নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিদ্রোহীর গর্জন

কবি ও কাব্য

একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।

কবি ও কাব্য › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিক (সাংঘাতিক) আলী আফতাব এর চৌর্যবৃত্তি এবং ‘কবি ও কাব্য’র কিছু কথা

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯





গত ২রা জানুয়ারী ২০১৩ তারিখে ‘বাংলাদেশ প্রতিদিন’ এর শোবিজ পাতায় বাংলা ‘বাংলা ব্যান্ড সংগীতের ১০ দিকপাল - শিরোনামে যে লিখাটি সাংবাদিক আলী আফতাব সাহেব নিজের নামে ছাপিয়েছেন তা ছিল গত ২৬ শে অক্টোবর ২০১২ তে সামু ব্লগে আমার লিখা ‘Click This Link target='_blank' >বাংলা ব্যান্ড সংগীতের সেরা ১০ এর গল্প ’ শিরোনামে পোস্ট থেকে হুবুহু নেয়া বা চুরি করা যার কিছুই আমি জানতাম না। লিখাটি যে আমার এখান থেকে নেয়া তার প্রমান আর নতুন করে দেয়ার কিছু নেই। সেদিনই সবাই দেখেছেন ও এক বাক্যস্বীকার করেছেন । সেদিন আমার ফেইসবুক ও ব্লগের বহু বন্ধুরা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন যাদের সবার প্রতি রইলো আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। সেদিন সব বন্ধুরা এর প্রতিবাদ করেছিলেন এবং আমাকে এর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরামর্শও দিয়েছেন। সেদিনের ঘটনার প্রেক্ষিতে আমি ‘বাংলাদেশ প্রতিদিন’ এ ফোন দিয়ে জানিয়েছিলাম, তাঁরা আমাকে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ার পর আমার নাম্বার থাকে ফোন গেলে আর ধরেনি। আমার বন্ধুদের নাম্বার থেকে ফোন গেলে ধরতো এবং গালিগালাজ শুনলে রেখে দিতো । সবকিছুর প্রেক্ষিতে আজ কিছু কথা সবাইকে বলতে চাই ।



২০১১ এর মে মাসে ‘কবি ও কাব্য’ নামে একটি আইডি দিয়ে আমার ব্লগে লিখালিখি শুরু হয়। সম্পূর্ণ ভিন্ন একটা উদ্দেশ্য নিয়ে আমার এই ব্লগে আসা ও এখন পর্যন্ত কাজ করে যাওয়া। এখানে একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আমি ‘কবি ও কাব্য’র পেছনে থাকা মানুষটি কোন প্রলোভন, কোন কিছু প্রাপ্তির আশা নিয়ে ব্লগে কিছু লিখিনি ও আগামীতেও লিখবো না। আমি শুধু মাত্রই লিখছি আমার বিবেকের তাড়না থেকে, আমার প্রিয় জন্মভূমি ‘বাংলাদেশ’ কে ভালোবেসে কিছু করার ইচ্ছা থেকেই আমার অবিরাম লিখে যাওয়া। আমি বিখ্যাত বা জনপ্রিয় কোন মানুষ হওয়ার জন্য এই ব্লগে কখনও সময় দেইনি ও আগামীতেও দিবো না। ব্লগে লিখে আমার পেট চালাই না। ব্লগ আমার ধ্যানজ্ঞান নয়। ব্লগটা আমার কাছে শুধু মাত্র আমার কাজের উদ্দেশ্য সফল করার একটি ছোট্ট মাধ্যম ছাড়া আর কিছুই নয়। তাই কোনদিন এই ব্লগে কারো সাথে ক্যাচালে নেই, কারো সাথে কোন বিভেদ দ্বন্দ্বে আমি নেই । প্রতিদিন ব্লগে কত কিছু ঘটে যায় যার অনেক কিছুই আমি জানিনা বা আমার জানার ইচ্ছাও করেনা। বহু মানুষ কে দেখেছি কাজে অকাজে ব্লগটাকে নিজেদের জাহির করার অপচেষ্টায় লিপ্ত। আমাদের রাজনিতিবিদেরা যেমন মাঠে ময়দানে সংসদে নিজেদের মধ্য কাদা ছোঁড়াছুড়ি নিয়ে ব্যস্ত ঠিক ব্লগেও একই রকম কাদা ছুঁড়াছুঁড়ি করে যাচ্ছে কতিপয় ব্লগার নামের কিছু হীন মনমানসিকতার মানুষেরা। এতে করে ব্লগের পরিবেশটা শুধু নষ্ট হচ্ছে না হারিয়ে যাচ্ছে। ন ভালো ভালো ব্লগাররা। যাই হোক ব্লগ নিয়ে আমার আজকের কথা আর বাড়াবো না, প্রথমে ব্লগের কথাটা বললাম কারন ব্লগের পরিবেশ সুস্থ হোক সেই চাওয়া থেকে।

এবার মুল কথায় আসি । আলী আফতাব সাহেব এর বিরুদ্ধে আমি কোন ব্যবস্থা নিবো না , কারন এই সমাজে আজ আলী আফতাব সাহেবদের মতো মানুষদের জয়জয়কার আর ক্ষমতা। তাদের কাছে আলী আফতাব সাহেব এর অপরাধের বিচার চেয়ে কোন লাভ নেই। এই আলী আফতাব সাহেবরা চাটুকার হয়ে নিজেদের অস্তিত্বকে জানান দেন এবং নির্লজ্জের মতো চাটুকারী করে উপর থেকে উপরে উঠতে থাকেন । আর আমরা যারা অতি সাধারন ‘কবি ও কাব্য’রা প্রতিদিন প্রতিক্ষণ যুদ্ধ করে যাই ভালো কিছু করার জন্য, মানুষের জন্য, দেশের জন্য কিছু করার জন্য। গর্দভের মতো নিজেদের সময়, অর্থ , শ্রম সবটুকু ব্যয় করে যাই সেই ভালো কিছু করার চেষ্টার জন্য। অথচ আমাদের দিকে কেউ তাকায় না। চাটুকাররা চাটুকারী করে ভালো ভালো জায়গা গুলো দখল করে কেউ হয় সাংবাদিক, কেউ হয় শিল্পী, বুদ্ধিজীবী , লেখক সহ সমাজের হর্তা কর্তাদের সহযোগী । আর ব্লগার ‘দারাশিকো’ তাই নিজের তৈরি ছোট্ট একটা ব্লগে বাংলাদেশের ছবির কথা সবাইকে বলে বেড়ায়, বাংলাদেশের ছবিকে নিয়ে নিজের স্বপ্ন সাজায়। কিন্তু আরও বড় পরিসরে কাজ করার জন্য দারাশিকোর দিকে কেউ হাত বাড়ায় না। ‘নোমান নমি’র মতো মেধাবী তরুণরা শুধু ব্লগে, ফেইসবুকে নিজেদের মেধার জানান দিয়ে যায় কিন্তু তাদের মেধাকে কেউ কাজে লাগায় না। ‘জুবায়েদ দিপ’ এর মতো সদ্য তরুন এর চোখে মুখে স্বপ্ন বাংলাদেশের চলচ্চিত্রকে আবার মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামে নিজেকে জোড়ানোর কিন্তু তা হয়তো কেউ বুঝবেনা। ‘কবি ও কাব্য’ ব্লগে ,ফেইসবুকে বাংলাদেশের গান ও চলচ্চিত্রের শ্রেষ্ঠত্ব প্রমানে ব্যস্ত, কিন্তু এর বেশি কিছু ইচ্ছে করলেই সে করতে পারেনা। কেউ এসে তাঁর লালিত স্বপ্ন পূরণের সাথী হয় না, কেউ তাকে পথ দেখায় না। সবাই শুধু ‘খুব ভালো কাজ করছো।‘ ‘খুব ভালো কাজ, চালিয়ে যান, পাশেই আছি’ ইত্যাদি গতানুগতিক প্রশংসার বাণী আর মিথ্যে আশ্বাস দেয়া ছাড়া কিছুই করতে পারেনা। কাজের সময় ঐ মিথ্যে আশ্বাস দেয়ার মানুষগুলোর সাথে বারবার যোগাযোগ করার পরেও কোন সাড়াশব্দ পাওয়া যায়না। এটাই একজন ‘দারাশিকো’ ‘নোমান নমি’ ‘জুবায়েদ দিপ’ ও ‘কবি ও কাব্য’দের বাস্তবতা। দারাশিকো, জুবায়েদ দিপ, নোমান নমি’র মতো মেধাবীরা ব্লগে, ফেইসবুকে ঝড় তুলে একদিন হারিয়ে যায় হতাশায়, গ্লানি নিয়ে। কারন তাঁরা যা করতে চায় তাঁর যথাযত সুযোগ সুবিধা তা তাঁরা পায় না। পেলে এই বাংলাদেশের সবকিছুতেই আজ এতো অস্থিরতা আসতো না। যারা সুযোগ পায় তাঁরা হয় চাচা মামার জোরে, না হয় অর্থের জোরে। তাই চলচ্চিত্রের নায়ক হয় অনন্ত জলিল, কণ্ঠশিল্পী হয় ইভা রহমান , দৈনিক পত্রিকার সহকারী সম্পাদক হয় আলী আফতাব এর মতো লোকেরা । যার ফলে আমাদের শিল্প সংস্কৃতিতে আজ আমরা জোয়ার থেকে ভাটার টানে ধাবিত হতে হতে তলিয়ে যাচ্ছি । খুব বেশি দূরে যাবো না , এই ব্লগেই বহু দেশপ্রেমিক এর ছড়াছড়ি যারা দিনরাত শুধু কে ছাগু (জামাতি) আর কে দালাল (আওয়ামীলীগ) তা খুঁজে খুঁজে হয়রান । ছাগু আর দালাল খুঁজে বের করে গালিগালাজ করে নিজেকে একজন দেশপ্রেমিক হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেন। কিন্তু যখন ঐ সব তথাকথিত দেশপ্রেমিকদের বলবেন ‘ভাই আসেন আমরা দেশের জন্য এই কাজটা করি নিজেদের উদ্যোগে’ তখন তাদের ছায়াটুকুও দেখতে পাবেন না । আপনি যোগাযোগ করার চেষ্টা করলেও ‘ভাই খুব ব্যস্ত’ এসব বলে এড়িয়ে যাবে। সব দল মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় ঐক্যবদ্ধ করার জন্য আমি ‘কবি ও কাব্য’ একদিন একটি পোস্ট দিয়েছিলাম বাংলা গান ও ছবির একটা সংগ্রহশালা গড়ে তুলতে তহবিল সংগ্রহের জন্য , কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে এই ব্লগের কোন ‘দেশপ্রেমিক’ এগিয়ে তো আসেনি এমনকি কোন ইচ্ছাও পোষণ করেনি । যখনই দেখেছে তাদের পকেট থেকে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ১০০/৫০০ টাকা বের হয়ে যাবে তখনই উনাদের দেশপ্রেমে ফুরিয়ে গেছে। তখনই আমার কাছে সবার আসল চেহারাটা প্রকাশ পেয়েছে । উনাদের কাছে দেশপ্রেম ও দেশের প্রতি ভালোবাসা শুধু ব্লগে আর ফেইসবুকে ছাগু / দালাল খুঁজে বের করে মানুষের মধ্য বিভেদ আর হিংসা ছড়িয়ে দেয়া পর্যন্ত সীমাবদ্ধ। উনাদের সবাইকে আজ বলছি ‘ যে মানুষ সত্যিকারভাবে তাঁর দেশকে ভালোবাসে সে কখনও ব্লগে ফেইসবুকে ছাগু/ দালাল বের করার কাজে ব্যস্ত থাকে না। সে নীরবে নিভৃতে দেশের জন্য কিছু করার জন্য চেষ্টা করে যায় তাতে কেউ আসুক আর নাই আসুক । প্রয়োজনে সে তাঁর নিজের ব্যক্তিস্বার্থ, সুখ কে জলাঞ্জলি দিয়ে হলেও তাঁর কাজ সে করে যাবেই । কারন সে নিজেকে ঐভাবে তৈরি করে নিয়েছে । আর যারা চিন্তা করে যে আমাকে সবার কাছে নিজেকে একজন ‘দেশপ্রেমিক’ হিসেবে প্রমান করতে হবে তারাই কেবল ঐ সব ছাগু(জামাতি) / দালাল (আওয়ামীলীগ) খুঁজে খুঁজে গালিগালাজ করায় নিজেকে নিয়োজিত করে যার অর্থ ‘Just for time pass’ ছাড়া কিছুই নয় । দারাশিকো , নোমান নমি, জুবায়েদ দিপ , কবি ও কাব্যরাও ব্লগে আসে এবং এসে কিছু দিয়ে যায় নিয়ে যায়না। কারন মনে ঐ উদ্দেশ্য নাই যে তাদের কে দেশপ্রেমিক হিসেবে মানুষের সামনে তুলে ধরতে হবে, কোন সিণ্ডিকেট গড়ে তুলতে হবে। দারাশিকো যতদিন ব্লগিং করেছে ও করবে ততদিন বাংলাদেশের ছবি দেখার দর্শক বাড়ানোর চেষ্টা করবে। নোমান নমি যতদিন ব্লগিং করবে ততদিন কবিতা,গল্পে অন্যায়ের প্রতিবাদ করে যাবে। ‘কবি ও কাব্য’ যতদিন ব্লগিং করবে ততদিন বাংলাদেশের গান ও ছবিকে পৃথিবীর শ্রেষ্ঠ গান ও ছবি হিসেবে তুলে ধরবেই। কারন এরা কেউই নিজেদের জন্য কিছু পাওয়ার তাগিদে ব্লগে আসে না, নিজেদের প্রতিদিন দেশপ্রেমিক প্রমান করাতে আসেনা। তাঁরা আসে তাদের মনের আনন্দেই ভালো কিছু করার ইচ্ছা থেকেই। তাই তাঁরা কোন দলাদলিতে নেই, কাউকে খুঁজাখুঁজিতেও নেই ।

আলী আফতাব সাহেবরা কোনদিন বুঝবেনা একেকটা পোস্ট আমি ‘কবি ও কাব্য’ কত কষ্ট করে দেই। সারদিনের হাড় ভাঙ্গা খাটুনি আর মানসিক চাপ শেষে রাতের প্রায় পুরোটা সময় ব্যয় করে যাই প্রিয় বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছার ইচ্ছাকে বাস্তবায়ন করতে। স্বপ্ন দেখি অনেক বড় কিছু করার কিন্তু সেই স্বপ্ন আমাদের স্বপ্নই থেকে যায়, আমাদের স্বপ্ন আর ইচ্ছার কথা কাউকে বলতে পারিনা, বললে শুধুই মিথ্যে আশ্বাস এর বাণী শোনা ছাড়া কোন ফল নেই। আলী আফতাব সাহেব যাদের কে নিয়ে লিখাটা চুরি করেছেন তিনি কি ভালো করে ইন্টারনেট ঘেঁটে দেখেছেন যে ঐ কীর্তিমান মানুষদের কোন তথ্য ইন্টারনেটে দেয়া আছে কিনা? নাই, কারন আমরা আমাদের কীর্তিমানদের চেয়ে অন্যদেশের কীর্তিমানদের গুনগান গাইতে বেশি আনন্দ পাই। আমাদের সোলস, মাইলস, কিভাবে আসলো অথবা একজন লতিফুল ইসলাম শিবলি ,প্রিন্স মাহমুদরা কি করেছেন তাঁর কিছুই আমাদের বর্তমান প্রজন্ম জানে না ও জানার ইচ্ছা থাকলেও কোন উপায় নাই জানার। যেখানে তাদের কাজগুলোকেই আমরা সংরক্ষন করতে পারিনি সেখানে ব্যক্তিগত তথ্য থাকার চিন্তাও করতে পারিনা। তাই ঐ ১০ জন কে নিয়ে লিখাটার পেছনে কতগুলো নির্ঘুম রাত কেটেছে আমার ও আমার সহযোগী লেখক স্নেহের মুখলেসুর রহমান সজলের তা উনার মতো ফ্রেঞ্জকাট স্টাইলের দাঁড়ি রাখা স্মার্ট ডিজিটাল চোরের জানা নেই। জানলে একটু হলেও বিবেকে নাড়া দিতো । আমি ও সজল এসবের পেছনে সময় দেই কোন অর্থের বিনিময়ে নয়, বা সময় দিতে আমরা বাধ্য নই। কিন্তু আলী আফতাব সাহেবের মতো কতিপয় সাংবাদিক এর পেশার প্রতি সততার জন্য হলেও একেকটা রিপোর্ট / প্রবন্ধ / ফিচার এর জন্য তিনি সময় দিতে বাধ্য। আফতাব সাহেব এর যদি নিজের মেধার প্রতি বিশ্বাস না থাকে তাহলে উনাকে চুরি করে সাংবাদিকতা করার জন্য কেউ বলেনি । বরং উনার মতো ডিজিটাল চোরদের কারনে সাংবাদিক সমাজ সবার কাছে অপমানিত ও ঘৃণিত হচ্ছেন। আলী আফতাব সাহবে জীবনে কল্পনাও করতে পারবেনা ‘বাংলা ব্যান্ড সংগীতের সেরা ১০’ পোস্টের পেছনে থাকা ‘কবি ও কাব্য’র যন্ত্রণা ও কষ্টের কথা । কতটা কষ্ট করে একজন মানুষ নিজের পকেটের টাকা খরচ করে ও অন্যদের কাছে হাত পেতে দেশের গান ও ছবি গুলোকে সংগ্রহ করে সবার মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছেন । কিভাবে নষ্ট / মৃত হয়ে যাওয়া একেকটি অডিও ক্যাসেট কে আবার পুনরায় জীবিত করে সবার কাছে পৌঁছে দিচ্ছেন তা আলী আফতাব সাহেবের ধারনা নেই ও কোনদিন হবেও না। কিভাবে একেকটি বাংলা ছায়াছবি সংগ্রহ করার জন্য ছুটে বেড়ায়, কিভাবে নিজের পকেটের টাকা দিয়ে কেনা সেই ছবিগুলোর গানকে অডিওতে রুপান্তরিত করে সবার মাঝে ছড়িয়ে দেয়, সবাইকে বাংলা ছায়াছবিকে ভালবাসতে শেখায় তা তিনি কোনদিন জানবেন না। কিন্তু আলী আফতাব সাহেব আজ এই ‘কবি ও কাব্য’র লিখা চুরি করে নিজের নামে ছাপিয়ে অনেকের বাহবা কুড়িয়েছেন, কাল হয়তো ‘দারাশিকো’, ‘জুবায়েদ দিপ’ অথবা ‘নোমান নমি’র কোন লিখা চুরি করে আরও বাহবা কুড়াবেন এবং এভাবেই দিন দিন এগিয়ে যাবেন । একদিন হয়তো এই সাংঘাতিক আফতাব সাহেব হয়ে যাবেন কোন জাতীয় পত্রিকার সম্পাদক সেদিন হয়তো টিভি চ্যানেলে বাংলা সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে টক শো তে আলোচনা করার অথিতি হয়ে আসবেন। অন্যদিকে ‘কবি ও কাব্য’ ‘দারাশিকো’ ‘নোমান নমি’ ‘জুবায়েদ দিপ’ তাদের স্বপ্নগুলোকে পূরণ না করার বেদনায় দূরে কোথাও একা একা পুড়বে।।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

আলভী শাকিল বলেছেন: ভাই, আমি আপনার লেখার একজন বিশেষ ভক্ত ।
বাংলা গানের জন্য আপনার চেয়ে বেশী কষ্ট কেউ করে কিনা আমার জানা নেই।
বাদ দেন চুরির ব্যাপারটা। চোর কে ঘৃণা ছাড়া কিছুই বলার নাই

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ। বাদ দিয়ে দিয়েছি তো ভাই, তাই তো আর কোন ব্যবস্থা নিয়ে কাদাছরাছুরিতে গেলাম না। চোরকে ঘৃণা ।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

নিষ্পাপ কয়েদি বলেছেন: বাংলাদেশ প্রতিদিনের বেশির ভাগ লেখাই চুরি করা। এমনকি খবরের রিপোর্টও প্রথম আলো থেকে মারে। আপনার মতো লেখকের জন্য আমরা আছি।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

প্রিয়তমেষূ বলেছেন: আলী আফতাব সাহেবর প্রতি ঘৃণা প্রকাশ করছি।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

কবি ও কাব্য বলেছেন: আলী আফতাব সাহেব এর প্রতি ঘৃণা । ধন্যবাদ ।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

কালা মনের ধলা মানুষ বলেছেন: এ স্ল্যাপ ইন দ্যা আগলি ফেস।

হ্যাটস অফ পাপ্পু ভাই।

কঠীণ লিখসেন।

+ এবং শেয়ার্ড।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

কবি ও কাব্য বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। মনের কিছু কষ্ট ঝাড়লাম ভাই, আর কিছুনা ।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

অর্ণব আর্ক বলেছেন: এই চোর শালাদের আতংকে লেখাই বাদ দিছি ব্লগে। এখন খালি কমেন্টাই। আর টেক্টট এর কাজ করি। রিসার্স আর্টিকেল লেখার আনন্দই আলাদা। হয়তো তিনমাস পর একটা লেখা হয়। খ্রাপ কি ?
তয় আন্নের এই পোস্ট ভালা হৈছে।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

আবদুল ওয়াহিদ বলেছেন: এটা আসলে খুবই কষ্টকর বিষয়।
এতো খাটাখাটনী করে লেখা তৈয়ার হয়- অথচ তারা নাম স্বীকার বা অনুমতির তোয়াক্কায় করে না।

এইসব নিয়ে সবাইকে সরব হতে হবে।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

আশরাফ মাহমূদ বলেছেন: X( X(( =p~ :-/ :-B B:-) #:-S :)

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

আমি বন্য বলেছেন: চুরি সব সময় ঘৃন্য ব্যাপার

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০০

রৌহান খাঁন বলেছেন: আপনে নিজেও একবার আরেকজনের একটা পোস্ট চুরি করে দিয়েছিলেন - এখন আশা করি অনুভব করতে পারছেন নিজের লেখা চুরি হলে কেমন লাগে !

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

কবি ও কাব্য বলেছেন: রোহান ভাই ধন্যবাদ । আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কারো লিখা কোনদিন চুরি করে নিজের নামে দেইনা। আমি যদি লিখা চুরি করতাম তাহলে ২০০ এর বেশি লিখা আমি পোস্ট দিতে পারতাম না। যেটা হয়েছিল সেটা ছিল অন্য একজনকে সম্পাদনার দায়িত্ব দিয়েছিলাম সে অন্য এক জায়গা থেকে লিখাটা কপি করেছিল যা আমাকে জানায়নি। সেটা জানার পর আমি লিখাটা আমার ব্লগ থেকে সরিয়ে ফেলেছি । আশাকরি বুঝতে পেরেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.