নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The Dreamer…

খ।ইরুলব।কু

The Dreamer

খ।ইরুলব।কু › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু...

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১০

পরিবার একটি শিশুর বক্তিত, মুল্যবোধ, ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাস গঠনে সবথেকে বড় ভুমিকা রাখে, আমাদের দেশের ও অধিকাংশ মানুষের ধর্মীয়, বা রাজনৈতিক বিশ্বাস গুলো ও ছোটবেলায় পরিবার থেকে লব্ধ বিশ্বাস ও আদর্শের গন্ডিতেই আটকে থাকে, শুধু পরিবার থেকে ধর্মীয় বিশ্বাস জেনে কতটা ধার্মিক হওয়া যায় আমার জানা নাই তবে এ ব্যাপারে আমি নিশ্চিত যে পারিবারিক শিক্ষার পাশাপাশি পরিনত বয়সে ধর্ম সম্পর্কে সাধ্যমত জ্ঞান আহরণ বিশ্বাস টিকে আরো বেশি পাকা পোক্ত করে, আমাদের দেশে রাজনৈতিক বিশ্বাসের বিষয়টিও সেরকম, বাবা আওয়ামী লীগ করে তো সন্তান আওয়ামীলিগার দ্যা গ্রেট, ভাই BNP তো আমি ও সেখানে, জেনে বুঝে করাতে কোনো দোস নেই কিন্তু মুর্খতা হলো অজ্ঞের মত অনুসরণ(অধিকাংশ সময় সব কিছু সুবিধা কেন্দ্রিক, নিজের বলে কিছু নেই)
অবস্য আদর্শ ও একালের রাজনীতি দুয়ের মধ্যে যে দা কুমড়া সম্পর্ক তাতে যে আদর্শের খোজ করে সে রাজনীতি থেকে নিরাপদ দুরত্তেই থাকে, আর সুবিধাবাদের মানদন্ডে রাজনৈতিক পরিচয় বেছে নিয়ে তথাকথিত রাজনৈতিক বিজ্ঞ/সচেতন (!!!!)সমাজ মাতামাতিতে মত্ত হয়
কোনো রাজনৈতিক পরিবারে আমার জন্ম হয়নি, বঙ্গবন্ধুকে জেনেছি স্কুল জীবনে ১৫ অগাস্ট তাকে নিয়ে রচনা প্রতিযোগিতার প্রস্তুতি নিতে গিয়ে, ইতিহাস যখন যেভাবে যার জন্য যার দ্বারা লেখা হয় তা সেই প্রভাবে প্রভাবিত থাকে, বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাসের অতিরঞ্জন যেমন আছে, তেমনি বিকৃতির ও কিছুটা কম নেই, ছোট্ট একটা বিকৃতির উদাহরণ তার ২৫ ই মার্চের গ্রেপ্তার নিয়ে, কোনো কোনো সস্তা ইতিহাসবিদ যাকে অসহায় আত্মসমর্পণ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু বঙ্গবন্ধু ও বল্লাল সেন তো একই ব্যক্তিত্বের অধিকারী ছিলেন না যে পিছনের দরজা দিয়ে পালাবেন, বঙ্গবন্ধু কেন বঙ্গবন্ধু তা জানতে খুব বেশী গবেষনার প্রয়জন নেই, তার ৭ ই মার্চের ভাষণ শোনেনি এমন বাংলাদেশী আছে কিনা আমার সন্দেহ..
৭ ই মার্চের কিছু পূর্বে ১৬ ই জানুয়ারী The AGE পত্রিকায় তার দেয়া সাক্ষাতকার অনেকগুলো অপপ্রচারের উত্তর দিতে পারে বলে আমার মনে হয়.. (তার উক্তি গুলো নিচে দেয়া হলো)
"If Bhutto tries any of his tricks to keep Bangladesh out of commonwealth, I'll take over Pakistan and make it Bangladesh too."

"But wait, you think i am joking about Bhutto but no, If he tries to stop us joining Commonwealth by insisting that East and West Pakistan are still legally one nation, I could say 'All right, but I am the majority leader since I won the election. You are only president at the whim of the army, so democratically I am Prime Minister of Pakistan. I will appoint my people all over your provinces ..."
Well, he wouldn't like that, eh? But if he's not careful, I will claim West Pakistan as my territory"
মহান নেতার এ প্রয়ান দিনে তার প্রতি গভীর শ্রদ্ধা, আত্মার শান্তি কামনা করছি … ও আশা রাখছি জীবদ্দশায় বঙ্গবন্ধু যেমন সার্বজনীন ছিলেন একদিন সুবিধাবাদীদের সংকীর্ণতা থেকে মুক্তি পেয়ে আবার ও সার্বজনীনতা ফিরে পাবেন..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.