জন্য। তাহলে দৌড় দিলো কেন? ১০ মিনিট এর মধ্যে সব ফাঁকা। আগে নিজেকে হেফাজত করেন।

ইসলাম কে হেফাজত করার জন্য মহান আল্লাহতায়ালা যথেষ্ট।

৩| ০৭ ই মে, ২০১৩ রাত ২:১৬

অনা-বিল বলেছেন: ইসলাম কে হেফাজত করার জন্য মহান আল্লাহতায়ালা যথেষ্ট।[/sb

তার মানে আমাদের ঘরে বসে থাকলেও চলবে ! তবে কেন বদর , অহুদ, খন্দক , খায়বার , তাবুক , ইয়ারমুক আর কাদেসিয়া । কেন হাজার হাজার সাহাবারা জীবন দিল ? কেন প্রিয় নবী রক্তাক্ত হলেন ?

৪| ০৭ ই মে, ২০১৩ রাত ২:২৮

নষ্ট ছেলে বলেছেন: ইসলামের কোন যুদ্ধটা আল্লাহ কইরা দিয়া গেছে?
মহানবী কি যুদ্ধা আহত হন নাই?
কনস্ট্যানটিনোপল কি আল্লাহ নিয়ে মুসলমানদের হাতে তুইলা দিয়া গেছে?

ইসলামের হেফাজত আল্লাহ মানুষকে দিয়েই করান।

৫| ০৭ ই মে, ২০১৩ রাত ২:৩৯

কামিকাজি বলেছেন: তারা ন্যায়ের জন্য যুদ্ধ করেছিলেন। ইসলাম প্রচারের জন্য যখন মুসলিমদের যুদ্ধ ছাড়া কোন উপায় ছিলনা তখন আমাদের যুদ্ধ করতে হয়েছিল। আর তখন তো আল্লাহ তায়ালা আমদের সহায়তা করেছিলেন।

বাংলাদেশে ইসলাম কে হেফাজত করবেন মানে?
বাংলাদেশে কি নামাজ পরতে মানা?
ঈদ পালন করা মানা?
আযান দিতে কেউ বাধা দিচ্ছে?

রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্ম ব্যবহার করবেন আর আপনাদের চুমা দিবে?
কথা কম--- দৌড় দেন। আপনার নাম আমি এড করে দিচ্ছি এথলেটিক্স টিমে।

৬| ০৭ ই মে, ২০১৩ রাত ৩:০৫

দুরন্ত সাহসী বলেছেন: বিদায় হজ্বের ভাষন কি শুনেননি হেফাজত ভাই সাহেবেরা?

এই উপমহাদেশে মুলত কারা ইসলাম প্রচার প্রসার করে এই দেশে ৯৮ ভাগ মুসলিম কারা বানিয়েছেন সেটা কি জানেন?

এই হজরত শাহাজালাল রঃ ,খাজা মঈন উদ্দিন চিশ্তি সহ আরো যারা এই উপমহাদেশে ইসলাম প্রচার প্রসার করেছেন তারা কোন যুদ্ধ করেছেন?তারা কোন গ্রামের মোড়ল ছিলেন?কোন দলের চেয়ারম্যান ছিলেন?কোন দেশের প্রধান মন্ত্রী কিংবা রাষ্টপতি ছিলেন?

দৌড়ের উপর থাকেন।
সকালে জুতা যত গুলো দেখেছি ঢাকা শহরে এতগুলো রিক্সাও নেই :)

৭| ০৭ ই মে, ২০১৩ রাত ৩:১৩

উদাসী স্বপ্ন বলেছেন: কি বড় বড় কথা! শহীদ হওনের জন্য আইছে। অথচ বাটপার শফী নিরাপত্তার ভয়ে পলাশীর মোড় থিকাই ফুট দিছে। আজকা আবার বিমানে চড়তেছে। বলি মাদ্রাসাগুলাতে চামড়া আর দানের টাকা কি শালার ভ্রমনের লিগা দিছি নাকি মাদ্রাসার পোলাপানের খাওনের লিগা দিছি?

নিজে তো গোস্ত ছাড়া কিছু খায় না তার ব্যাটার শরীর দেইখাই বুঝা যায়। আজাইরা পোলাপান গুলার মাথা খাইয়া নিজে খায় এসির হাওয়া! বাটপারের বাটপার!

যেই পর্দা প্রথা নিয়া এত কাহিনী সেইখানে গোলাপীর মতো নষ্টারে লইয়া আবার শুরু করছে আন্দোলন। থু থু মারি যতসব হিপোক্রেটদের!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.