নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কঠিন সময় দীর্ঘস্থায়ী হয় না কঠিন মানুষেরাই দীর্ঘস্থায়ী হয়

হিংস্র ঈগল

আমি শুধু এটুকুই বুঝি যে আমি কিছুই বুঝি না। এখনো বোঝার জন্য অবিরত চেস্টিত আছি।

হিংস্র ঈগল › বিস্তারিত পোস্টঃ

দেশটা যেন সত্যিই বর্বরদের দখলে চলে যাচ্ছে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

কিছুক্ষণ আগে খবর ফেসবুক থেকে খবর পেলাম আসিফ মহিউদ্দিন সন্ত্রাসীদের হাতে ছুরিকাহত হয়ে উত্তরার ১১নং সেক্টরের আল-মনসূর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উনার কর্মকাণ্ডের জন্য উনি অনেক আগে থেকেই কিছু প্রতিক্রিয়াশীলদের চক্ষুশূল ছিলেন। কিন্তু উত্তরার মত এলাকায় যে উনার উপর এই ধরণের আক্রমণ হবে তা একবারও ভাবিনি।



সবার চিন্তা-ভাবনা একরকম হবে এটা আশা করাও বোকামি। তবে যুক্তির বিরুদ্ধে যুক্তিই প্রয়োগ করা উচিৎ, তলোয়ার নয়। যারাই দেশে বাক-স্বাধিনতা, মৌলিক অধিকারের পক্ষে কথা বলেছে, তাদের বিরুদ্ধে এভাবে আক্রমণ করা হয়েছে। দুঃখ জনক হলেও সত্যি এর কোনটারই সঠিক বিচার হয় নি।

আমরা আশা করি অতিশিগ্রই এর জন্য দায়ী ব্যাক্তিদের গ্রেফতার করা আইনের আওতায় আনা হবে।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

লিউনেল মেসি বলেছেন: বাক স্বাধীনতার কারনেই তো এমন হয়েছে।

আমাদের ইসলামিক আর আপনাদের ভাষায় বর্বরদের আইন যদি দেশে থাকত তবে আর এমন হতো না।

আপনারাই তো ডাকাতের ফাসি নিয়ে খুব রাস্তায় লাফালাফি করেছেন।

একটা চোরের হাত কেটে দেওয়া হোক গুলিস্তানের মোরে, কাল থেকে ঢাকার চুরি অর্ধেন বন্ধ হয়ে যাবে।

এর আগেও আসিফকে পুলিশে ধরে নেওয়ার পর প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আসিফ যেই সেই।

এদের কাছে আশা করা যায় না ভাল কিছু। আবারও এই হামলার প্রতিবাদ জানাচ্ছি। কারন আমরা ইসলাম থেকে আপনাদের মতে বর্বরতা শিখেছি।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

হিংস্র ঈগল বলেছেন: ছাগুর বাচ্চা এখানে লাদ্যাইতে আসবি না। তোদের শরিয়া আইন সিরিয়া, ইয়েমেনে কি **ল ফালাইতেসে তা তো প্রতিদিনই দেখতাসি। তোর বোনরে সৌদিতে কাজের মেয়ে হিসাবে পাঠাইস তারপর সামুতে আইসা কইস শেখরা কেমন শরিয়া আইন মানে। একজন মানুষ ছুরিকাহত হইসে আর তোরা আসস তোদের ল্যাদানি নিয়ে।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

বাকরুদ্ধ আমি বলেছেন: আমি বাকরুদ্ধ

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

লিউনেল মেসি বলেছেন: ছাগু বলার আগে ব্লগে আইসা ঘোইরা যাইও। বকাবকি কইর না।

সৌদি শরিয়া আইন মানে সেইটা বলিনাই।

তোমরা যে লাফালাফি কইরা সারা বিশ্বে আমাগো ফানিফেসে পরিনত করছ তাই কইলাম।

ঐ জিনিস করলে অন্তত আসিফকে আজকে এমন হতে হত না।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

হিংস্র ঈগল বলেছেন: "সৌদি শরিয়া আইন মানে সেইটা বলিনাই।" কোন দেশটা এই আইন মানে? পাকিস্তান না আফগানিস্তান।

লাফা লাফি কে করতাসে তা তো তরাই দেখাইসস। এখন ঘরে বইসা শরিয়া আইনের জন্য মোনাজাত ধর। আমার ব্লগে আইতে কে কৈসে তোরে।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

দেখি শুনি বলি বলেছেন: ইউরোপ আমেরিকায় এ্যাসাইলাম কনফার্ম হয়ে গেল। মালালার পর আসিফের নামে শীত্কার!!

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

মুফতি বাবা বলেছেন:
শাহ বাগের মোড়ে তাকে মারধর করছিল ছাত্রলীগের পোলাপাইন, অমি পিয়ালের নির্দেশে|

ছাত্রলীগের ভাড়া করা এক মাইয়াকে দিয়াও তাকে শারিরীক নির্যাতন করা হইছে দিনে দুপুরে রাস্তায়|

আমি পিয়াল ও তার গ্যাং প্রকাশ্যে ফেস বুকে হুমকি দিয়া এজকাের কাজটা করছে|

তুমি কি কিছু জানো না? না-কি ন্যাকা সাজছো??

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

হিংস্র ঈগল বলেছেন: আপনি মনে হয় ঘটনার সময় উত্তরায় ছিলেন। যেভাবে চুষিলদের মত বয়ান দিচ্ছেন।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

জিললুর রহমান বলেছেন: বমিশিয়াল আর আসিফের মারামারিতে দোষ পড়ল মৌলবাদীদের ?

ছোট্ট একখান প্রশ্নঃ তারা যদি মৌলবাদী হয়, তাহলে আপ্নারা কি যৌগবাদী নাকি ?

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

মুফতি বাবা বলেছেন:
| কইলাম তো তুমি এইসব জানবা না, তোমার লেভেল সবুজ মাথের ঘাস চিবানোতেই সীমাবদ্ব|তুমি সামান্য মোল্লার লবন খাও, দেশের খবর তোমার জানার কথা না| হাম্বা হাম্বা করে ঘাস চাবাও|

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

হিংস্র ঈগল বলেছেন: আমি ঘাস খাই আর তোমরা কাঁঠাল পাতা চিবাও।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

মুফতি বাবা বলেছেন:
বলদের বাচ্চা বলদ| আমার কমেন্ট ভাল কইরা পর, তার পর খবর নে কে আসিফকে মারছে| আবালের বাচ্চা তুই|

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

শার্লক বলেছেন: কবে সভ্যদের দখলে ছিল? দেশে এতো কিছু হয়ে যাচ্ছে আপনি আজকে টের পাইলেন। কোন দেশে বাস করেন আপনি? হে হে হে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.