নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিয়মিত ব্লগার। মুক্তচিন্তার প্রকাশ ও চর্চা করি, গান শুনি, মুভি দেখি, আড্ডা মারি, ঘুরে বেড়াই আর জীবনকে উপভোগ করি। কারন জীবন তো একটাই। facebook.com/kamikaze.agnostic.blogger ব্লগ সাইটঃ thekamikazeblog.wordpress.com

কামিকাজি

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর

কামিকাজি › বিস্তারিত পোস্টঃ

রাজন হত্যাকান্ড ও কিছু কথা

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১০:২০

রানা প্লাজা, সাগর-রুনি, বিশ্বজিৎ, থাবাবাবা, টিএসসির ইভটিজারদের মত রাজন আরেকটি ফেসবুক ইস্যু। প্রতিটা ইস্যুর মেয়াদ থাকে সর্বসাকুল্যে ১৫ দিন।

কেউ প্রোফাইল পিকচার দিয়ে রাজনের হত্যার বিচার চাচ্ছেন।
অনেকেই রাজনকে নিয়ে কবিতা লিখেছেন, কেউ কেউ রাজনৈতিক অভিসন্ধি খুজছেন। মোটামুটি সবাই হত্যাকারিদের ফাঁসি চাচ্ছেন।

কিন্তু আমাদের দেশে স্কুল ও মাদ্রাসাগুলিতে প্রতিনিয়ত কত শিশু নির্যাতন হয় তার খবর কি আমরা রাখি?

অভিভাবকরা দুষ্টু ছেলেদের স্কুল ও মাদ্রাসাতে দিয়ে টিচারদের বলে, "স্যার, মাংস আপনার, খালি হাড্ডিগুলা আমাদের"। নিজেরাই শিশুদের নির্যাতন করতে উৎসাহিত করি।

রাজনকে নিয়ে এত মাতামাতি হত না, যদি না রাজন মারা যেত, আর তার ভিডিও বের হত। প্রতিদিন কত রাজন যে নির্যাতনের শিকার হচ্ছে তার বিচার কি আমরা চাই?

অন্য সব হত্যাকান্ডের মত এর বিচার হবে কিনা জানিনা, তবে শুধু ফেসবুকে ফাঁসি চেয়ে, কান্নাকাটি না করে নিজের সমাজকে বদলে দেয়ার চেষ্টা করাটাই মনে হয় ভাল।

নিজের ঘর থেকেই না হয় শুরু হোক!
#StopChildAbuse

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.