নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কঠিন সময় দীর্ঘস্থায়ী হয় না কঠিন মানুষেরাই দীর্ঘস্থায়ী হয়

হিংস্র ঈগল

আমি শুধু এটুকুই বুঝি যে আমি কিছুই বুঝি না। এখনো বোঝার জন্য অবিরত চেস্টিত আছি।

হিংস্র ঈগল › বিস্তারিত পোস্টঃ

নন মেট্রিকদের যুবলীগে যোগদানের বৈশাখী অফার X((X((

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

এতদিন পত্রিকায় ছাত্রলীগের তাণ্ডবের খবর দেখতাম। এখন তারা সাইড লাইনে আছে। ছাত্রলীগকে সাময়িক বিরতি দেয়ার জন্য যুবলীগ নেতাদের এখন মাঠে নামানো হচ্ছে। তবে মূল বিষয়টা হল ছাত্রলীগের পাণ্ডা হওয়ার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে হত। তা না হলে তো হল দখল, টেন্ডারবাজি, অধ্যক্ষকে প্রহার এসবের জন্য প্রয়োজনীয় জ্ঞান লাভ হতো না।

ভেবেছিলাম যুবলীগের যারা পাণ্ডা তারা বোধহয় চুরি, লুটপাট আর টেন্ডারবাজিতে এম ফিল করা।



কিন্তু না!!! পরথম আলুয় দেখলাম বিল্ডিং রানার প্রাতিষ্ঠানিক পড়াশুনা নবম শ্রেণী পর্যন্ত। আর তাতেই সে নয় তলা রানা প্লাজার মালিক:-*:-*:-*

খোদা নাখাস্তা!!! যদি সে ছাত্রলীগের ক্যাডার হতো তাহলে হয়তো (১২+৪) ১৬ তলা ভবনের মালিক হতো। তাতে আরও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো।

এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই, নন-মেট্রিকদের যুবলীগে বহাল রাখার জন্য। আশা করব সামনের কাউন্সিলে যুবলীগের পদগুলোতে যেন আরও বেশি করে বিল্ডিং রানার মত নবম শ্রেণী পড়ুয়াদের রাখা হয়। :P:P

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.