নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিদ্রোহীর গর্জন

কবি ও কাব্য

একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।

কবি ও কাব্য › বিস্তারিত পোস্টঃ

বাংলার নায়ক অ্যাকশন কিং জসীমের গল্প ঃ

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭





আজ ৮ই অক্টোবর । বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ও দর্শকদের জন্য এক শোকাবহ দিন । ১৯৯৮ সালের এই দিনে মস্তিস্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র, আমজনতার জনপ্রিয় নায়ক অ্যাকশন কিং জসিম । জসিম শুধুই বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়কের নাম নয় 'জসিম' বাংলা চলচ্চিত্রের সাফল্য ও পরিবর্তনের একটি অধ্যায়ের নাম । জসিম কে নিয়ে লিখার অনেক কিছু আছে যা অতি সল্প সময়ে লিখে শেষ করা যাবে না । আজ শুধু বাংলা চলচ্চিত্রের বর্তমান দর্শকদের জন্য অতি সংক্ষেপে জসিম সম্পর্কে কিছু বলবো যা না বললে নিজের মনের কাছে ও চলচ্চিত্র শিল্পের কাছে নিজেকে অপরাধী মনে হবে ।

স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলা চলচ্চিত্র যখন সামাজিক , রোমান্টিক ও ফোকধারা নিয়ে খুব ধীরে এগোচ্ছিল ঠিক তখনই প্রয়াত পরিচালক জহিরুল হক 'রংবাজ' ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্য বা অ্যাকশন ধারার সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেন । পরিচালক জহিরুল হক টেকনিক্যাল সুবিধা ও পেশাদার অ্যাকশন গ্রুপ ছাড়াই গুটিকয়েক 'টিসুম টিসুম' দিয়ে দর্শকদের অ্যাকশন ধারার সাথে মোটামুটি পরিচয় করিয়ে দেন মাত্র কিন্তু পরবর্তীতে মূল কাজটি করেন বাংলা চলচ্চিত্রে আসা নতুন একজন যার নাম জসিম যিনি ৭১ এর মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ছিলেন । জসিম তৈরি করেন পেশাদার ফাইটিং গ্রুপ 'জ্যাম্বস ফাইটিং গ্রুপ ' । এরপর অভিনেতা হিসেবে জসিম কে দর্শক দেখতে পায় দেওয়ান নজরুল এর 'দোস্ত দুশমন ' ছবিতে একজন ভয়ংকর ডাকাতের চরিত্রে । সেই ডাকাত চরিত্রের অভিনয় দেখে ভারতের প্রখ্যাত অভিনেতা আমজাদ খান ভূয়সী প্রশংসা করেন । শুরু হয় বাংলা চলচ্চিত্রে একজন ভয়ংকর খলনায়ক জসীমের পথচলা । জসিম আছে তো ছবি হিট হবেই, দর্শকদের ভিড় থাকবেই এমনটা নিয়মে পরিনত হয়ে গিয়েছিল । ভিলেন জসিম দর্শকদের চমকে দিতে থাকেন দেওয়ান নজরুল এর বারুদ, আসামি হাজির, ওস্তাদ সাগরেদ, জনি, কুরবানি নামক বাম্পারহিট ছবিগুলো দিয়ে । এরপর ৮০র দশকের শুরুর দিকে পরিচালক দেলোয়ার জাহান ঝনটু ও সুভাষ দত্তের 'সবুজ সাথী' ছবির মাধ্যমে নায়ক চরিত্রে পর্দায় হাজির হোন যা দর্শক সানন্দে গ্রহন করে নেয় । ভিলেন থেকে নায়ক চরিত্রে এসেও জসিম ব্যাপক সাফল্য লাভ করেন যার ফলে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নায়ক জসিম হিসেবেই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন ও আজো আছেন । বাংলা চলচ্চিত্রে দুর্দান্ত ভিলেন থেকে দুর্দান্ত নায়ক হওয়ার রেকর্ড আর একটিও পাওয়া যাবে না । জসীমের ছবি যাদের হলে দেখার সৌভাগ্য হয়নি তাঁরা কোনদিনও বুঝতে পারবে না যে জসিম কতটা জনপ্রিয় ছিল এবং তাদের কাছে জসীমের গল্প রুপকথার গল্পের মতোই লাগবে । জসীমের ছবি মানেই আমজনতার সুখ দুঃখ ও জীবন সংগ্রামের গল্প যার ফলে জসিমকে বাংলা চলচ্চিত্রের দর্শকদের বিরাট একটি অংশ পাগলের মতো ভালোবাসতো । নায়ক হিসেবে জসিম এর জনপ্রিয় ছবিগুলো হলো ' মোহাম্মদ আলী ', 'রকি', 'হিরো', 'অশান্তি' , 'বৌমা' , 'স্বামীর আদেশ' , 'টাকা পয়সা' , 'অভিযান', 'পরিবার', 'সারেন্ডার', 'ভাই আমার ভাই', 'ভাইজান', 'গর্জন', 'বিজয়', 'লালু মাস্তান', 'অবদান', 'ন্যায় অন্যায়' , 'লোভ লালসা', 'আদিল', 'কাজের বেটি রহিমা' , 'উচিৎ শিক্ষা', 'লক্ষ্মীর সংসার', 'মাস্তান রাজা ' , 'কালিয়া', 'ওমর আকবর', ' দাগি সন্তান', ' সম্পর্ক' , 'শত্রুতা', 'নিষ্ঠুর' , 'পাষাণ', 'হিংসা', 'ভাইয়ের আদর' , 'হাতকড়া' , 'ডাকাত' ' বাংলার নায়ক', 'রাজাবাবু', 'রাজাগুণ্ডা' , 'ঘাত প্রতিঘাত ' 'স্বামী কেন আসামী' সহ অসংখ্য অসংখ্য ছবি যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে চিরকাল । জসিম শুধু নামেই নয় কাজেও বারবার প্রমান করেছিলেন তিনি আসলেই 'বাংলার নায়ক ' যার শুন্যতা আজো পূরণ হয়নি ।।





















............ ফজলে এলাহী পাপ্পু (কবি ও কাব্য)

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

এহসান সাবির বলেছেন: ভাই আমার প্রিয় না্যক ছিল।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬

কবি ও কাব্য বলেছেন: জসীমের ছবি ভালো লাগতো না এমন দর্শক তখন পাওয়াই যেতো না

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০

শুক তারা বলেছেন: আমার অনেক পছন্দের অভিনেতা :(

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬

কবি ও কাব্য বলেছেন: জসীমের ছবি ভালো লাগতো না এমন দর্শক তখন পাওয়াই যেতো না

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০

কান্ডারি অথর্ব বলেছেন:



দারুণ পোস্ট

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৭

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা পোষ্ট পাপ্পু ভাই! বাংলা চলচিত্রের একশ্যন হিরোর পুরোধা ছিলেন তিনি। আমার অনেক পছন্দের একজন নায়ক!
অনেক ধন্যবাদ তথ্য গুলো শেয়ার করার জন্য।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ । আরও অনেক অনেক তথ্য দিতে পারতাম কিন্তু অফিসের কাজের ফাঁকে খুব অল্প সময়ে লিখাটি লিখেছি শুধু শ্রদ্ধাঞ্জলির জন্য । জসিম কে নিয়ে পরে আরেকটা বড় পোস্ট দিবো যেখানে সব তথ্য থাকবে

৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: দোশতদুশমন ছবিতে তিনি নাকি দারুণ অভিনয় করেছিলেন।যে চরিত্রটিতে আমজাদ খান অভিনয় করে রীতিমত সেরার আসনে ওঠে আসেন।সেই গাব্বার সিং চরিত্র।তথ্যবহুল পোস্ট।+

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২

কবি ও কাব্য বলেছেন: দোস্ত দুশমন, বারুদ , আসামি হাজির ছবিগুলো যে দেখে নাই সে বাংলা বাণিজ্যিক ছবির অনেক কিছুই দেখে নাই । আমজাদ খানের চেয়ে জসিম ভালো অভিনয় করেছিল । ফিসের কাজের ফাঁকে খুব অল্প সময়ে লিখাটি লিখেছি শুধু শ্রদ্ধাঞ্জলির জন্য । জসিম কে নিয়ে পরে আরেকটা বড় পোস্ট দিবো যেখানে সব তথ্য থাকবে

৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪

কাউসার রানা বলেছেন: ++

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩

কবি ও কাব্য বলেছেন: +++

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩

কবি ও কাব্য বলেছেন: +++

৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬

একজন আরমান বলেছেন:
দারুণ কিছু তথ্য জানলাম আর সাথে কিছু রেয়ার ক্লিপস ও দেখতে পেলাম।

ধন্যবাদ আপনাকে।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩

কবি ও কাব্য বলেছেন: ফিসের কাজের ফাঁকে খুব অল্প সময়ে লিখাটি লিখেছি শুধু শ্রদ্ধাঞ্জলির জন্য । জসিম কে নিয়ে পরে আরেকটা বড় পোস্ট দিবো যেখানে সব তথ্য থাকবে । আপনাকেও ধন্যবাদ

৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৬

বশর সিদ্দিকী বলেছেন: জসীমের পেটটা আমার কাছে খুব ভাল লাগত। আগে বিটিভিতে প্রতি শুক্রুবার একটা বাংলা ছবি দিত। প্রায়ই জসিমের ছবি থাকত। খুব আগ্রহ নিয়ে দেখতাম। ছোটবেলার কথা মনে পরে গেল।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

কালীদাস বলেছেন: বাংলার ব্রুস উইলিস :D ইমোশনের এক্টিংগুলা হাস্যকর করে ফেলত, ওভারএক্টিং মনে হত।

তারপর বাংলা সিনামার গোল্ডেন এরার একজন এক্টর এই জসিম, নিঃসন্দেহে :)

১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: নায়ক জসীমকে নিয়ে পোস্ট, দারুণ!

প্রিয়তে নিয়ে নিলাম।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৮

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ।

১২| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৪৫

লিরিকস বলেছেন: ভাইয়া
সুখে থাকো ও আমার নন্দিনী- জাফর ইকবাল

গানটির সুর ও লেখা কার?

আমি কোথাও খুঁজে পেলাম না।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫২

কবি ও কাব্য বলেছেন: আমার যতদূর মনে পড়ে এই গানটি'র গীতিকার ও সুরকার কাজী ফারুক বাবুল যিনি বিটিভির একজন প্রযোজক ছিলেন

১৩| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২১

লিরিকস বলেছেন: ব্লগার নস্টালজিক ভাইয়া বলেছেন আলাউদ্দিন আলীও হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.