নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The Dreamer…

খ।ইরুলব।কু

The Dreamer

খ।ইরুলব।কু › বিস্তারিত পোস্টঃ

তিন না তিরিশ....??

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৫

আবুল মিয়া ফলের দোকানদার, একদিন তার দোকানে এক অদ্ভুত ক্রেতা আসলেন
ক্রেতা: আমাকে ১ কেজি আপেল দিন, প্রতিটি আপেল আলাদা আলাদা প্যাকেট এ দিবেন..
আবুল মিয়া তাই করলেন
ক্রেতা: এবার আমাকে ১ কেজি আম দিন এক্ষেত্রে প্রতিটা আম ভিন্ন ভিন্ন ঠোঙ্গায় দিবেন
আবুল মিয়া এবার ও তাই করলেন, ক্রেতা তখন দেখতে ছিলেন আবুল মিয়ার দোকানে আর কি কি আছে
আবুল মিয়া তখন জলদি দুই হাতে আঙ্গুর গুলো আড়াল করে বললেন, ভাই আমি আঙ্গুর বিক্রি করি না ।

বাংলাদেশের জন্ম থেকে তিরিশ ও তিনের বিতর্ক চলে আসে, আর সম্প্রতি পুরনো কাসুন্দি ঘাটতে গিয়ে মহামান্য রাজনীতিবিদদের গুনে গুনে শহীদের সংখা নির্ধারণ করার হাস্যকর দাবি শুনে উক্ত কৌতুকটির কথা মনে হলো, পৃথিবীর ইতিহাসে কোনো গণহত্যারই প্রকাশিত শহীদের সংখা বিতর্কের উর্ধে ছিল না, যেমনটা আমাদের ও...

বিতর্ক অন্য যে কোনো গণ পরিসংখানের ক্ষেত্রেও থাকে,
২০১৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত “ Bangladesh Demographics profile”
অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার পরিমান ১৬৬২৮০৭১২ জন, পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত জনসংখ্যার এই সংখ্যাটি ও যে প্রশ্নবিদ্ধ তাতে আমার সাথে অনেকই একমত হবেন..

মুক্তিযুদ্ধের ১৫ বছর পরে আমার জন্ম,৭১এর ভয়াবহতা যেটুকু জেনেছি তা কেবল বই, ডকুমেন্টারী, ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা থেকেই
তিন আর তিরিশের পুরনো বিতর্ক নতুনকরে সামনে আসায়্ হিসাববিদ আমার ক্যালকুলেটর নিয়ে হিসেব করে সম্ভাব্যতা যাচাই করার ইস্চা হলো, পাঠক হিসেবে আপনি তিন না তিরিশ নিবেন সেটা আপনার বিবেচনা....

১৯৮১ সালে The universal declaration of human rights (UDHR) প্রকাশিত প্রতিবেদনে পাকিস্তানি গণহত্যায় শহীদের সংখা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় “ Among the genocides of human history, the highest number of people killed in lower span of time is in Bangladesh in 1971. An average of 6000 (six thousand) to 12000 (twelve thousand) people were killed every single day… this is the highest daily average in the history of genocides”

মুক্তিযুদ্ধের বিতর্ক হীন সময়সীমা ধরা হয় (২৫ মার্চ থেকে ১৫ ডিসেম্বর ১৯৭১), অর্থাত ২৬৬ দিন
আত্মসমর্পণ কালীন পাকিস্থানি সৈনিক সংখা সিল ৯০০০০ আর রাজাকারের এর সঠিক সংখ্যা জানা নাই (ধরি আনুমানিক ২০০০০)

মার্চ ১৯৭১ এ বাংলাদেশের আনুমানিক জনসংখ্যা ৭.৫ কোটি
বাংলাদেশের আয়তন ১৪৭৫৭০ বর্গ মাইল
(দুক্ষিত ১০০০০০০ উত্বাস্তুকে আলাদা করে হিসেবে আনা হয়নি)

ক) প্রকাশিত তথ্য মতে দৈনিক গড়ে ৬০০০ থেকে ১২০০০ লোক শহীদ হন

- নিম্ন সীমা ৬০০০ ধরে মোট শহীদের সংখ্যা দাড়ায় (৬০০০*২৬৬)= ১৫৯৬০০০ জন

- উচ্চ সীমা ১২০০০ ধরে মোট শহীদের সংখ্যা দাড়ায় (১২০০০*২৬৬) = ৩১৯২০০০ জন

- নিম্নসীমা ও উচ্চ সীমার গড় (৬০০০+১২০০০)/২ = ৯০০০ ধরে মোট শহীদের সংখ্যা দাড়ায়(৯০০০*২৬৬) = ২৩৯৪০০০

খ) দৈনিক শহীদের সংখ্যার সম্ভাব্যতা যাচাই করা যাক

FAO ও World bank এর তথ্য মতে ১৯৭১ সালে প্রতি বর্গ মাইলে (১ বর্গমাইল = ২৪৭.১ একর) গড়ে জনসংখ্যা বাস করত ৫১৯.৫৪ জন

- নিম্নসীমা ৬০০০ ধরে দৈনিক প্রতি বর্গ মাইলে শহীদের সংখ্যা = ৬০০০/১৪৭৫৭০=০.০৪ জন, সতরাং ২৬৬ দিনে প্রতি বর্গ মাইলে শহীদের সংখ্যা (০.০৪* ২৬৬)= ১০.১৮ জন

- উচ্চ সীমা ১২০০০ ধরে প্রতি বর্গ মাইলে শহীদের সংখ্যা = ১২০০০ /১৪৭৫৭০= ০.০৮১ জন, সতরাং ২৬৬ দিনে প্রতি বর্গ মাইলে শহীদের সংখ্যা (০.০৮১ * ২৬৬)= ২১.৬৩ জন

- নিম্নসীমা ও উচ্চ সীমার গড় ৯০০০ প্রতি বর্গ মাইলে শহীদের সংখ্যা = ৯০০০/ ১৪৭৫৭০= ০.০৬০ জন, সতরাং ২৬৬ দিনে প্রতি বর্গ মাইলে শহীদের সংখ্যা (০.০৬০* ২৬৬)= ১৬.২২ জন

গ) মোট পাকিস্থানি সৈনিক + রাজাকারের সংখ্যা দ্বারা সম্ভাব্যতা যাচাই করা যাক

মোট সৈনিক + রাজাকার (৯০০০০+২০০০০)= ১১০০০০ জন (আনুমানিক)

- নিম্নসীমা ৬০০০ ধরে গড়ে ১ জন সৈনিক + রাজাকার দৈনিক হত্যা করে (৬০০০/১১০০০০)= ০.০৫ জন, সুতরাং ২৬৬ দিনে গড়ে ১ জন সৈনিক+ রাজাকার মোট হত্যা করে (০.০৫* ২৬)= ১৪.৫০ জন

- উচ্চ সীমা ১২০০০ ধরে গড়ে ১ জন সৈনিক+ রাজাকার দৈনিক হত্যা করে (১২০০০//১১০০০০)= ০.১০ জন, সুতরাং ২৬৬ দিনে গড়ে ১ জন সৈনিক+ রাজাকার মোট হত্যা করে (০.১০*২৬)= ২৯.০১ জন

- নিম্নসীমা ও উচ্চ সীমার গড় ধরে গড়ে ১ জন সৈনিক+ রাজাকার দৈনিক হত্যা করে (৯০০০/১১০০০০) = ০.০৮১ জন, সুতরাং ২৬৬ দিনে গড়ে ১ জন সৈনিক+ রাজাকার মোট হত্যা করে (০.০৮১*২৬)= ২১.৫৪ জন

ক্যালকুলেটর এর সম্ভাব্যতা যাচাইয়ে কোনো ফলাফলই একদম তিন বা তিরিশ আসে না , তবে সাধারনত এ ধরনের ক্ষেত্রে রাউন্ডইং করা হয়, সেক্ষেত্রে ফলাফলটা আপনি বের করে নিন...

দুক্ষজনক এই যে ইতিহাসের কলঙ্কজনক এই গণহত্যা টি পাকিস্তানের কুট কৌশলের কারণে আন্তর্জাতিকভাবে খুব বেশি পরিচিতি পায়নি, আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশিত জগন্যতম গণহত্যার প্রথম ১৫ টির মধ্যে আমাদের ৭১ নাই, অথচ শহীদের সংখ্যা ও সময় বিবেচনা করে ৭১ প্রথম সারিতেই থাকার কথা ছিল..
হতেপারে শহীদের সংখ্যা নিয়ে পাকিস্তানের সুরে সুর মিলিয়ে অভ্ভন্তরীণ এই সংসয়, সন্দেহ, কিসুটা হলেও তার অন্তরায়...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.