নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিদ্রোহীর গর্জন

কবি ও কাব্য

একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।

কবি ও কাব্য › বিস্তারিত পোস্টঃ

৯০ দশকে'র হারিয়ে যাওয়া প্রতিভাবান কিছু তরুনের গানগুলো

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৯

বাংলা ব্যান্ড ও আধুনিক গানের দুর্দান্ত সোনালি দিনগুলো ছিল ৮০-৯০ দশক । বিশেষ করে ৯০ দশকটা ছিল দুর্দান্ত যা কোনদিন ভুলে যাওয়া সম্ভব নয় । সেই ৯০ দশকে হিন্দি গানের জনপ্রিয়তাকে পেছনে ফেলে বাংলাদেশের তরুণরা দুর্দান্তভাবে শ্রোতাদের বাংলা গানে ফিরিয়েছিলেন । বাংলা অডিও ক্যাসেট কিনতে বাধ্য করেছিলেন । সেই সোনালি দিনগুলোতে আমরা যেমন পেয়েছিলাম বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু, জেমস,মাকসুদ, নকীব খান, আশিকুজ্জামান টুলু, টিপু, খালিদ, হাসান'দের তেমনি পেয়েছিলাম রানা, বাবু, সাইফ, হাসান চৌধুরী, মনসুর, ঝলক সহ হারিয়ে যাওয়া কিছু প্রতিভাবান তরুণ শিল্পীদের । যারা একটি বা দুটি অ্যালবাম দিয়েই সেই সময়ের আমার মতো শ্রোতাদের মনে ঠাই করে নিয়েছেন। আজ আপনাদের সেইসব শিল্পীদের দুর্দান্ত গানগুলো দিলাম ,পরবর্তীতে আমার গানের রেডিও বিজি২৪ এর ওয়েবসাইটে পুরো অ্যালবামগুলো দিবো ।

৯০ দশকের হারিয়ে যাওয়া প্রিয় কণ্ঠগুলোর মধ্যে রানা নামটি অন্যতম। যাকে আমরা পেয়েছিলাম 'ফেইথ' ব্যান্ড এর ভোকাল হিসেবে এবং স্টার, স্টারস ২, ঝড়, আমাদের ভালোবাসা সহ অল্প কয়েকটি জনপ্রিয় ব্যান্ড মিক্সড অ্যালবামে । রানার একটি মাত্র একক অডিও অ্যালবাম বের হয়েছিল। রানার একক ও ব্যান্ড মিক্সড অ্যালবাম থেকে কয়েকটি গান দিলাম - আকাশের কথা হলো - স্টারস ১





সন্ধ্যা আকাশের অচেনা - স্টারস ২



ওগো মেয়ে তুমি কি জানো - ঝড় (ব্যান্ড মিক্সড)



শহরের কোলাহল ফেলে এসেছি - একক অ্যালবাম

শোন মেয়ে কিছু কথা আছে - একক অ্যালবাম



৯০ দশকে 'অডিসি' নামে একটি দুর্দান্ত ব্যান্ড ছিল যারা প্রথম অ্যালবামেই আমাদের মন কেড়েছিল । সেই ব্যান্ড এর ভোকাল ছিল বাবু। যার একটি একক অ্যালবাম বের হয়েছিল । সেই অ্যালবামটি বাজারে সেই সময়ে দারুন সাড়া ফেলেছিল । শহরের শ্রোতা পেরিয়ে গ্রামগঞ্জে অনবরত সেই অ্যালবাম এর গান শোনা যেতো । সেই সময়ে এমন কোন বাড়ী খুঁজে আমি পাইনি যেখানে বাবুর অ্যালবামটি ছিল না । সেই অ্যালবাম এর দুটি গান দিলাম - তুমি আমার আশা - বাবু (একক)



তুমি শুধু তুমি নও - বাবু (একক)

৯০ দশকে আধুনিক গানে হাসান চৌধুরী নামে একজন দারুন শিল্পী এসেছিলেন যার ৩ টি একক অ্যালবাম বের হয়েছিল । সেই হাসান চৌধুরীর ২ টি গান দিলাম - দিনগুলো কাটছিল - হাসান চৌধুরী ( একক ২)

দেখো তারার চোখে- হাসান চৌধুরী ও দিলরুবা খান (একক ২)



আইয়ুব বাচ্চু'র সুর ও সঙ্গীতে জনপ্রিয় মিক্সড অ্যালবাম 'তারা ভরা রাতে' আমরা ঝলক নামের একটি কণ্ঠ প্রথম শুনেছিলাম যিনি প্রথম গান দিয়েই নিজের প্রতিভার প্রমান রেখেছিলেন । এরপর আইয়ুব বাচ্চুর সুরে ঝলকের ২ টি একক অ্যালবাম ও মিক্সড 'তুমিহীনা সারাবেলা' ও 'রাজকুমারী ' অ্যালবাম বের হয়েছিল । আজ ঝলকের ব্যান্ড মিক্সড অ্যালবাম থেকে তিনটি গান দিলাম - নদীর জল ছুঁয়ে- তুমিহীনা সারাবেলা



দূরে কোথাও হারাবার - তারা ভরা রাতে

ভুল করে পথ ভুলে - রাজকুমারী



৯০ দশকের শ্রোতাদের কাছে সাইফ একটি প্রিয় নাম যিনি তাঁর প্রথম অ্যালবাম 'কখনও জানতে চেয়ো না'' দিয়ে শ্রোতাদের পছন্দের তালিকায় নাম লিখিয়েছিলেন । সাইফের অ্যালবামের বেশিরভাগ গানের কথা ও সুর ছিল সাইফের নিজের। এরপর সাইফের আরও দুটি একক অ্যালবাম সহ বেশ কয়েকটি মিক্সড অ্যালবাম বের হয়েছিল । আজ সেই সাইফের তিনটি একক অ্যালবাম থেকে ৩ টি গান দিলাম - কখনও জানতে চেয়ো না - সাইফ

পিছু ডাকার মানে নেই - সাইফ



বলো না বিদায় - সাইফ

সর্বশেষ যে শিল্পীটির কথা বলবো তাঁর নাম মনসুর। মনসুর'কে ৯০ দশকের অনেক স্রোতাও হয়তো ভুলে গেছেন বা তাঁর গান শুনেনি। কারন মনসুর খুবই অল্প সময়ের জন্য এসেছিলেন মাত্র একটি একক অ্যালবাম দিয়ে। সেই অ্যালবামটির সুর ও সঙ্গীত ছিল আইয়ুব বাচ্চু'র । সেই সময়ে শহরের শ্রোতারা ছাড়া মনসুর'কে তেমন কেউ জানতে পারেনি । একমাত্র যারা মনসুরের সেই অ্যালবামটি শুনেছিলেন তারাই কেবল আজো মনসুরকে মনে রেখেছেন । মনসুরের সেই একমাত্র অ্যালবামটি থেকে মাত্র ৪ টি গান দিয়ে আজকের পোস্ট এখানেই শেষ করছি । আশা করি পোস্টটি সবার ভালো লাগবে। ভালো থাকবেন এবং বাংলাদেশের গান বেশি করে শুনবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি।

ভালোবাসা ডাক দিয়ে যায়

মন তার চোরাবালি

ফিরে এসো তুমি আমার জীবনে

বন্ধু তোমার চিঠি



বাংলাদেশের হারিয়ে যাওয়া গান শুনতে ও সংগ্রহ করতে চাইলে নিচের লিঙ্ক দুটিতে ক্লিক করুন - রেডিও বিজি২৪



আশিক মিউজিক



মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮

প্রকোশলী বলেছেন: ভালা লিখচেন ভালা কালেকসান

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৪

কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


কাব্য ভাই বাংলাদেশের গানের মতো আর এত হৃদয় ছোঁয়া গান হয় নাকি !!!

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৩

কবি ও কাব্য বলেছেন: াণ্ডারি ভাই কোনদিন হয় নাই ও আগামীতেও হবে না। বাংলাদেশের গানের মতো এতো আবেগ আর কোন গানে নেই

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫১

রেজওয়ান করিম বলেছেন: আপনাদের ওয়েব সাইটটা কি বন্ধ?

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৬

কবি ও কাব্য বলেছেন: হ্যাঁ ভাই আপাতত বন্ধ। তবে আবার চালু হবে ইনশাল্লাহ

৪| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৭

আজম খান বলেছেন: nice collection. many many thanks. সেই সময়কার শিল্পী জুয়েল এর 2nd album এর একটা গান ছিলো '' চাদের সাথে জেগে মধ্যরাতে"। If you have that in your collection, please upload it. Thanks in advance.

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩০

কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই। আছে সব কালেকশন। সাইটটা আবার চালু করি এরপর দিবো

৫| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:১১

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার পোস্ট। পোস্টে ভালো লাগা এবং প্রিয়তে।


একটা গানের ব্যাপারে সাহায্য প্রয়োজন। আইয়ুব বাচ্চু'র একটা গান এর অ্যালবাম এর নাম কিংবা গানটার লিংক দিয়ে যদি সাহায্য করতেন অনেক উপকার হয়। গানের কথা ছিল সম্ভবত এই রকম -
"জানালার এপাশে রাত জাগি আমি, আর ঐ পাশে রূপালি চাঁদ।
তুমি নও তুমি নও আমার বেদনা আমি জানি
নির্ঘুম হৃদয়ে বেদনার আর্তনাদ।"


অ্যালবামটা সম্ভবত ৯৭-৯৮ তে মুক্তি পেয়েছিল।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৯

কবি ও কাব্য বলেছেন: এটি আইয়ুব বাচ্চুর 'একা' অ্যালবাম এর গান ।

৬| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৩

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৭| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৯

মফিজ বলেছেন: একটা পুরোনো দিনের গান,ভরা বাদলে

৮| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪১

মফিজ বলেছেন: একটা পুরোনো দিনের গান,ভরা বাদলে হিয়া দোলেরে---কার গান,কোথায় পেতে পারি?

৯| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: খালিদের গান আমার খুব ভাল লাগে।

১০| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:০৮

ডি মুন বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম।

দারুণ পোস্ট ++++

ভালো থাকুন সর্বদা।

১১| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২৮

অদ্বিত বলেছেন: বাংলাদেশের গান অসাধারণ হলেও ব্যান্ড সঙ্গীতও আবার কারোর ভাল লাগে নাকি ? অবশ্যই লাগে, লাগবে না কেন ? কিন্তু কিভাবে ভাল লাগে সেটাই আশ্চর্যের বিষয়।
ব্যান্ড সঙ্গীতের মধ্যে না আছে কোন সুর, না আছে তাল, না আছে লয়। এ তো লম্বা চুলওয়ালা কতগুলো বান্দরের উন্মত্ত চিৎকার আর লাফালাফি ছাড়া কিছুই না। স্রেফ গলা ফাটাইতে পারলে আর গিটার বাজাইতে পারলেই কি সেটা ব্যান্ড সঙ্গীত হয়ে যায় না ? এ জিনিস কিভাবে কারোর ভাল লাগতে পারে ? যা হোক, এটা তো মানুষের রুচির ব্যাপার। কিন্তু আমার কেন জানি মনে হয় - যাদের সফ্ট গান ভাল লাগে তাদের কখনোই এইসব ঝাকানাকা গান ( ব্যান্ড সঙ্গীত ) ভাল লাগবে না।
কেউ আমার সাথে একমত না হতেই পারে। এমনকি রবীন্দ্র বা নজরুল সঙ্গীতের মত নরম গান এবং ব্যান্ড সঙ্গীতের মত গা গরম করা গান দুই ধরণের গানই একইসাথে কারোর ভাল লাগতে পারে। আমি আমার মতামত ব্যক্ত করলাম। সেটা ভুলও হতে পারে আবার সঠিকও হইতে পারে। জানি না। কিন্তু আমার কখনো ব্যান্ড সঙ্গীত ভাল লাগে নাই। আমি নরম গান শুনে অভ্যস্ত মানুষ, এসব ঝাকানাকা গান কিভাবে ভাল লাগাইতে হয়, তাও তো জানি না।

১২| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই গানগুলোর কথা মনে হলে এখন নস্টালজিয়ায় ভুগতে হয়।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২৭

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !! গানগুলো এবং শিল্পির নাম দারুণ বলেছেন। রানার গুলো নামালাম। বাকিগুলো পরে।

ঝলকের নাম একটু বলতে চাই, তার ১ম অ্যালবামের গানগুলো বেশ ছিল। ঐ তরুন বয়সে। নেটে পাচ্ছি না।

আর সাইফের গান দুইিট অসাধারণ। এখনো শোনা হয়। আবেগী গলা।

১৪| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৩

অন্ধবিন্দু বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

১৫| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১২

লিরিকস বলেছেন: ভাইয়া আমার অনেক গানের সুরকার ও গীতিকারের নাম দরকার, কি করব বলেন, একটা লিস্ট করে আপনাকে দেব? আপনার জানা থাকলে একটু জানাবেন।
আপনার তো সুরকার ও গীতিকার নিয়ে পোস্ট দেবার কথা।

শ্রাবণের মেঘ গুলি জড় হলো আকাশে এই গানটার সুরকার ও গীতিকার কারা আমি জানতে চাই, তপন বা বেবি নাজনীনের সেই পুরানো গান গুলোর সুরকার ও গীতিকার কারা যেমন এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল

প্লিজ ভাইয়া।

১৬| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

শখের গবেষক বলেছেন: গানগুলো ডাউনলোড করতে পারছি না কেনও?? কিভাবে ডাউনলোড করবো একটু হেল্প করবেন কেউ?

১৭| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৯

ইভ বলেছেন: U HAVE DONE SOMETHING HISTORICAL.BANGLA BLOG WILL REMEMBER U FOR LONG.CAN U PLEASE GIBE ME AN ALBUM,LONG EXPECTED ALBUM "FEERE AAI (ফিরে আয়)" .PROBABLY IS IS BAND MIXED ALBUM.I HAVE SEARCHED IT EVERYWHERE BUT GOT NOTHING.IT WAS RELEASED WHEN ALBUM ""DHUUN " WAS IN THE MARKET WITH GOOD DEMAND.YEAR MAY BE 1998/1999.

১৮| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫১

ইভ বলেছেন: CORRECTION FOR SPELLING: GIBE --GIVE,IS--IT

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার পোস্ট !! ভালো লাগা গান গুলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.