নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিয়মিত ব্লগার। মুক্তচিন্তার প্রকাশ ও চর্চা করি, গান শুনি, মুভি দেখি, আড্ডা মারি, ঘুরে বেড়াই আর জীবনকে উপভোগ করি। কারন জীবন তো একটাই। facebook.com/kamikaze.agnostic.blogger ব্লগ সাইটঃ thekamikazeblog.wordpress.com

কামিকাজি

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর

কামিকাজি › বিস্তারিত পোস্টঃ

ইসলাম শান্তির ধর্ম, আসলেই?

১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২১

মুসলমানরা প্রায়শই ''ইসলাম শান্তির ধর্ম'' প্রমান করতে সুরা মায়িদার ৩২ নাম্বার আয়াতের শরনাপন্ন হয়ে থাকে।

''এ কারণেই আমি বনী-ইসরাঈলের প্রতি লিখে দিয়েছি যে, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন। বস্তুতঃ এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে।''

উল্লেখ্য সুরাটি ইহুদী গোত্র বনী ইসরাঈলকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, পুরো মানবজাতির উদ্দেশ্যে নয়। কিন্তু মুসলমানরা কেন জানি ঠিক তার পরের আয়াতটি পড়তে ভুলে যায়।

''যারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলীতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি।''

পরের আয়াতটি পড়তে মুসলমানদের কষ্ট হয় অথবা চোখে পড়েনা, চোখে পড়লেও এই অজুহাতগুলি দেওয়া হয়,

১) তাফসির জানতে হবে।
২) আরবী না জানলে এই আয়াতের গভীর অর্থ বোঝা সম্ভব নয়।
৩) প্রেক্ষাপট ভিন্ন ছিল।
৪) অনুবাদে গোলমাল।

সবশেষে, তালগাছ আমার, ''ইসলাম শান্তির ধর্ম''।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.