নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিদ্রোহীর গর্জন

কবি ও কাব্য

একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।

কবি ও কাব্য › বিস্তারিত পোস্টঃ

‘কবি ও কাব্য’র একটি পোস্ট ও দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ এর এক সাংঘাতিক চোর এর গল্প -

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩





আজ সকাল ৭.১৫ মিনিটে আমার ব্যক্তিগত মোবাইলে একটি ছোট্ট বার্তা প্রবেশের শব্দ শুনে ঘুমে জড়ানো চোখটা নিয়ে মোবাইলটা হাতে নিলাম। মনে মনে ভাবলাম কে আবার এতো সকালে বার্তা দিলো? আমার তো কারো সাথে কোন প্রেম টেমও নেই যে ঘুম ভাংলেই আমাকে বার্তা পাঠিয়ে ঘুম থেকে উঠার জন্য জ্বালাতন করবে !!!! যাই হোক , উলটা -পাল্টা ভাবতে ভাবতে বার্তা বাক্সটি খুললাম । খুলে যা দেখলাম ‘ read Bangladesh protidin’ অর্থাৎ বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা পড়ার অনুরোধ পাঠিয়েছেন খুব অল্প দিন আগেই আমার একটি লিখা পড়ে আমার সাথে যোগাযোগ করেছিলেন যে শুভাকাঙ্ক্ষী, বন্ধু সেই ঢাকার আসিফুজ্জামান তমাল ভাইয়ের। যিনি আমার মতোই বাংলাদেশের গান পাগল এক মানুষ। যিনি প্রায় ফোনে আমার খোঁজ খবর নেন যা আমার খুবই ভালো লাগে। তাই উনার অনুরোধের বার্তা পাওয়ার সাথে সাথেই মোবাইল থেকে ‘বাংলাদেশ প্রতিদিন’ এর ওয়েবসাইটে গেলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি শোবিজ পাতায় একটি লিখার শিরোনাম ‘ বাংলা ব্যান্ড সংগীতের ১০ দিকপাল ‘ - আলী আফতাব সাহেবের লিখা। লিখাটির শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই নেয়া হয়েছে সামু ব্লগে আমার ব্যক্তিগত আইডি ‘কবি ও কাব্য’ থেকে গত ২৬ শে অক্টোবর ২০১১ তারিখে পোস্ট করা ‘ঈদ উপহার ঃ বাংলা ব্যান্ড সংগীত ইতিহাসের 'সেরা ১০' এর গল্প’’ থেকে যা হলো - (Click This Link) । ভালো করে লক্ষ্য করে দেখুন সাংঘাতিক আলী আফতাব সাহেব এর লিখা ‘ বাংলা ব্যান্ড সংগীতের ১০ দিকপাল ‘ সাথে আমার লিখার পার্থক্য শুধু আইয়ুব বাচ্চু , জেমস ও প্রিন্স মাহমুদ এর ছবি তিনটি ছাড়া আর কিছুই নয়। আমি যে ক্রমান্বয়ে ১০ জন এর তালিকা দিয়েছি সেখানের তালিকাও একই । আমি যেভাবে শুরু করেছি ঠিক সেইভাবে সেই গল্প , সেই ভাষা সব একই। সেই লিখাটি আমি ও আমার স্নেহের এক ছোট ভাই মুখলেসুর রহমান সজল মিলে লিখেছিলাম যার মধ্য সজল এর লিখাগুলো ছিল - আইয়ুব বাচ্চু, ,মাকসুদ ,মাইলস ও প্রিন্স মাহমুদ আর আমি (কবি ও কাব্য) লিখেছিলাম - সোলস, ওয়ারফেইজ, হ্যাপি আখন্দ, টিপু ও লতিফুল ইসলাম শিবলী’র গল্পগুলো । আর আজকে সাংঘাতিক আফতাব সাহেব একাই লিখে ফেলেছেন একই ভাষায় একই ধারাবাহিকতায় ‘বাংলা ব্যান্ড সংগীতের ১০ দিকপাল’ এর কথা। যা দেখে ভাষা হারিয়ে ফেলেছি যে যারা সবসময় অন্যায় এর প্রতিবাদ করবেন তারাই আজ চোর। তাঁরা সাংবাদিকতার মুখোশে এক একজন ধান্দাবাজ। আমি শুধু আফতাব সাহেব নয় বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক সাহেব এর যোগ্যতা নিয়ে সন্দিহান আছি। সাংবাদিক নামের এইসব ধান্দাবাজ, চোরদের ঘৃণা করতেও আমার রুচিতে বাঁধে । আমি ও সজল জানি যে কত কষ্ট করে আমাদের একেকটি লিখা তৈরি করি যা না দেখলে কেউ বিশ্বাস করবে না। এমন এমন সব মানুষদের নিয়ে গত দেড় বছর যাবত আমি লিখে যাচ্ছি যাদের নিয়ে কোন তথ্য উপাত্ত ইন্টারনেটে সহ আমাদের কোন প্রচার মাধ্যমেই পুরোটা নেই। দেশের জন্য আলাদা কিছু করার ইচ্ছা থেকেই নিজের দায়িত্ববোধ থেকে প্রতিদিন কষ্ট করে যাচ্ছি বিনিময়ে কারো কাছ থেকে কোন প্রতিদান নিই না। অথচ আমাদের সেই কষ্ট সাধ্য লিখাগুলো কে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে সাংবাদিক হওয়ার গৌরব অর্জন করছে যা ভেবে খুব কষ্ট হয়। আফতাব সাহেব প্রমান করলেন যে আমাদের সবকিছু আজ শুধু নষ্ট ,চোর আর ধান্দাবাজ লোকদের দখলে । ধিক জানাই এমন সাংঘাতিক ধান্দাবাজদের ।। কবি ও কাব্য - ০২/০১/২০১৩

কৃতজ্ঞতা - আসিফুজ্জামান তমাল (ঢাকা) ও শাহরিয়ার আরিফ ( চট্টগ্রাম) ।।



মন্তব্য ৪৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

মাইদুল ইসলাম শাকিল বলেছেন: এই চোর সাংবাদিক এর বিরুদ্ধে পত্রিকায় রিপোর্ট করা উচিত পাপ্পু ভাই।

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

মাসুদ সিলেটি বলেছেন: ধিক জানাই এমন সাংঘাতিক ধান্দাবাজদের

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: এমন বাটপার চোরদের ছেড়ে দেবার মানে নেই। প্রতিবাদ করুন।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

মাইদুল ইসলাম শাকিল বলেছেন: ভাই এই পত্রিকা তো পত্রিকা না। এটা বসুন্ধরা গ্রুপ এর মুখপাত্র। এদের কাছে এর থেকে বেশি প্রত্যাশা করা যায়না। এদের জন্মই হয়েছে চুরি ও অন্যের সম্পত্তি দখল করার জন্য।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

আসফি আজাদ বলেছেন: really unacceptable and unfortunate. send them a protest letter and see their response.

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

েদশীদাবাং বলেছেন: আসলেই এমন নীতিহীন সাংবাদিকতাকে ধিক জানাই..............

৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

নস্টালজিক বলেছেন: অবশ্যই অনৈতিক একটা কাজ!

বাংলাদেশ প্রতিদিন-কে এই চৌর্যবৃত্তির জন্য ধিক্কার জানালাম!

ব্লগে বা ফেসবুকের কোনো লেখা অনায়াসে এভাবে পত্রিকার পাতায় ছাপানোর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ হওয়া দরকার!

কোথাও কোনো জবাবদিহিতা নাই! পুরাই হিরক রাজা দেশ আর কি!

৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: আপনি প্রতিবাদস্বরূপ একটি চিঠি পাঠান ঐ পত্রিকায়।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

টুটুল২০০৮ বলেছেন: এর রকম চোর আছে বলেই সত্যিকারের প্রতিভা হারিয়ে যায় ।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

অপু তানভীর বলেছেন: প্রথম আলোতে রিপোর্ট পাঠান প্রমানসহ ! ওরা নিশ্চিত ছাপাবে !

১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

শ্রাবন প্রধান বলেছেন: I hate this. Take naccesary step to stop it.

১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

কবি ও কাব্য বলেছেন: আমি অফিসে থাকায় এখন সবার মন্তব্যর জবাবা দিতে পাচ্ছিনা। পরে সবার উত্তর দিবো ।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

নেক্সাস বলেছেন: তীব্র প্রতিবাদ জানাচ্ছি

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

তির্থক আহসান রুবেল বলেছেন: একবার বাংলাদেশ প্রতিদিন একটা রিপোর্ট ছাপায় বিনোদন পাতায়। সেখানে তারা একটা নাটকের নাট্যকারের নাম দিয়েছিল একটা হাউসের প্রধান: আব্দুন নুন তুষার এর নাম। কিন্তু নাট্যকার ছিল আমার কলিগ রোকন ভাই।
তখন সাথে সাথে তাদের কাছে ফোন করি এবং প্রতিবাদ জানাই। ফলাফল: দেশ টিভিতে সে নাটকটির অনএয়ার ডেট পরিবর্তন এবং সবশেষে নাটকটি আজো প্রচার হয়নি। ......... ফোন করেন এবং প্রতিবাদ জানান..... আপনি করার দরকার নাই..... কোন বন্ধুর মাধ্যমে করান। এবং প্রথম আলো ব্লগ এবং ফেবুতে তুলে ধরুন। আর অবশ্যই প্রতিবাদটা কয়েকজনের মাধ্যমে করবেন। মানে কয়েকজনকে দিয়ে ফোন করাবেন। আর যদি বলেন তো আমিও ফোন দেবো......

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

কবি ও কাব্য বলেছেন: সিউর রুবেল ভাই, আপনিও ফোন করতে পারেন। আমরা সবাই মিলে এখনই প্রতিবাদ না করলে আরেকদিন আররেক জনের লিখা ছেপে ওরা সাংবাদিক নামের বাহবা কুরাবে। চোরদের শাস্তি হওয়া উচিৎ। আমরা অনেক কষ্ট করে একেকটি লিখা লিখে থাকি।

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

Kawsar banggalii007 বলেছেন: একটু বাড়াবাড়ী হবে তারপরও আপনার ব্লগ ও ওয়েবসাইটের প্রবল অনুসারী হিসেবে বলছি আপনি ওই পত্রিকা ও লেখকের বিরুদ্ধ মামলা করুন।

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

তারিক মাহমুদ (তারিক) বলেছেন: ঘটনাটা ফেসবুকে শেয়ার করুন; পত্রিকার লিংক ও আপনার সামুর ব্লগের লিংক সহ। পত্রিকার নিউজের লিংকে আপনার প্রতিবাদ সহ আপনার লেখার লিংক মন্তব্যে জুড়ে দিন, যদি মন্তব্য পোস্ট করার ব্যাবস্থা থাকে। পত্রিকার সম্পাদক বরাবর প্রতিবাদ চিঠি লিখুন। ব্লগে এবং ফেইসবুকে আপনার বন্ধুদের নিয়ে সম্মিলিত ভাবে প্রতিবাদ করুন। মামলা/টামলা করে লাভ নাই। তবুও যদি করতে পারেন, ভালো হবে। তবে যেটা জরুরী সেটা হলো ব্লগ ও ফেসবুকে একটা সোসিয়াল প্রতিবাদ গড়ে তোলা। ওই চোর লেখকের ফেইসবুক একাউন্ট, ব্লগের একাউন্ট খুজে পান কি না দেখেন, তাইলে আরো ভালো করে ওরে সাইজ করা যাবে।

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

কবি ও কাব্য বলেছেন: এই সেই আলী আফতাব ভুইয়া -
ওর তার ফেইসবুক আইডি - https://www.facebook.com/ali.bhuyan

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

মির্জা আশরাফুল ইসলাম বলেছেন: এমন নীতিহীন সাংবাদিকতাকে ধিক জানাই..............

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: বাংলাদেশ প্রতিদিন চোর এই বিষয়ে কোন সন্দেহ নাই , কিন্তু এরা অত্যন্ত নিম্নমানের চোর , আমার যেই লেখাটা চুরী করছিলো , সেইখানে আমি একটা ছোট ভুল করছিলাম , ওরা সেই ভুলটা সহ ছাপছিলো ।


বাংলাদেশ প্রতিদিনের অন্যতম চোর হলো রনক ইকরাম , যিনি এই ব্লগেও আছে Click This Link

তার বিরুদ্ধে এখন পর্যন্ত দুইবার ব্লগ থেকে লেখা চুরীর অভিযোগ পাওয়া গেছে
Click This Link
Click This Link

২০| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

নসটাল-জিয়া বলেছেন: কবি ও কাব্যের দেয়া পোস্টগুলান পড়ি আর নসটালজিক হই । প্রতিটি পোস্টই অসাধারন। এই বাটপারগুলানের শাস্তি হওয়া দরকার ......

২১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

জাহিদ হাসান বলেছেন: নিঃসন্দেহে খুব খারাপ কাজ করেছে বাংলাদেশ প্রতিদিন । তাদের ক্ষমা চাইতে হবে ।

২২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

একজন ঘূণপোকা বলেছেন: X(( X(( X(( X((

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

আমি সাজিদ বলেছেন: বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মানদণ্ডের মধ্যে পড়ে না।ফাউল পত্রিকা।

লেখা চোরের প্রতি অনেক ঘৃণা থাকলো। X((

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

রেজোওয়ানা বলেছেন: এর আগে নির্ঝর মজুমদারের একটা লেখা চুরি করে ছাপাইছিল জনকন্ঠে, আজকে হলো আপনার।

ব্লগে লেখার কপিরাইট সংক্রান্ত আইনের জন্য আসলে সবার কথা বলা উচিত।

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

সুহাসলেলিন বলেছেন: শালারে কমেন্ট করতে REG করে কমেন্ট করলাম।
"লিখাটা somewhereinblog-এর "@কবি ও কাব্য"-এর ব্লগ থেকে চুরি করছেন সেটা উল্লেখ করলেই পারতেন!"

*** কিন্তু কমেন্ট দেখা যাচ্ছেনা কেন?

ঐ সাংঘাতিক এর ফেবুতে মেসেজ দিলাম,
"চুরি কইরাই হাম্বাদিক অইয়া গেলা মামু :@ :@ :@"

কিন্তু কিছু কি হবে?

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

বল্টু মিয়া বলেছেন: এটা বাংলাদেশ প্রতিদিনের জন্য নতুন কিছু না। বেহায়ার কাছ থেকে ভালো কি আর আশা করবেন। প্রতিবাদ জানালাম।

২৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

আসিফুজ্জমান তমাল বলেছেন: সকালে রিপোর্ট টা পড়ে ভেবেছিলাম এটা পাপ্পু ভাই এর - ই লেখা ছদ্দ নামে উনি বের করেছেন। পরে বুঝতে পারলাম চুরি। সাথে সাথে প্রতিবাদ স্বরুপ Online registration করে মতামত লিংক এ বিস্তারিত লিখলাম পত্রিকাটিতে। কিন্তু দুঃখের বিষয়, ওটা অন্য Login এ পড়া যাচ্ছে না। অবশ্য এটা অন্য কোন কারনেও হতে পারে। কেউ পড়তে পারলে please জানাবেন।
পাপ্পু ভাই হতাশ হবেন না।কাজ চালিয়ে যান।আপনার-ই জয় হবে।

চরম ঘৃণা আলী আফতাব এর প্রতি।এধরনের তথ্য সমৃদ্ধ একটি লেখা লিখতে যে কি কষ্ট তা লেখক-ই ভাল বোঝেন। এক নিমেষে এটা অন্য কেউ দখল করবে এটা মানা যায় না।

২৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

আহমেদ জামান বলেছেন: আমাদের সবার সম্মিলিতভাবে এর প্রতিবাদ জানানো উচিত। এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাছি । আপনি বাংলাদেশ প্রতিদিন অফিসে এর প্রতিবাদলিপি পাঠান। না হলে মামলা করেন ।

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

লিন্‌কিন পার্ক বলেছেন:
উচির শিক্ষা দেন শালারে X(

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

অর্ণব আর্ক বলেছেন: ব্লগ আর অনলাইন মিডিয়ার কপিরাইট নিয়ে সবার সোচ্চার হওয়া উচিত। এর আগে আমারও একটা লেখা মাইরা দিছে ঐ বাংলাদেশ পরতিদিন। লেখা ছিল ডেস্ক নিউজ। :'(
নাইলে সূত্র ইন্টারনেট। :(

৩১| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

বাংলার গাদ্দাফি বলেছেন: হ্যাঁ আমাদের প্রতিবাদ করতেই হবে ।এই সব চোর ,হলুদ সাংবাদিকরাই দেশের মূল সমস্যা ।এদের কারণে প্রকৃত সাংবাদিক ভাইরা হারিয়ে যায় ।আমি এর ফেইসবুকে কি এর প্রতিবাদ করতে পারি ।

৩২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

জাকারিয়া মুবিন বলেছেন: কপিরাইট বিষয়ক আইনের প্রয়োগ হওয়া উচিত।

চোরের জন‍্য ধিক্কার।

৩৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

আমি তুমি আমরা বলেছেন: আপনি প্রতিবাদস্বরূপ একটি চিঠি পাঠান ঐ পত্রিকায়।লেখাচোরদের কোন মাফ নাই।

৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

কাউসার রুশো বলেছেন: ধিক্কার জানাই

৩৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

জেমস বন্ড বলেছেন: নিন্দা ও ধিক্কার জানাচ্ছি ঐ সাংবাদিককে X(

৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: বাংলাদেশ প্রতিদিন নাম টিস্যু পেপারটিতে প্রায় সময়ই বিভিন্ন ব্লগারের লেখা চুরি করে ছাপা হয়। সামুতে এসবের প্রতিবাদ জানিয়ে অনেক ব্লগ আছে। আশা করি টিস্যু পেপারের সম্পাদককে সরাসরি এ ব্যাপারে জিজ্ঞেস করবেন।

:: প্রথম আলোতে অবশ্যই তথ্যগুলো পাঠাবেন।
:: আপনার লেখাটি না পড়লেও বাংলাদেশ প্রতিদিনের লেখাটি সেদিন পড়ে ভালো লেগেছিল। কিন্তু জানতাম না এটা আপনার। ধন্যবাদটা অবশ্যই ডাইভার্ট হবে।

৩৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

ব্রতসত্য বলেছেন: এরা সাংবাদিক নামের কলংক । X(

৩৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

হাবিব০৪২০০২ বলেছেন: জাকারিয়া মুবিন বলেছেন: কপিরাইট বিষয়ক আইনের প্রয়োগ হওয়া উচিত।

চোরের জন‍্য ধিক্কার।

৩৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

ফেলুদার চারমিনার বলেছেন: ধিক্কার জানাই, আপনি অতি সত্বর পত্রিকা অফিসে ফোন করে অভিযোগ জানান। এবং পারলে অন্যান্য ব্লগেও এই চুরি নিয়া পোট করেন, অন্তত সোশ্যাল মিডিয়ায় চোরের মুখোশখানা খুলে পড়ুক।

৪০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

শিরোনামহীন দুঃখ বলেছেন: অবশ্যই তীব্র নিন্দা জানাই। পত্রিকা এই রিপোর্ট ছেপেছে তাতে কোন আপত্তি নাই।কিন্তু ছাপানোর আগে মূল লেখক এর কাছে অনুমতি তো নিতে পারত এবং উনার নামটা রিপোর্ট এর নিচে দিতে পারত।আমার মনে হয় না মূল লেখক এতে না করত। কারন উনিও চায় এই অজানা তথ্য গুলো সবার কাছে পৌঁছে দিতে।কিন্তু এভাবে অনুমতি না নিয়ে কারো লেখা ছাপানো রীতিমতো অন্যায়।

৪১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

আশরাফ মাহমূদ বলেছেন: এই সাংবাদিক বেটারে, সাংঘাতিক ভাবে ধর্ষন করা উচিত....

৪২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

আশরাফ মাহমূদ বলেছেন: Click This Link

পত্রিকার নিংক

বেটারে .......................... উচিত.

৪৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

আশরাফ মাহমূদ বলেছেন: ৮ নং পেইজ টা

৪৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আপনি প্রতিবাদস্বরূপ একটি চিঠি পাঠান ঐ পত্রিকায়।

৪৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই ব্যক্তিগত প্রতিবাদে মনে হয় খুব একটা কাজ হবে না, মামলা করা দরকার এসবের বিরুদ্ধে । কোন প্লাটফর্ম থেকে পয়সা খরচ করে মামলা চালানো উচিত । দু একটা মামলা হলে আশা করি চুরি বন্ধ হবে ।

লেখক অধিকার সংরক্ষণের জন্য স্পন্সর পেতেও সমস্যা হবে না মনে হয় ।

আর একটা কথা ব্যক্তিগত ভাবে আপনাকে বলব, আপনার লেখাগুলো পড়ে চুরি করার লোভ সামলানো খুব মুশকিল । আপনার পোষ্ট পড়ে আমারও চুরি করার লোভ হয়, আর ব্যান্ড নিয়ে কিছু লিখতে গেলে আপনার বিশ্লষণ, যুক্তি বা ভাষার বাইরে যেতে পারব না বলে মনে হয় ।

৪৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

সাইবার অভিযত্রী বলেছেন: বস দেখেন আপনের লেখা থেকে নিয়ে একটা পোষট দিলাম, বিশাল হিট ! মাইলস এর ইতিহাস, পারিবারিক ঐতিয্য, কিছু তথ্য ও অসাধারণ কিছু গানের লিরিকস তাই বলেছি আপনার লেখাগুলো পড়ে চুরি করার লোভ সামলানো খুব মুশকিল । আমি অবশ্য পোষ্টের বিভিন্ন জায়গা ও কমেন্টে ৪/৫ বার আপনার কথা বলেছি, তাতে কি, কৃতিত্ব পুরাটাই আপনার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.