নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিয়মিত ব্লগার। মুক্তচিন্তার প্রকাশ ও চর্চা করি, গান শুনি, মুভি দেখি, আড্ডা মারি, ঘুরে বেড়াই আর জীবনকে উপভোগ করি। কারন জীবন তো একটাই। facebook.com/kamikaze.agnostic.blogger ব্লগ সাইটঃ thekamikazeblog.wordpress.com

কামিকাজি

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর

কামিকাজি › বিস্তারিত পোস্টঃ

আপনার আর কত দিন বাকি?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০

একটা মানুষ কতদিন বাঁচে?

গড়ে ৬০ বছর। খুব বেশি ভাগ্যবান হলে ৮০। ৬০ বছরে হয় ২১ হাজার ৯০০ দিন।
মানুষ তার জীবনের তিন ভাগের এক ভাগ ঘুমিয়ে কাটায়। সাবালক হতে হতে ১৭-১৮ বছর চলে যায়।

সুতরাং ধরে নিলাম হাতে রইল ৭৩০০ দিন।

এই ৭৩০০ দিনকে ভালভাবে ব্যয় আমরা কয়জন করি?

বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষাজীবন পার করতেই ২৫ বছর লেগে যায়। তারপর চাকরী খোজা, বিয়ে করা, হানিমুন বলতে কক্সবাজার। তারপর সন্তানের জন্ম। পোলাপাইন একটু বড় হলেই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। চুল অলরেডি পাকা শুরু হয়ে গেছে। বউয়ের সাথে রোমান্স করতে গেলে, বউ বলবে,'' মরন, ছেলেপেলে বড় হয়ে গেছে, বুড়ো বয়সে ভীমরতি?'' তারপর চাকরী থেকে অবসর, সারাদিন ঘরে বসে পত্রিকা পড়া অথবা নিউজ চ্যানেলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চিন্তিত হওয়া। বাজারে মাছের দাম বেড়ে গেছে এই নিয়ে দুশ্চিন্তা। তারপর কোন একদিন হার্ট এট্যাক হয়ে কোন দামী হাসপাতালে মৃত্যুবরণ।

এই হল একজন বাংলাদেশীর সাধারন জীবনচক্র।

আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত মুল্যবান। ধার্মিক দৃষ্টিকোণে মৃত্যু পরবর্তী জীবনের আশ্বাস দেওয়া হলেও যদিও তা আদৌ আছে কিনা তার কোন প্রমান নেই। সুতরাং ধরে নিন, আফটার লাইফ বলতে কিছু নেই।
আপনার জীবন বলতে ৭৩০০ দিন। তারপর মাটিতে মিশে যাবেন অথবা আগুনে পুড়ে যাবেন। তারপর কেউ আপনাকে মনেও রাখবেনা। আপনার মৃত্যুবার্ষিকীতে আপনার ছেলে মেয়ে একটু কান্নাকাটি করবে, গরীবদের খাওয়াবে, ব্যাস ওই পর্যন্তই।

এখন এই ৭৩০০ দিন কিভাবে বাঁচবেন এটা আপনার উপরেই নির্ভর করে।

আমাদের জেনারেশন লাইভে তোতাপাখির মত কমেন্ট পড়ে, ফেসবুক গ্রুপ নিয়া ক্যাচাল করে, কমেন্টে কিভাবে জেতা যায় তা নিয়ে কিবোর্ডে ঝড় তোলে। তারা ফেসবুকে নিজেকে কতটা শোঅফ করা যায় এই নিয়ে বেশি ব্যস্ত।কাউকে জন্মদিনের উইশ করি ফেসবুকে, বন্ধুদের সাথে ফোনে একবার কথাও বলিনা, ফেসবুকে তো আছেই। জানেই তো ভাল আছি। আমাদের জীবন বলতে স্মার্টফোন, ফেসবুক, ইনস্টাগ্রাম।

মনে রাখবেন ৭৩০০ দিন! কিভাবে বাঁচবেন সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল।

আপনার আর কত দিন বাকি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.