নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিয়মিত ব্লগার। মুক্তচিন্তার প্রকাশ ও চর্চা করি, গান শুনি, মুভি দেখি, আড্ডা মারি, ঘুরে বেড়াই আর জীবনকে উপভোগ করি। কারন জীবন তো একটাই। facebook.com/kamikaze.agnostic.blogger ব্লগ সাইটঃ thekamikazeblog.wordpress.com

কামিকাজি

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর

কামিকাজি › বিস্তারিত পোস্টঃ

মেরি ক্রিসমাস বলা কি হারাম?

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

ইসলামে সবই হারাম, কিন্তু নিজেদের মতো করে কাস্টমাইজড করে নিলে কোন প্রব্লেম নাইক্কা।

যেমন,
বেকন খাওয়া হারাম, তবে মিথ্যা বললে প্রব্লেম নাই।
গান বাজনা হারাম, তবে গীবত করলে প্রব্লেম নাই।

এরকম হাজার হাজার উদাহরন আপনার আমার চোখের সামনে ঘটে চলেছে।

মেরি ক্রিসমাস বলা যদি হারাম হয়, কাউকে দুর্গাপূজার শুভেচ্ছা দেওয়া যদি হারাম হয়,

তাহলে ধর্ম মানেই বিভক্তি এবং আমি এই বিভক্তির বিপক্ষে সব সময়।

পৃথিবীতে ৪২০০ ধর্ম আছে এবং সব ধর্মের কাছেই বাকি ৪১৯৯ টা ধর্ম ভুয়া।
ধর্মে ধর্মে রেষারেষি না করে সকল ধর্মের মানুষকে ভালবাসার নামই হল মানবধর্ম, যার আজ খুব প্রয়োজন।


মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

গোধুলী রঙ বলেছেন: আপনার এই চিন্তার ধরনই হারাম, কারন আপনিই আপনার চিন্তাকে কাস্টমাইজ করে নিয়েছেন, মিথ্যায় প্রব্লেম নাই গীবতে প্রবলেম নাই কেডা কইলো আপনারে? আপনিই যদি মনে করে থাকেন গীবত হারাম নয় তবে মেরি ক্রিস্মাস নিয়া এত দ্বিধায় কেন?

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

মানবী বলেছেন: "গান বাজনা হারাম, তবে গীবত করলে প্রব্লেম নাই।"

- তাই, গীবত করলে প্রব্লেম নেই? গীবত ইসলাম ধর্মে নিষিদ্ধ! ঠিক যেমন হারাম হওয়া সত্ত্বেও কেউ কেউ সুযোগ পেলে বেকন খায়, মদ খায়- তেমনি হারাম হওয়া সত্ত্বেও কেউ কেউ গীবত করে।

"মেরি ক্রিসমাস বলা যদি হারাম হয়, কাউকে দুর্গাপূজার শুভেচ্ছা দেওয়া যদি হারাম হয়,"
- আমেরিকা মুসলিম দেশ নয় তারপরও এখানে গণহারে মেরি ক্রিসমাস বলে শুভেচ্ছা বিনিময় হয়না, ডিসেম্বরের শেষ দু সপ্তাহ "হ্যাপী হলিডেজ" বলে শূভেচ্ছা বিনিময় হয় সাধারণত! কারন ধর্ম সংখ্যা ৪২ হাজার হোক আর ৪২ মিলিয়ন, প্রত্যেকের কাছে যার যার বিশ্বাস সবচেয়ে সঠিক আর নির্ভুল, সেক্ষেত্রে এক ধর্মের কাছে খুব স্বাভাবিক ভাবেই আরেকটি ধর্ম বিশ্বাসযোগ্য নয়। যেখানে বিশ্বাস নেই সেখানে তা উল্লেখ করে শুভেচ্ছা বিনিময় ভন্ডামী মাত্র!

পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে যযে যার ধর্ম পালন করতে গণ হারে "ঈদ মুবারাক", "মেরি ক্রীসমাস" বা "দুর্গাপূজার শূভেচ্ছা" বলার প্রয়োজন পরেনা।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

রুদ্র জাহেদ বলেছেন: পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে যযে যার ধর্ম পালন করতে গণ হারে "ঈদ মুবারাক", "মেরি
ক্রীসমাস" বা "দুর্গাপূজার শূভেচ্ছা" বলার প্রয়োজন পরেনা।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ইসলামে সবই হারাম- পোস্টের শুরুই তো ভুল কথা দিয়ে শুরু।
বেকন খাওয়া হারাম। শুকরের মাংসের। বীফ বেকন হারাম আপনাকে কে বলল? ফুডপান্ডার সাইটে গিয়ে দেখুন 'টেকআউট' বীফ বেকন বার্গার দেদারসে বিক্রি করছে।
গীবত করলে প্রব্লেম নাই এমন কথা কোন ইসলামিক চিন্তাবিদ বলেছে আপনাকে? নাকি নিজে চিন্তা করে বের করেছেন?

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

কামিকাজি বলেছেন: এখানে যারা যারা কমেন্ট করছেন এমনকি আমিও প্রয়োজনে অপ্রয়োজনে অনেক মিথ্যা কথা বলেছি, মানুষের পিছনে অনেক গীবত গেয়েছি, সিনেমা দেখেছি, গান শুনেছি, ছবি দেখেছি, দাবা খেলেছি, প্রেম করেছি। ইসলামে সবই হারাম। কিন্তু এগুলো অহরহ করার পরেও কোন এগুলোকে নিয়ে তেমন একটা মাথা ঘামাতে কাউকে দেখা যায়না।
কাউকে মেরি ক্রিসমাস বললেই ইসলামি ফিলিংস লাফ দিয়ে কেন ওঠে, অথবা তখনি কেন হালাল হারামের ব্যাপারটা চলে আসে আমার মাথায় ঢোকে না।
ইসলামে মিথ্যাও হারাম, গীবতও হারাম কিন্তু এগুলো করতে একটুও বাধে না।
কারন আমরা নিজেরাই ইসলাম ধর্মকে কাস্টমাইজড করে ফেলেছি। ব্যাংকে টাকা রাখা হারাম, কিন্তু সবারই একাউন্ট আছে।
ভন্ডামি বাদ দিয়ে আসুন আগে মানুষ হই, তারপরে ধার্মিক হই।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬

আমি যাযাবর বলিছ বলেছেন: খারাপ সব সময় ই খারাপ। দশ জন মানুষ কোন কারাপ কাজ করলেই তা ভাল হয়ে যায় না।আসুন আগে নিজে ভাল হই তারপর অন্যকে নিয়া চিন্তা করি

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোস্টের মুল ম্যাসেজটা অনেকেই ধরতে পারেন নি। আসলে এই ব্যাপারে অনেক ব্যাখ্যা পড়েছিলাম ব্লগে। ইসলাম একটা আধুনিক ও সহজ ধর্ম। এখানে জটিলতার কিছু নাই। ইসলামে মানবতারই কথাই বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.