নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিদ্রোহীর গর্জন

কবি ও কাব্য

একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।

কবি ও কাব্য › বিস্তারিত পোস্টঃ

'সে বঙ্গবীর নুর হোসেন ' .আমাদের সেই 'নুর হোসেন' নিয়ে শ্রেষ্ঠ গানটি

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯





শহীদ নুর হোসেন নামটা আমাদের সবারই জানা। নুর হোসেন একটি ইতিহাস, একটি সংগ্রামের সফল নাম। ঢাকার রাস্তায় স্বৈরাচার আন্দোলনে উদ্যম শরীরে বুকে ও পিঠে যার লিখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক , গণতন্ত্র মুক্তি পাক ‘ । সেই সাহসী নুর হোসেন মিছিলে সবার আগে শ্লোগানে শ্লোগানে ঢাকার রাজপথ কাঁপিয়ে হাঁটছিল । হঠাৎ জিরো পয়েন্টের কাছে আসা মাত্রই সেদিনের অত্তাচারি শাসক গোষ্ঠীর পুলিশ বাহিনীর গুলিতে যার বুক ছিদ্র হয়ে গিয়ে ঢাকার পিচ ঢালা পথ রক্তাক্ত হয়েছিল সেই নুর হোসেন আমাদের গর্বিত ইতিহাস হয়ে ঠাই করে নিয়েছে । যার জন্ম হয়েছিল সংগ্রাম বুকে নিয়ে সেই নুর হোসেন তো সংগ্রামী হবেই ।





সেই নুর হোসেন ছিল আমাদের সেই আন্দোলনের এক অগ্নিঝরা নাম যার সাথে পরবর্তীতে ডাঃ মিলন এর নামটি যুক্ত হয়। নুর হোসেন দিয়ে শুরু মিলন দিয়েই সেই আন্দোলনের সফল পরিসমাপ্তি হয় । সেই নুর হোসেন এর কথা কি এই প্রজন্মের সবাই জানে? যারা জানে না তাদের জন্য খুব সহজে জানার একটি উপায় দিয়ে গেলাম যা শুধু গান নয় একটি ইতিহাস এর কথা বলে ।



সেই নুর হোসেন নিয়ে দুর্দান্ত একটি গান ছিল ৯৩ তে প্রকাশিত জনপ্রিয় ব্যান্ড 'প্রমিথিউস' এর ৩য় অ্যালবাম প্রজন্মের সংগ্রামে । যে গানটি দিয়েই অ্যালবামটি শুরু হয় । যা ছিল এক কথায় অসাধারন । পরবর্তীতে নুর হোসেন নিয়ে এতো দুর্দান্ত আর কোন গান পাওয়া যায়নি । প্রমিথিউস এর নুর হোসেন গানটি শুধু একজন নুর হোসেন এর কথা বলে তা নয়, সেই গানটি আমাদের স্বৈরাচার আন্দোলন এর উত্তাল দিনগুলোর কথা বলে। একটি গান যে কত অসাধারন ভাবে একটি ইতিহাস এর কথা বলতে পারে নুর হোসেন গানটি তার প্রমান । উল্লেখ্য যে প্রমিথিউস এর ২য় অ্যালবাম 'মুক্তির প্রত্যাশায়' অ্যালবাম এর প্রথম গান ছিল স্বৈরাচার আন্দোলন এর আরেক শহীদ ডাঃ সামসুল আলম খান মিলন কে নিয়ে যার দুটি লাইন ছিল ' ওগো মা তুমি কেঁদো না , মিলনের রক্তে আমি হটিয়েছি স্বৈরাচারী , উড়িয়েছি স্বাধীনতার পতাকা '। সেই গানটিও অসাধারন কথার অসাধারন অগ্নিঝরা ছিল । গান দুটি শুনলে আজো রক্ত টগবগ করে উঠে ।



মিলনের রক্ত - Click This Link Rokto.mp3



নুর হোসেন - Click This Link Nur Hoshen.mp3





বোনাস লিঙ্ক -

প্রজন্মের সংগ্রাম অ্যালবাম লিঙ্ক - http://www.radiobg24.com/projonmer-shongram/



মুক্তির প্রত্যাশায় অ্যালবাম লিঙ্ক - http://www.radiobg24.com/muktir-prottashae/



অনলাইনে প্রথমবারের মতো প্রকাশিত অ্যালবামগুলোর লিঙ্ক -





ব্যান্ড মিক্সড 'তানপুরা' - http://www.radiobg24.com/tanpura/







কেউ সুখী নয় - http://www.radiobg24.com/kew-sukhi-noy/





একটি http://www.radiobg24.com এর নিবেদন





মন্তব্য ২১ টি রেটিং +৮/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অনেক অনেক ভাললাগা। গানগুলি শুনি নি আগে। শুনলাম, খুবই ভাল লাগলো।

আর radiobg নিয়া আলাদা কিছু বলার দরকার নাই। বরাবরই অসাধারণ উদ্যোগ।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

কবি ও কাব্য বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ । আমাদের সাথেই থাকুন আরও অনেক দারুন কিছু পাবেন ।

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

মিত্রাক্ষর বলেছেন: পোস্ট টা পড়ে খুব ভাল লাগল। প্রমিথিউস ব্যান্ডের ফ্যান ছিলাম এখনও আছি। কিন্তু এই অসাধারণ গানের কথা জানতে পেরে আরও ভালো লাগছে।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

কবি ও কাব্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

সাহিদা আশরাফি বলেছেন: ভাললাগা জানিয়ে গেলাম।

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

কবি ও কাব্য বলেছেন: আপনাকেও ভালোলাগা জানিয়ে দিলাম

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

doha057 বলেছেন: ভাই, গানগুলোর মাঝখানে বিরক্তিকর এড নেই তো?? প্রজন্মের সংগ্রাম আমার অনেক ফেভারিট একটা এ্যালবাম।

http://www.youtube.com/watch?v=6HqJzLiEwWc

এটা আরেকটা প্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচের গান "রাজনীতি" এতো পুরনো অথচ খুব একটা পরিবর্তন হয় নি।

ধন্যবাদ আপনার পোষ্টের জন্য।

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

কবি ও কাব্য বলেছেন: অ্যাড থাকার কি কথা? শুনে দেখুন ।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

পাতা ঝরার দিনে বলেছেন: ভালো লাগলো নুর হোসেনকে নিয়ে পোস্ট দেখে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

কবি ও কাব্য বলেছেন: আপনাকে ধন্যবাদ

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: গনতন্ত্র মুক্তি পাক
মুক্তি পাক জনতা
ভোরের সুদ্ধতায়
ফিরে আসুক স্বাধীনতা ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

কবি ও কাব্য বলেছেন: আপনাকে ধন্যবাদ

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪

তন্ময় ফেরদৌস বলেছেন: প্রমিথিউসের এলবাম টা আমি কিনে শুনেছিলাম সেই আমলে। কৃতদাস গানতাও অনেক দ্রোহি ছিলো। এখনের প্রমিথিউস আর তখনের প্রমিথিউস মিলাতে পারিনা।

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

কবি ও কাব্য বলেছেন: হ্যাঁ ক্রিতদাস, লাল মিয়া , রাত্রি , রাখালিয়া ছন্দ সব দারুন গানে ভরা একটি অ্যালবাম

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

হাসান মাহবুব বলেছেন: রক্তে আগুন জ্বালানো গান গাইতো তারা সেসময়।

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

কবি ও কাব্য বলেছেন: হাসান ভাই সেই সময় খেয়াল করে দেখবেন প্রায় সব ব্যান্ডই সামাজিক ও রাজনৈতিক আগুন ঝরা অনেক গান আমাদের উপহার দিয়েছিল ।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

নীলপথিক বলেছেন: নুর হোসেন সম্পর্কে কেউ দয়া করে জানাবেন কি? তিনি কি সত্যিই শহীদ হয়েছিলেন নাকি পয়সার বিনিময়ে মিছিলে গিয়ে গুলি খেয়েছেন। চেহারা দেখে মনে হয়না এই লোকের রাজনীতি বোঝার কথা।

যাই হোক, কারো সম্পর্কে না জেনে মন্তব্য করতে চাইনা। কেউ জেনে থাকলে দয়া করে জানাবেন।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

শামীম আরা সনি বলেছেন: সুপার লাইক :)

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

doha057 বলেছেন: নীলপথিক বলেছেন: নুর হোসেন সম্পর্কে কেউ দয়া করে জানাবেন কি? তিনি কি সত্যিই শহীদ হয়েছিলেন নাকি পয়সার বিনিময়ে মিছিলে গিয়ে গুলি খেয়েছেন। চেহারা দেখে মনে হয়না এই লোকের রাজনীতি বোঝার কথা।

কারো সম্পর্কে না জেনে মন্তব্য করতে চান না আপনি, তাইলে এই কথাগুলো পাগলের প্রলাপ ছিল নাকি বেকুবের আস্ফালন। ভাই দেখি চেহারা দেখে সব বলে দিতে পারেন। তবে কি জানেন, চেহারা দেখে আর যাই খাক, পয়সা খেয়ে গুলি খাওয়ার মানুষ মনে হয় না। এই নূর হোসেনের কারনে গণতন্ত্র আবার ফিরে এসেছিলো, এরা সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন, বর্তমানে সুট টাই পড়া স্বঘোষিত দেশপ্রেমিক টাইপ না। এরকম নূর হোসেনের বড়ই অভাব এখন, প্রয়োজনও।

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭

খেয়া ঘাট বলেছেন: নূর মানে হলো কিরণ, আলো।
সত্যিই নূর হোসেন নিজের রক্ত দিয়ে গণতন্ত্রের পথকে আলোকিত করে গেছেন।

১৩| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪

C/O D!pu... বলেছেন: রাজনীতি না বুঝলে কি দেশপ্রেমিক হওয়া নিষেধ ? @ নীলপথিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.