নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কঠিন সময় দীর্ঘস্থায়ী হয় না কঠিন মানুষেরাই দীর্ঘস্থায়ী হয়

হিংস্র ঈগল

আমি শুধু এটুকুই বুঝি যে আমি কিছুই বুঝি না। এখনো বোঝার জন্য অবিরত চেস্টিত আছি।

হিংস্র ঈগল › বিস্তারিত পোস্টঃ

এবারের ঈদটাও কারাগারে কাটাতে হবে। কিন্তু এত মযলুমের দোয়া বৃথা যাবে না(ছবি ব্লগ)

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩২

প্রথমে কিছু ছবি দেখে নিন আর খাস দিলে দোয়া করুন :((:((







ভাইয়েরা (বাপেরাও হতে পারে) মোনাজাত করছে। আল্লাহ নিশ্চয় কবুল করবেন।:D:D:D





ব্লগার মাত্রই নাস্তিক এই কথাটা কিছু আবাল এত দিন বলে আসছিলো। কিন্তু এই চাচার পোস্টারের লেখা পড়ে মনে হোল পুরা বাংলাদেশটাই নাস্তিকে ভরে গেছে। B-)B-)B-)







আহা হুজুরের জন্য গেলমানের এখনো মন কাঁদে।







কেউ কেউ এখনো আশা করছে ৭১ এর মত এবারো পাকি ভাইয়েরা এসে উদ্ধার করবে। তাই পাকি জামাতের ফেসবুক ওয়ালে ম্যাতকার। X(X(







হুজুরের জন্য দুঃখে হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। এবার শুরু হোল সেই পুরনো ভারত কার্ড খেলা। একপাশে হুজুরে আলা :|:| আর অন্যপাশে ডাইনি:-*:-* , ঘাতকিনী।







পুরো রোযার মাস এত দোয়া করা হোল তাতেও হুজুরেরা ছাড়া পাচ্ছে না। ব্যাফুক আপচোচ :P:P এবার দুঃখে বাংলাদেশকে কিছুটা গালি দেয়া হোল।







তাতেও কিছু না হওয়ায় এবার নিজেদের সরকারের উপর ক্ষোভ প্রকাশ।







এবারের ঈদটাও কি জেলে কাটাতে হবে??? কিন্তু সাধারন পাকিদের এসব ভাবার সময় নাই। তারা আছে বেশ ফুর্তিতে। ঈদ উপলক্ষে গার্ল ফ্রেন্ডদের নিয়ে র‍্যালিও বের করেছে তারা। তবে তালিবানরা মনে হয় এটা খেয়াল করেনি:P:P:P







সর্বশেষ---------



দিগন্ত টিভি বন্ধ হবার পর এর সংবাদ পাঠিকারা বেকার হয়ে পড়েছেন। তাই বিকল্প ব্যাবস্থা হিসেবে জামাতি ফতোয়া মোতাবেক সহি মডেলিং করছেন :P:P:P







বিরুক্তি উৎপাদনের জন্য আন্তরিক দুঃখিত। সবাইকে ঈদের শুভেচ্ছা।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭

অনিক রহমান বলেছেন: :-P

২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭

আহমাদ-২০০৫ বলেছেন: কিছুতো বুঝা যায় না। ছবি বড় করে দেখার সুযোগ করে দিন ..

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১০

হিংস্র ঈগল বলেছেন: দুঃখের বিষয় হোল ছবি বড় করার টেকনিক আমিও জানি না। এক কাজ করতে পারেন, ব্লগ থেকে সেভ করে পিসিতে নিয়ে বড় করে দেখতে পারেন।

৩| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬

নিয়ামুল ইসলাম বলেছেন: আহহারে |-) |-)

৪| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩১

আহমাদ-২০০৫ বলেছেন: পিসিতে নিয়ে বড় করলে বড় হয় নাহ.

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

হিংস্র ঈগল বলেছেন: পিকাসা ব্যাবহার করতে পারেন। আর একটা কাজ করুন, ফেসবুক থেকে জামাত ইসলামী পাকিস্তানের পেজে যান। অখানে সব পাবেন।

৫| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৭

লিঙ্কনহুসাইন বলেছেন: :(( :(( গু আজমের জন্য কান্দ আইতাছে !

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৮

হিংস্র ঈগল বলেছেন: বেশি কান্দন আইলে গ্লিসারিন ব্যবহার করেন।

৬| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৩০

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: |-) |-) |-) |-) |-) |-) |-) |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.