নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিয়মিত ব্লগার। মুক্তচিন্তার প্রকাশ ও চর্চা করি, গান শুনি, মুভি দেখি, আড্ডা মারি, ঘুরে বেড়াই আর জীবনকে উপভোগ করি। কারন জীবন তো একটাই। facebook.com/kamikaze.agnostic.blogger ব্লগ সাইটঃ thekamikazeblog.wordpress.com

কামিকাজি

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর

কামিকাজি › বিস্তারিত পোস্টঃ

প্যারিস ট্রাজেডি ও বাঙালি মানসিকতা

১৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:২৩

আমার দেশের মানুষ এত নিচু মনের, ভাবতেই ঘেন্না লাগে।

ফ্রান্সের হত্যাকাণ্ডের ঘটনায় সমবেদনা জানাতেও এত দ্বিধাবিভক্ত আমরা !

বাঙালি মানসিকতার কিছু উদাহরন দেই :

* দুনিয়াতে বোমা হামলায় এত মানুষ মরে তখন কান্দেন না, ফ্রান্সে মরলেই কান্দেন?

* পতাকা লাগাইয়া কি বাল ছিড়বেন? অন্য দেশগুলিতে যে মানুষ মরলো সেই দেশের পতাকা লাগান না কেন?

* আইসিস আমেরিকার সৃষ্টি। মুসলিমদের বিভক্ত করার জন্য এইটা ইহুদি নাসারাদের ষড়যন্ত্র।

* মুসলিম মরলে এত দু:খ নাই, খ্রিস্টান ইহুদি মরলে এত দু:খ কেন?

* ইউরোপ আমেরিকা এত এত সালে মুসলিমদের উপর এই এই অত্যাচার করেছিল। তখন কই ছিলেন? (ভিডিওসহ)

* মুসলমানদের উপর দোষ চাপাবেন না। ইসলাম এই হত্যাকান্ডকে সমর্থন করেনা।

একমাত্র ক্রিকেট ছাড়া বাঙালি জাতি কখনই একত্রিত হতে পারলনা, সেটা যেই উপলক্ষই হোক না কেন।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৯

কবি এবং হিমু বলেছেন: মুক্তমনা বাঙালি আর তাই মুক্তমনা কিছু প্রশ্ন করতেই পারে।তাই তাদের কথা ভেবে ঘেন্না না করে,বাঙালি নিচু মনের কিনা এই গবেষনায় না গিয়ে ভাল হ্য় যদি এই নিচু মনা মানুষের প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন।নাকি আপনার লেখায় প্রশ্নগুলো ও আপনার নিচুমনা ভেবে ঘেন্না হয়?

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৪

নিরব শান্ত বলেছেন: আপনি ঠিক বলেছেন যখন মুসলমান মরে তখন এভাবে সমবেদনা কেউ জানাতে পারে না * মুসলমানদের উপর দোষ চাপাবেন না। ইসলাম এই হত্যাকান্ডকে সমর্থন

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৭

নিরব শান্ত বলেছেন: আপনি ঠিক বলেছেন যখন মুসলমান মরে তখন এভাবে সমবেদনা কেউ জানাতে পারে না মুসলমানদের উপর দোষ চাপাবেন না। ইসলাম এই হত্যাকান্ডকে সমর্থন করে না
( আমার পূর্বের কমেন্ট এ ভুল আছে)

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩১

রোষানল বলেছেন: ফেসবুকে ফারান্সের পতাকা দিয়া ভইরা ফালাইছে । কেউ কেউ না জাইন্নাই প্রোফাইলে ফারান্সের পতাকা ঝুলাইছে ।কারন দেখতে দারুন লাগে। কিছুদিন আগে রঙধনুর ডিজাইন দিছিল জুকার বাগে। মার্ক জুরকার বাগ ফ্রি ফ্রি দিছে টাঙ্গাইতে তাই কি আর করা ।হুজুগে বাঙ্গালিদের নিয়ে কই যাই...

৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮

আব্দুল্লাহ রিফাত বলেছেন: আপনি ত মুক্তচিন্তার লোক!

আপনি যাই বলেন ধর্ম নিয়ে আপনার কোন কথার কোন দাম নেই

৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫১

ইমরান আশফাক বলেছেন: এই হামলা আমরা কেউ সমর্থন করি না তবে আপনি তথাকথিত নীচুমানুসিকতার বাংগালীদের প্রশ্নের উত্তরগুলি দেন।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২

মঞ্জু রানী সরকার বলেছেন: পতাকা লাগাইয়া কি বাল ছিড়বেন- কোন মানসিকতার ভাষা?

৮| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

রক্তিম দিগন্ত বলেছেন: পতাকা লাগাইয়া কি বাল ছিড়বেন?
এই কথাটা কেউই বলেনি। আরেক দেশের পতাকা নিজ প্রোফাইলে ঝুলিয়ে রাখাটা খুব একটা ভাল দেখায় না। আর পতাকার নিচে 'সাপোর্ট ফ্রান্স' বলে একটা লেখা আছে। যেইটা পরোক্ষভাবে তাক করে পরবর্তীতে ফ্রান্স সিরিয়াকে আক্রমণ করলে আমরা তাদেরকে নৈতিকভাবে সমর্থন দিচ্ছি। যেটা কোনভাবেই আমাদের কেউই দিবে না। একটা হুজুগে কাজের বেশ কয়েকটা মিনিং আছে। যারা বলছে পতাকা প্রোপিক করার বিরুদ্ধে তারা বুঝেই বলছে।

আর আপনি তো মনে হয় ফেসবুক সেলেব্রিটি। লেখার ধরণে তো মনে হল অনেক লাইক কামানোর জন্যই এইসব লিখে বেড়ান। যুক্তির কিছু নাই, শুধু বললেই হয়ে গেল।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

কামিকাজি বলেছেন: আপনি ফুটবলে যখন ব্রাজিল অথবা আর্জেন্টিনা সাপোর্ট করেন তখন কি তাদের পররাষ্ট্রনীতি, অথবা দুর্নীতিগুলোকে সাপোর্ট করেন?
সাপোর্ট ফ্রান্স মানে যারা মারা গিয়েছে তাদের পরিবার, ফ্রান্সের জনগনের পাশে দাঁড়ানো, তাদের প্রতি সহমর্মিতার কথা বলা হয়েছে। আগ বাড়িয়ে নিজের মনের মাধুরি মিশিয়ে একটা ইস্যু না বানালেই কি না? আপনি সাপোর্ট না করলে করবেন না, অন্য কেউ করলে আপনার চুল্কানিটা কোথায়?

৯| ১৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৮

তাজ উদ্দীন সুমন বলেছেন: সত্যিই যারা পতাকা লাগিয়েছে তারা কি এই প্রশ্ন গুলির জবাব দিতে পারবে? তবে আমাকে জিঙ্গাসা করলে আমি বলব "দেশের বাহিরের অন্যায় হলে প্রতিবাদ করলে কোন সমস্যা নাই কিন্তু দেশের অন্যায় এর প্রতিবাদ করলে খবর আছে পরে আপন জান বাছা অবস্তুা হবে" তাই তখন আমরা ভদ্রলোক হয়ে থাকি.....

১০| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৫

মোঃ ইয়াসির রহমান বলেছেন: আমার দেশের মানুষ এত নিচু মনের, ভাবতেই ঘেন্না লাগে।

ভাই এই নিচু মানসিকতার মানুষদের ভাষার ব্লগে না লিখলেই পারেন।আর অন্যকে নিচু মানসিকতার বলার আগে আপনার নিজের উচু মানসিকতার পরিচয়টাও দেখলাম।

রক্তিম দিগন্ত ভাই, সুন্দর জবাব দিয়েছেন।

১১| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: দিলেন তো আগুনে ঘি ঢেলে কিংবা মড়ার উপর খাড়ার ঘা!!

আমাগো মুসলমানরা একেতো জঙ্গী অপবাদ মাথায় নিয়ে আছে কোনঠাসা হয়ে, এমন অবস্থায় প্যারিস হামলা নিয়ে যখন তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে একটু ব্যর্থ সান্ত্বনা খোঁজার চেষ্টা করছিল, তখনই আপনি তাদের মুখোশ প্রকাশ করে দিলেন!!

মুসলমান হিসেবে তাদের আর পালাপার পথ নেই, তাই চোখ বন্ধ করে নিজেকে খুব বুদ্ধিমান ভেবে ভুল বকা শুরু করেছে এই প্যারিস হামলা নিয়ে। তাদের ভাইরা যখনই এভাবে এক একটি ঘটনা ঘটায় তখনই তারা এভাবে নিজেদের মিথ্যা নির্দোষ প্রমাণ করার জন্য ম্যাৎকার করে, ভুল বকে, প্রলাপ করে আর ভাবে তারা কতই না পবিত্র!!

আপনি চমৎকারভাবে তাদের নোংরা ও জঘণ্য প্রতিক্রিয়াগুলো প্রকাশ করে দিয়েছেন, আমিও গতকাল থেকে ব্যাপারটি খেয়াল করছিলাম। আমাগো মুসলমানরা তাগো নিজেগো আগে মুসলমান ভাবে, তারপর আরবীয় ভাবে, তারপরই শুধু মানুষভাবে। তো তাদের নিকট থেকে আর ভাল কি আশা করতে পারেন!!

তাদেরকে সরাসরি প্রশ্ন করেন প্যারিসে যারা আল্লাহু আকবর বলে হামলা করেছে তারা কোন ধর্মের? দেখবেন তাদের লম্ফঝম্ফ।
শাপশাপানি, গালাগালি আরো কত কি!!

আর হ্যাঁ, আপনার সাথে আমার একটি দ্বিমত আছে। আপনি বাঙালি বলেছেন কাদের? মুসলিমদের?
শোনেন, মুসলিমরা কোনদিন বাঙালি হতে পারে না, প্রথমে তারা আরবীয়, পরে বড়জোর পাকিস্তানী।
তারা কি বাঙালি সংস্কৃতি পালন করে, মানে??
তারা কি নিজেদের নাম খাঁটি বাংলায় রাখে?
না, তাহলে??

আমার এই কথাগুলো সত্যিকার এবং প্রকৃত মুসলিমদের বিরুদ্ধে নয়, শুধু ভন্ড মুসলিমদের বিরুদ্ধে।
পোস্টের জন্য ধন্যবাদ ও প্লাস।

১২| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

অেসন বলেছেন: বাংলাদেশে হয়ত আইএস নাই তবে আইএস মনা লোকের অভাব নেই।
শরণার্থী হইয়ে ইউরোপ এর কাছে মানবাধিকার এর আশা করে। অথচ ফ্রান্স এর উপর হামলায় ফ্রান্সের জনগণ এর পাশে থাকার ক্ষেত্রে মনে কত প্রশ্ন !

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: প্যারিস হামলায় যেসব মহান ব্লগার সবচেয়ে বেশি খুশি হয়েছে!!
০১. চলন বিল
০২. আলী আকবর লিটন
০৩. তপ্ত সীসা
০৪. হিনদোল শাহ
০৪. কথার_খই
০৬. আমি মিন্টু
০৭. তিথী ডোর
০৮. নৈশ শিকারী
০৯. ফাহাদ মুরতাযা
১০. সাদিকনাফ
১১. আমার ভাবনা
১২. সুফী বরষণ
১৩. ক্ষতিগ্রস্থ
১৪. দূর্বার শাওন
১৫. সীমান্তের ঈগল পাখি ( পরাজিত বীর )
১৬. আমি আবুলের বাপ।
১৭. জাতির গ্রান্ডপা
১৮. বিচার মানি তাল গাছ আমার
১৯. রোষানল
২০. আব্দুল্লাহ রিফাত
২১. রক্তিম দিগন্ত
২২. বিদ্রোহী ভৃগু

১৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৬

কামিকাজি বলেছেন: উত্তরগুলো দেইঃ

* দুনিয়াতে বোমা হামলায় এত মানুষ মরে তখন কান্দেন না, ফ্রান্সে মরলেই কান্দেন?

হ্যা কান্দি, কারন ইউরোপ যাদের বিপদে পাশে দাড়িয়ে তাদের বুকে তুলে নিল, কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে মধ্যপ্রাচের লাখ লাখ মানুষকে আশ্রয় দিলো, খাবার দিলো, সহযোগিতার হাত বাড়িয়ে দিলো, সেই ইউরোপেই বলে কয়ে সশস্র জঙ্গি ঢুকিয়ে নিরীহ মানুষ হত্যা করলে আমি বারবার এর প্রতিবাদ করব।

* পতাকা লাগাইয়া কি বাল ছিড়বেন? অন্য দেশগুলিতে যে মানুষ মরলো সেই দেশের পতাকা লাগান না কেন?

পতাকা লাগানোর অপশন দিসে পতাকা মানুষ লাগাইসে, বুঝে লাগাক আর না বুঝেই লাগাক, অন্তত এর মাধ্যমে যে সন্ত্রাসের ভয়াবহতার সম্পর্কে সচেতন হচ্ছে, আপনার জ্বলে কেন? পাকিস্তানে তো কত বোমা হামলা হইসে, পারলে একটু প্রোফাইল পিকচারে লাগান তো দেখি, তখন তো আবার ১৯৭১ টাইনা আনবেন। যার ইচ্ছা সে লাগাইসে, আপনার ইচ্ছা আপনি অন্য পতাকা লাগান, নইলে সব দেশের পতাকা লাগান, কেউ তো মানা করেনাই।

* আইসিস আমেরিকার সৃষ্টি। মুসলিমদের বিভক্ত করার জন্য এইটা ইহুদি নাসারাদের ষড়যন্ত্র।

এইটা হইল মোডারেট মুসলিমদের বাইন মাছের মতো পিছলায়া যাওয়ার একটা অন্যতম অস্ত্র। আগে ইতিহাস পড়েন ক্যামনে আইসিস তৈরি হইসে এবং কারা মদদ দেয়। আন্দাজে একটা কিছু বলে দিলেই যে আপনি সহি তা তো না। পারলে কনক্রিট এভিডেন্স দেখান নইলে মুখে আঙ্গুল দিয়া বইসা থাকেন।

* মুসলিম মরলে এত দু:খ নাই, খ্রিস্টান ইহুদি মরলে এত দু:খ কেন?

মানুষ মরলেই আমাদের দুঃখ লাগে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান বাছবিচার করে আপনাদের মতো একচোখা লোকজন। মানুষকে বিভক্ত করার সবচেয়ে জঘন্য অস্ত্র হচ্ছে ধর্ম, যার কারনে আমরা এর বিরুদ্ধে।

* ইউরোপ আমেরিকা এত এত সালে মুসলিমদের উপর এই এই অত্যাচার করেছিল। তখন কই ছিলেন? (ভিডিওসহ)

মুসলিমরা হিন্দুদের উপরে কত কত সালে কি কি অত্যাচার করসে, এবং এখন করছে যদি জানার ইচ্ছা থাকে আওয়াজ দিয়েন। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব সাম্প্রদায়িকতার বীজ, ধর্ম নামক ক্যান্সার কিভাবে মানুষের মনে গেথে রয়েছে।

* মুসলমানদের উপর দোষ চাপাবেন না। ইসলাম এই হত্যাকান্ডকে সমর্থন করেনা।

বিরোধিতাও তো করেনা। কুরআন হাদিস খুলে দেখেন কত জায়গায় বিধর্মীদের হত্যা লুণ্ঠনের কথা বলা আছে। ব্লাস্ফেমির শাস্তি কি একটু পড়ে আসেন। মিন মিন করে শুধু এই কথা বলে পার পেয়ে যাবেন তা তো হয়না। গাজার হত্যাকান্ড নিয়া তো লাফায়া পরছিলেন। যখন ব্লগার হত্যা হয়, যখন নিরীহ মানুষ জঙ্গিদের হাতে মারা যায়, তখন তো মিউ মিউও করতে দেখিনা। হিপক্রেসি আর কত দিন।

উত্তরগুলো দিলাম।

সম্পুরক প্রশ্ন থাকলে করবেন। ত্যানা পেচালে আমিও জানি ত্যানা কিভাবে খুলতে হয়।

১৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

রক্তিম দিগন্ত বলেছেন: তা ভাই নিজের মাধুরী মিশিয়ে তো এইখানে ব্রাজিল আর্জেন্টিনা ঢুকিয়ে দিলেন। আরেকজন তো নিজের মত করে যারা খুশি হয়ে গেছে তাদেরও লিস্ট করে ফেললেন। বাহ! মাধুরী মেশানো এইটাকেই বলে।

ফেসবুক তো আমেরিকান তাই না?
আমেরিকার সরকারও আবার ফ্রান্সকে সাপোর্ট দিয়ে ফেলছে।

আমেরিকানরা তো আর এমনিতেই সব কিছুতে নিজেদের প্রাধান্য বিস্তার করেনি, কূট কৌশল দিয়েই করেছে। এইখানে কী কূট কৌশল নেই?

ভ্লাদিমির পুতিন আর বারাক ওবামার সংলাপও খুব বেশিদিন আগে ঘটেনি। হামলার খবরের সাথে এই খবরও রাখলে বুঝতে পারতেন এই হামলার পিছনেও উদ্দেশ্য আছে। কিছু একটা তো হবেই। সেই জন্যই তো ফেসবুক আগ বাড়িয়ে অনেক কিছু করে ফেলছে।

আর মানুষ মরায় কেউ খুশি হয় না। সবারই খারাপ লাগে। সেই খারাপ লাগা প্রকাশের চেয়ে নিজ নিজ ধর্মের অনুসারে মৃতদের দোয়া করাটাই শ্রেয়। পতাকা একটা ঝুলিয়ে দিলেই তাদের প্রতি খারাপ লাগাটা বুঝা যায় না। কারণ, অনেকেই পতাকা ঝুলিয়েছে যারা এইটাই জানে না যে ফ্রান্সের রাজধানীই প্যারিস - তারা প্যারিসকেই ভাবছে আরেক দেশ।

এর চেয়ে খোদার কাছে মৃতদের আত্নার দোয়া চাইলে ক্ষতি আছে? নাকি এইটাও শো-অফ করে বলতে হবে?

আপনি পোষ্টে কী লিখতে চেয়েছিলেন আর লিখেছেন কী?
এক প্রশ্নের উত্তরে দিলেন, কয়েকদিন আগেই ইউরোপের দেশগুলো তাদের অসহায় অবস্থায় পাশে দাঁড়িয়েছিল - আর সেই তারাই কিনা ইউরোপ জ্বালিয়ে দিল?
তাদেরকে নিরীহ লোক দৌড়িয়ে দিয়েছিল? প্যারিসেও কি নিরীহ লোক হামলা চালিয়েছিল? নিরীহ লোকদের উদাহরণ টেনে আপনি কী বুঝাতে চাইলেন?

আর এই হামলা যে বড় কিছুর ইঙ্গিত সেটার কোন সন্দেহ নেই। হুজুগে কিছু করার আগে ভেবে করুন। কারণ, কয়দিন পরেই আবার এইটা নিয়েই কথা হবে উলটো দিকে।
সমর্থন যেইটা করার নিজের মত করে অন্তর থেকে করুন - এক প্রোফাইল পিকচারে পতাকা লাগালেই আপনার তাদের প্রতি খারাপ্ লাগা প্রকাশ হয়ে যায় না।

১৬| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১২

কামিকাজি বলেছেন: @রক্তিম দিগন্ত, আমি দুঃখিত আমার পোস্টটি আপনার মাথার উপর দিয়ে গেছে। আপনার অ্যান্টেনা ক্যাচ করতে পারেনাই।
দয়া করে আবার মনোযোগ সহকারে পড়ুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.