নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

শয়তানি বাধা সম্পর্কিত করণিকা

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৪

শয়তানি বাধা সম্পর্কিত করণিকা
-----------------------------------------------
যখন আমি তোমার প্রত্যেকটি কাজে খুঁজে খুঁজে ভুল ধরছি, কিন্তু সঠিক কাজটি দেখিয়ে দিয়ে তোমাকে সহযোগিতা করছি না, কিম্বা, আমি নিজে নির্ভুল কাজটি ক’রে দেখানোর চেষ্টাও চালাচ্ছি না, তখন তুমি নিশ্চিতভাবে ধ’রেই নিতে পারো যে, আমি একটা ঘৃণ্য বদমাশ এবং আমি শয়তানি চালিয়ে তোমার কাজে শুধু বাধাই দিচ্ছি। আমার মতো আচরণধারীদের মধ্যে যারা আবার ধর্মীয় আবরণধারী, তারা তো আমার চেয়েও জঘন্য বজ্জাত নরাধম।
নোংরা চরিত্রগুলোকে মাথায় চড়ানোর মতো প্রশ্রয় দিলে তবেই আমার মতো তারাও তোমার কাজে বাধা দেওয়ার সুযোগটা পায়। নিশ্চয়ই তোমার প্রশ্রয় না-পেলে তোমার কোনো কাজে বাধা দেবার সুযোগটা আমিও পেতাম না। শয়তানি বাধাগুলোকে প্রশ্রয় দেওয়াটা নিঃসন্দেহে নিজের দারিদ্র্যকে টেনে আনার মতোই চরম সর্বনাশ।
যেকোনো কর্মক্ষেত্রে বড় বড় ভুলগুলো হ’তে না-দিলেই যথেষ্ট। ছোটোখাটো ভুলগুলো নিয়ে কখনোই আতঙ্কিত হয় না সতর্কজনেরা।
---------------------------------------------------------------------
করণিক : আখতার২৩৯
শয়তানি বাধা সম্পর্কিত করণিকা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৩:২০

তপোবণ বলেছেন: সত্য কথন। ভালো লাগল।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৭

বিজন রয় বলেছেন: অযোগ্য মানুষেরা অমন করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.