নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিদ্রোহীর গর্জন

কবি ও কাব্য

একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।

কবি ও কাব্য › বিস্তারিত পোস্টঃ

৯০ দশকের হারিয়ে যাওয়া ব্যান্ডগুলোর কিছু গান

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৪

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন । প্রায় ১ বছর পর আপনাদের মাঝে ফিরলাম বাংলা গান ও চলচ্চিত্রের নতুন নতুন পোস্ট নিয়ে । আজ আপনাদের জন্য নিয়ে এলাম ৯০ দশকের হারিয়ে যাওয়া ব্যান্ডগুলোর কিছু গান নিয়ে। এসব ব্যান্ড সম্পর্কে বর্তমান প্রজন্মের বহু শ্রোতারই কোন ধারনা নেই ।

''আর ব্যাঙের ছাতার মতো জন্মাচ্ছে ব্যান্ড'' ...... ৯০ দশকের সাড়া জাগানো র‍্যাপ অ্যালবাম 'ত্রিরত্নের ক্ষ্যাপা'র বহুল জনপ্রিয় 'চলছে' গানটির একটি লাইন ছিল এমন যেখানে সেই সময়কার বাংলা ব্যান্ড সঙ্গীতের ভয়াবহ/চরম জনপ্রিয়তার কথাই বুঝানো হয়েছিল । তবে কথাটি ১০০ ভাগ সত্যি । সেই সময় জনপ্রিয় প্রতিষ্ঠিত ব্যান্ডগুলোর ( সোলস, রেনেসা, চাইম, অবসকিউর, ফিডব্যাক, নোভা, উইনিং,এলআরবি ) পাশাপাশি অনেক নতুন নতুন ব্যান্ড এসে তাদের গান দিয়ে আমাদের হৃদয়ে দোলা দিয়ে যেতো । সেইসব ব্যান্ডগুলো সেই সময়ে ১/২ টি অ্যালবাম বের করার পর হারিয়ে গিয়েছিল । এই হারিয়ে যাওয়ার তালিকাটা অনেক দীর্ঘ। অথচ তাদের অনেকেরই ক্ষমতা ছিল আমাদের আরও অনেকদিন ভালো ভালো গান উপহার দিয়ে ব্যান্ড সঙ্গীতকে সমৃদ্ধ করা । তারা হারিয়ে গেলেও আজো তাদের গান আমাদের মনে রয়ে গেছে ,থাকবে। কারন মনে রাখার মতো ,ভালো লাগার মতো কিছু গান তারা সবাই কিছু না কিছু দিয়েছিল ।



মনে পড়ে মনিটর , পালস, নেক্সাস, উইন্ডস, সলিড ফিঙ্গারস, ওয়েভস, শিঞ্জন, রং নাম্বার, অর্কিড, চার্মিং, অডিসি, ডিজিটাল, রকস্টারটা, ইন ঢাকা,স্পন্দন, ইকারাস, ব্লু ওশেন, ওশেন, তীর্থক, কেইড্যান্স, কেওজ, লিজেন্ড, অরবিট, নরদানস্টার, ড্রিমল্যান্ড, মাইক্রো, স্টারলিং, ফেইথ, মিউজিক টাচ, সফট টাচ, সিম্ফনি, লেসন, সানডে ( রবি চৌধুরীর ব্যান্ড) পেপার রাইম এর মতো অনেক অনেক ব্যান্ড এর কথা । আজো গুন গুন করে গাই ''মিষ্টি মেয়ে মুখটি তোল'' (সলিড ফিঙ্গারস ) , কিংবা ''মাতাল করা হাওয়ায় এই স্বপ্নিল জোছনায় (অর্কিড)'' এর গানগুলো । মাঝে মাঝে মন যখন বিক্ষিপ্ত থাকে তখন গেয়ে উঠি '' মন মন কি যে চায় (অডিসি)'', অথবা কোন সপ্ন দেখে গেয়ে উঠি ''সপ্নটা আমার কখন যেন ভালোবাসা হয়ে গেলো (উইন্ডস)''। মনে পড়ে ঝাঁকড়া চুলের স্বপন চৌধুরীর ( ড্রিমল্যান্ড ব্যান্ডের ভোকাল) কোমর দুলিয়ে দুলিয়ে গাওয়া '' রমজান চোরটার কান কাইটাছে'' গানটি। মনে পড়ে আদনান বাবু নামক লম্বা , পাতলা গড়নের এক তরুন হুট করে এসে '' রং নাম্বার টেলিফোনে'' গানটি দিয়ে সারাদেশে ঝড় তুলেছিলেন। হাটে, মাঠে, ঘরে ঘরে তখন ঐ ''রং নাম্বার টেলিফোনে '' গানে বিভোর সবাই। সেই সময় আজকের মতো তথাকথিত 'আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ' বলে কিছু ছিল না । যারা গান গাইতে পারতো তারা প্রকাশ্যে দর্শক ,শ্রোতার সামনে গান গাইতো। লুকিয়ে লুকিয়ে গাইতো না । সব কিছুই আজ শুধুই একটুকরো সুখ স্মৃতি । এই সুখ স্মৃতিটাই আজ একমাত্র আনন্দ এই যান্ত্রিক সুরের, যান্ত্রিক বেগের যুগে । ভাগ্যিস সে যুগে জন্মেছিলাম বলেই আজো হৃদয়টা সুন্দর আছে তা নাহলে কি যে হতাম আল্লাহই জানে ।।









৯০ দশকের শুরুর দিকের জনপ্রিয় ও বর্তমানে হারিয়ে যাওয়া ব্যান্ড 'অডিসি'র ব্যবসাসফল অ্যালবাম 'মন মন কি যে চায়' প্রকাশিত হয় ১৯৯১ সালে। এই অ্যালবাম এর পরে ব্যান্ড ভোকাল বাবু একক অ্যালবাম এর মাধ্যমে সারাদেশে ঝড় তোলে। সেই সময়ে বাবুর একক অ্যালবাম বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। বিশেষ করে 'ও পরানের পাখিরে', মৌচাক মার্কেটে হলো দেখা, তুমি আমার আশা, সজনি রজনি ফুরিয়ে গেলো , পাশের বাড়ীর ঐ মেয়েটি গানগুলো সবার মুখে মুখে।







অরবিট ব্যান্ড এর ২য় অ্যালবাম প্রতীক্ষা'র কভার ।





৯০ দশকে এক ঝলক আলো ছড়িয়ে হারিয়ে যাওয়া ব্যান্ড 'ডিজিটাল' এর ২য় অ্যালবাম কভার। এই অ্যালবাম এর জনপ্রিয় গান ছিল সুচনা২, ডাকপিয়নের চিঠি গানগুলো ।





হারিয়ে যাওয়া ব্যান্ড 'মনিটর' এর অ্যালবাম কভার। যাদের 'আমি একা' গানটি আজো কানে বাজে ।





হারিয়ে যাওয়া ব্যান্ড 'তীর্থক' এর ২য় অ্যালবামের কভার। এই ব্যান্ডটির 'দুয়ারী',' ভালো আছি ভালো থেকো', 'একটা চিঠি এসেছে', 'সোনাবউ' 'তুমিহিনা কেটে গেছে' গানগুলো আজো কানে বাজে ।







আমাদের দুর্দান্ত সময়ে হুট করে এসেছিল শিল্পী মনি কিশোরের ব্যান্ড 'চার্মিং' ......... ১৯৯২ সালে প্রকাশ করে প্রথম অ্যালবাম 'বৌ' ...... 'বকুল তলায় ফুল কুড়াতে আসতে তুমি বৌ ' গানটি আজো আমাদের কানে বাজে।





৯০ দশকের হারিয়ে যাওয়া কয়েকটি ব্যান্ড এর জনপ্রিয় গানগুলো -



আমি একা (মনিটর)- https://app.box.com/s/zm4qrbfhv494bbrsqek6

মিষ্টি মেয়ে ( সলিড ফিঙ্গারস) - https://app.box.com/s/d01rtkbpeiebu8g3kdqg

ছোট বেলার মতো ( মনিটর) - https://app.box.com/s/d01rtkbpeiebu8g3kdqg

মাতাল করা হাওয়া ( অর্কিড) - https://app.box.com/s/dg1j21linp0dxrigf4bo

সাথীহারা আমি (অর্কিড) - https://app.box.com/s/t7lmnsdk8lhf9rhbkzzl

রমজান চোরটা'র কান (ড্রিমল্যান্ড) - https://app.box.com/s/n42i17s1hh4vh096g8br

স্বপ্নটা আমার কখন যেন ( উইন্ডস) - https://app.box.com/s/usa4h5ungop41bqq3s57

শোন বকুল / মালতি আমার প্রিয় ফুল ( ডিজিটাল ) - https://app.box.com/s/b01d8467433196a2ff19

ডাকপিয়নের চিঠি ( ডিজিটাল ) - https://app.box.com/s/gky3ohdarmore7su7jcl

মাইয়াটা কান্দে ক্যারে (মাইক্রো) - https://app.box.com/s/6470b11f6bee7eed7f76

ভালো তো বেসেছি ( মাইক্রো) - https://app.box.com/s/09svhr48de8k0pjfpzv2

মন মন কি যে চায় ( অডিসি) - https://app.box.com/s/4xk2jqyfkj14kmgybm9p

মহুয়া বনে দেখেছি তারে ( অডিসি) - https://app.box.com/s/aear40e70k0xp4ch33zv

ঐ লাল শাড়ী রে ( অরবিট) - https://app.box.com/s/umcsxoq3t6mjqadue0fe

পাপের স্রোতে (অরবিট) - https://app.box.com/s/plns22mlyl73659pubhg

এই রাত শেষ না হয় / সুখেরই প্লাবন (অরবিট)- https://app.box.com/s/14qm8bs7ygzcdvspmpfe

যে চাঁদ কে ভালোবেসেছি ( রং নাম্বার) - https://app.box.com/s/8dpzx9incf9txdjt3by7

পাত্রী চাই ( রং নাম্বার) - https://app.box.com/s/v0gkub3zmej8px5jbrze

ঘুমিয়ে পড়ো যদি (লেসন) - https://app.box.com/s/x1mlz7g816ihgftfud5d

দৃষ্টি তোমার (লেসন) - https://app.box.com/s/9vjcbfpu4ts0m2hah442

তুমি বাসো কিনা (তীর্থক)- https://app.box.com/s/497i1z3lpqzcr8jxvxc4

পরাজিত প্রেম (তীর্থক)- https://app.box.com/s/xvoa5hsvabetlgk7anmh

তুমিহিনা কেটে গেছে (তীর্থক) - https://app.box.com/s/5mdcmxi91mmcfzyxtcvk

একটা চিঠি এসেছে (তীর্থক)- https://app.box.com/s/ef008baa6f644603c31c

ছল কইরা সব (মিউজিক টাচ) - https://app.box.com/s/b34cda5bhay4rdkcvqzm

খুঁজে চলেছি (পালস)- https://app.box.com/s/vkks334m4y7bgzo5nya8

দীপ জ্বেলে যাই (পালস) - https://app.box.com/s/pkt9t3m5bl3zf4sqgskz

ফটো সুন্দরী (নরদানস্টার) - https://app.box.com/s/3kt3jo86pattx1lerdm9

কে ঐ যায় (নরদানস্টার ) - https://app.box.com/s/vjdsuceq1zygthb5zroj

ও মনরে ( সিম্ফনি) - https://app.box.com/s/hxbb9o51m3pgmgcd1v9f

একজন মুক্তিযোদ্ধা (ফেইথ) - https://app.box.com/s/d8uijeo0io1l5x91bcxe

নিশ্চুপ মাঝরাত (ফেইথ) - https://app.box.com/s/bsj3gk4kmfdsqufptccz

অন্ধকার ঘরে ( পেপার রাইম) - https://app.box.com/s/sro25svmpd48lksp5lmp

যখনই আকাশ ( পেপার রাইম) - https://app.box.com/s/lb1e9ploxo5v7k11cej7

সেই দিনগুলি কই ( চার্মিং) - https://app.box.com/s/164bbfc058f172d2365d



বাংলার হারিয়ে যাওয়া গানগুলো খুঁজে পেতে ক্লিক করুন -



রেডিও বিজি২৪



আশিক মিউজিক

মন্তব্য ৭৩ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫০

লিরিকস বলেছেন: সুপার লাইক।

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৩

কবি ও কাব্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই

২| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০১

লিরিকস বলেছেন: আপনার প্রায় সব পোস্ট আমি পড়ে ফেলেছি, অবসকিউর, চাইম, ডিফারেন্ট টাচ, চামিং বৌ ও আরো কিছু ব্যান্ডের গানের সুরকার ও গীতিকার কারা ছিল জানবার জন্য।

বেবি নাজনীন, ডলি সায়ন্তনী, বাবু (পুরো নাম মনে পড়ছে না) উনাদের কিছু গানের সুরকার ও গীতিকার কারা ছিল, তপন চৌধুরীর সেই এ্যালবাম নিয়ে তথ্য জানবার জন্য। পিপিলিকা আর আপনার নিজের ব্লগেও আমি হানা দেই তথ্যর জন্য।

কয়েকজন কে বলেছি 'পাপ্পু ভাইয়া কে ধরব আমি'

খুব ভালো লাগছে পোস্ট পেয়ে।

শুভেচ্ছা।

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৪

কবি ও কাব্য বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাই। ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় গীতিকারদের নিয়ে আমি আলাদা আলাদা পোস্ট দিবো ইনশল্লাহ, তখন অনেক গানের গীতিকার সুরকারদের নাম ও তথ্য পেয়ে যাবেন । ভালো থাকবেন ।

৩| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১২

শফিক আলম বলেছেন: স্মৃতি জাগানিয়া পোস্ট। ধন্যবাদ।

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৮

কবি ও কাব্য বলেছেন: হ্যাঁ ভাই এগুলো আমাদের সুখস্মৃতি । অনেক ধন্যবাদ

৪| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৩

শরৎ চৌধুরী বলেছেন: ক্লাসিক একটা পোষ্ট।

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৯

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ শরত ভাই

৫| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৫

লেখোয়াড় বলেছেন:
এই ব্যান্ডগুলো হারিয়ে গেল কেন?

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩১

কবি ও কাব্য বলেছেন: এগুলো হারিয়ে গেছে ব্যান্ডগুলো ভেঙ্গে যাওয়া, নিজেদের ব্যস্ততা সহ নানা কারনে

৬| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৬

তারিকুল ঐক্য বলেছেন: আরেকটা গান ছিল - মনে পড়ছে না ব্যান্ডের নাম ( 'অরফিউস' কি ?) - কাঁটার আঘাত দেবে সুবাস দেবে না কোন তাই কি হয় ( কোরাসঃ তাই কি হয়), ঘৃণাই করবে শুধু ভালবাসবে না তাই কি হয়, না না না পৃথিবীর নিয়ম এমন তো নয়, এমন তো নয়।

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪১

কবি ও কাব্য বলেছেন: এটা ছিল রতন খন্দকারের গান ।

৭| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুপার পোষ্ট! ওয়েলকাম ব্যাক ভাই! এই সব গানের কালেকশনের ব্যাপারে আপনার জুড়ি নাই। খারাপ লাগে, অনেক স্মৃতি বিজড়িত এই সব ব্যান্ড এখন আর নেই।

পোষ্টে প্লাস।

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৩

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
হ্যাঁ আজো এই ব্যান্ডগুলোর কথা মনে পড়ে খারাপ লাগে। এখন কতশত ব্যান্ড কিন্তু শোনার ইচ্ছা করেনা। গানে কোন প্রান খুঁজে পাইনা

৮| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬

তারিকুল ঐক্য বলেছেন: ধন্যবাদ আপনাকে। আরেকটা গান খুব মনে পড়ে, কার বলবেন কি: অনামিকা জানিনা তুমি আছ কেমন/কেন তুমি ভেঙে দিলে মন ( শুভ্রদেব? )

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৮

কবি ও কাব্য বলেছেন: অনামিকা নিয়ে অনেকের গান গাছে। তবে এই গানটা সম্ভবত শুভ্র দেবের হতে পারে, আমার ঠিক মনে নেই

৯| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৭

জাহিদ মজুমদার বলেছেন: নস্টালজিক। রকস্ট্রাটার একটা গান অনেক খুজেছি, পাইনি। গানটার প্রথম লাইনটা মনে পড়ছে না। পোস্ট প্রিয়তে।

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬

কবি ও কাব্য বলেছেন: রকস্টারটা ব্যান্ড এর অ্যালবাম আমার সাইটে আপলোড করেছিলাম যা আপাতত শুনতে পারবেন না সাইটটা বন্ধ থাকার কারনে ।

১০| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫২

তারিকুল ঐক্য বলেছেন: @জাহিদ মজুমদার ভাই: রকস্ট্রাটা র গানগুলির লিস্ট দেখে নিন উইকি তে। আমাকে কোনটা বললে আপলোড করে দিতে পারব।

১১| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৬

তার ছিড়া আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১২| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৭

জাহিদ মজুমদার বলেছেন: তারিকুল ঐক্য ভাই: সার্চ দিয়ে শুধু সামুরই একটি পাতা পেলাম রকস্ট্রাটা গানের লিস্ট। কিন্ত সেটাতে আমার গানটা খুজে পেলাম না। এখন আমার নিজেরই সন্দেহ হচ্ছে গানটা আসলে রকস্ট্রাটার কিনা। কিছু লাইন মনে পড়ছে এরকম... স্বপ্ন বাসা বাধে আশারও স্রোতে, তীর খুজে পেতে সম্মুখে ছোটে। স্বপ্ন বাসা বাঁধে আশারও... তীর খুজে পেতে সম্মুখে ..
...তোমার মন জয় করতে আছে কোনো পথ.. ভালোবাসার বিনিময়ে করলে শপথ..

১৩| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৫

জাহিদ মজুমদার বলেছেন: তারিকুল ঐক্য ভাই: সার্চ দিয়ে রকস্ট্রাটার সামুরই একটি পাতা পেলাম তাদের গানের লিস্ট। কিন্তু সেটাতে আমার কাঙ্কিখত গানটা পেলাম না। তাই আমার সন্দেহ হচ্ছে গানটা রকস্ট্রাটারই কিনা। কিছু লাইন সম্ভবত এরকম... মন আর সৃষ্টির... স্বপ্ন বাসা বাঁধে আশারও স্রোতে, তীর খুঁজে পেতে সম্মুখে ছোটে, স্বপ্ন বাসা বাঁধে...
... তোমার মন জয় করতে আছে কোন পথ.. ভালোবাসার বিনিময়ে করলে ...

১৪| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭

নীরব দর্শক বলেছেন: এই গানগুলি শুনতে শুনতে বড় হইছি। ক্যাসেটগুলো সব ছিল।

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩০

কবি ও কাব্য বলেছেন: এই গানগুলি আমাদের অমূল্য সম্পদ। এই গানগুলি আমাদের সুখ স্মৃতি

১৫| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৮

যেনী বলেছেন: অনেক ইমোশনাল মুহুর্ত জড়িয়ে আছে এই গানগুলোর সাথে---উহ্ অনেক অনেক নস্টালজিয়া!!!!!!!

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১১:২০

কবি ও কাব্য বলেছেন: আমিও রোজ নস্টালজিক হই ভাই

১৬| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৯

জাহিদ মজুমদার বলেছেন: সামুর সমস্যার কারণে একই মন্তব্য দুইবার লিখা হয়েছে।

১৭| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২

চড়ুই বলেছেন: যদিও বেশীরভাগ গান শুনিনাই তবে "মৌচাক মার্কেটে হলো" এই গান টা শুনেছিলাম।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৪

কবি ও কাব্য বলেছেন: মৌচাক মার্কেট গানটি অডিসির বাবুর গান । তুমুল জনপ্রিয় ছিল গানটি ।

১৮| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার পোস্ট।+++++

প্রিয়তে রাখলাম।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩১

কবি ও কাব্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১৯| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৬

পলক শাহরিয়ার বলেছেন: মনে করায়া দিলেন ভাই....কাটার আঘাত দেবে সুবাস দেবেনা তুমি...আহা!! সেই দিনগুলি কই সেই দিনগুলি কই.....

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৩

কবি ও কাব্য বলেছেন: হ্যাঁ ভাই আসলে সেই দিনগুলি কই? শুধু স্মৃতিগুলো আজ বারবার মনে পড়ে তাই আপনাদেরও মনে করিয়ে দেই

২০| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৩

হাসান রাজু বলেছেন: একাটা সময় ছিল । মনে পড়লে বুকের ভিতর হাহাকার করে উঠে ।

ভাই, নোভার ভাইসো এলবামটা খুজছি । আপনি বা পাটকের কেউ কি লিংক দিতে পারবেন ।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৫

কবি ও কাব্য বলেছেন: 'ভাইসো' অ্যালবাম এর অনেক গান আমার রেডিও পেইজের পুরনো পোস্টে পাবেন । অ্যালবামটি পুরোটা দিয়েছিলাম আমাদের রেডিও বিজির ওয়েবসাইটে যা এখন পাবেন না সাইট বন্ধ রাখার কারনে ।

২১| ২৩ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

নস্টালজিক বলেছেন: দারুণ!

সব নামগুলোই খুব পরিচিত। অরবিট, তীর্থক, মনিটর। ' আমি একা ও আমি একা' শুনে তো রীতিমত নস্টালজিক হয়ে গেলাম।

অনেক ধন্যবাদ নিও, পাপ্পু। এ রকম পোস্ট দেখলেই সেই সময়ের গান, ব্যান্ডের গান নিয়ে লিখতে ইচ্ছে করে।


ভালো থেকো নিরন্তর।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৭

কবি ও কাব্য বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। এই গানগুলি আমাদের সারাজীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে। আমি আবার এইসব নিয়ে পোস্ট দিবো । ভালো থাকবেন ।

২২| ২৩ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

রেফায়েত হোসাইন বলেছেন: গানগুলো ডাউনলোড করতে পারছি না। প্লিজ হেল্প করুন।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৮

কবি ও কাব্য বলেছেন: আপনি ফ্লাশপ্লেয়ার আপডেট করেন

২৩| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১১:২১

তারিকুল ঐক্য বলেছেন: জাহিদ মজুমদার ভাইঃ হমম ঠিক ধরেছেন এই গান রকস্ট্রাটার না।

২৪| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পাশের বাড়ীর ঐ মেয়েটি
বলল সেদিন এই,
তুমি ছাড়া এই জীবনে
আরতো কেহ নেই।
শুধু মালা গেঁথে সময় কেটে যায়.…

ভাই এইটা একটা কাজ করলেন? টাইম মেশিন কোথায় পাই?

++্ন

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৬

কবি ও কাব্য বলেছেন: অডিসির বাবুর সলো অ্যালবাম এর ঝড় তোলা গান । সেই সময়ে শহর, নগর, গ্রাম ,গঞ্জে এমন কোন জায়গা বাকি নেই যেখানে এই অ্যালবাম বাজানো হতো না

২৫| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫২

লিখেছেন বলেছেন: ধন্যবাদ

২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৮

কবি ও কাব্য বলেছেন: আপনাকেও স্বাগতম

২৬| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: ৯০ দশক ছিল বাংলা ব্যান্ড সঙ্গীতের স্বর্ণ যুগ। সেই সময়ের গানগুলো আজও শ্রোতার মনের গহীনে জায়গা দখল করে আছে। এই সময়ের ব্যান্ডের গানগুলো সেভাবে আকর্ষণ করে না। অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন পোস্টটির জন্য। ভালো লাগা সহকারে পোস্ট সরাসরি প্রিয়তে।

২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২০

কবি ও কাব্য বলেছেন: এখনকার ব্যান্ড গুলো বড় বেশি বিরক্তিকর

২৭| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১:২৮

আমিজমিদার বলেছেন: প্রিয়তে, বস, প্রিয়তে।

২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২১

কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ বস প্রিয়তে নেয়ার জন্য

২৮| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪৮

সোচ্চার বলেছেন: খুবই চমৎকার।

২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৩

কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ

২৯| ২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৪:২৩

নতুন বলেছেন: প্রিয়তে না নিলে সব`নাস হবে...এই রকম কালেকসন না পাবার সম্ভবনাই বেশি... :)

২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৪

কবি ও কাব্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আরও পাবেন

৩০| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩০

শফিক আলম বলেছেন: গানগুলো কি ডাউনলোড করা যাবে?

২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৯

কবি ও কাব্য বলেছেন: হ্যাঁ ডাউনলোড করা যাবে

৩১| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০২

নাইমুল ইসলাম বলেছেন: বেশ কষ্ট করেছেন পোস্ট তৈরীতে। ধন্যবাদ শেয়ার করার জন্য। লিস্টের ফেভারিটটা অবশ্যই "অন্ধকার ঘরে - পেপার রাইম"।

"ব্যালেন্স" এবং "শকিং ব্লু" ব্যান্ড দুইটার কোনো সংকলন আছে আপনার কাছে?

২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১

কবি ও কাব্য বলেছেন: হ্যাঁ আছে, আপলোড করি নাই, পরে কোনদিন দিবো

৩২| ২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: কোন কথা নাই। প্রিয়তে সরাসরি।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪০

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ শঙ্কুদা

৩৩| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


এভারগ্রীন পোস্ট হইছে একটা কাব্য ভাই। সোজা শোকেসে। +++

২৫ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪২

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ কাণ্ডারি ভাই। আপনাদের ভালোবাসার জন্যই আবার ব্লগে ফেরা

৩৪| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৫

এহসান সাবির বলেছেন: চমৎকার সুন্দর পোস্ট।

ভালোলাগা রইল।

৩৫| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩১

ফা হ মি বলেছেন: অনেক কষ্ট করেছেন দেখছি!
খুব ভাল লাগলো পোস্ট।শুনে দেখা যাবে গানগুলো সময় করে...
ধন্যবাদ :)

৩৬| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৬

মুহাম্মদ শামসুল ইসলাম বলেছেন: পুরাই নস্টালজিক পোস্ট :)

৩৭| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৪

বেকার সব ০০৭ বলেছেন: ৯০ এর গান গুলো শুনতে আমার খুব ভাল লাজে


পোস্টের জন্য ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++আর +++++++++++

৩৮| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৬

মুহাম্মদ শামসুল ইসলাম বলেছেন: একটি পুরোনো গানের কথা মনে পড়লো। গানটির কথা হল:
"তুমি চলে গেছো বহুদূরে
রেখে গেছো কিছু স্মৃতি সুরে সুরে
কিছুইতো ভালো লাগেনা
গাই গান কেমন করে?"
গানটির গায়কের নাম মনে নাই। যদি সম্ভব হয় গানটা আপলোডের অনুরোধ রইলো। ধন্যবাদ পাপ্পু ভাই।

৩৯| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৬

ডট কম ০০৯ বলেছেন: দারুণ পোষ্ট সরাসরি প্রিয়তে চইলা গেছে।

৪০| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন মন কি যে চায়
'ও পরানের পাখিরে ... আহা! কত শুনেছি এক সময় । আপনাকে ধন্যবাদ। ভীষণ নস্টালজিক পোস্ট

৪১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: পোস্টটির জন্য ধন্যবাদ ভাই...

৪২| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:২৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ভাই আপনার গানর লিংকগুলো আমি ফেসবুকে শেয়ার করেছি....

৪৩| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪১

দুর্জনউবাচ বলেছেন: নেক্সাস ব্যান্ডের গানের লিঙ্ক চাই।

৪৪| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

মায়াবী রূপকথা বলেছেন: পেপার রাইম অনেক প্রিয় ছিল। ++

৪৫| ২১ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৩

আততায়ী আলতাইয়ার বলেছেন: ছোট বেলায় যখন বিটিভিতে ব্যান্ড শো দেখাতো তখন মাইলস এর চাঁদ তারা সূর্য, মাকসুদের মেলায় জাইরে, আদনান বাবুর রং নাম্বার টেলিফোনে, ডিফারেন্ট টাচের শ্রাবনের মেঘ গুলি, এই সব গান গুলির পাশাপাশি "মন মন কি যে চায়" এই গানটা দেখাতো একজন সুদশর্শন ভোকাল গানটি গাইতো। গানটা অনেক খুজছি কিন্তু পাই নাই অবশেষে আপনার এই পোস্টে তথ্য পাইলাম। যখন জয়েন্ট ফ্যামেলি ছিলো তখন বড় কাজিনরা দেখতাম "পাশের বাড়ির মেয়ে" "সূচনা" পাত্রী চাই গান গুলো অনেক শুনতো।

৪৬| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:২৬

রাঙা মীয়া বলেছেন: প্রজন্মের সংগ্রাম খুব ভালো লেগেছিলো ... ছাইড়া গেলাম মাটির পৃথিবী ! আহা কি সুন্দর ব্যান্ডময় দিন ছিলো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.