নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

অপরীক্ষিত সুচরিত্রধারী সম্পর্কিত করণিকা

২৩ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:১১

অপরীক্ষিত সুচরিত্রধারী সম্পর্কিত করণিকা
------------------------------------------------------
যেজন ধরা পড়ার প্রকাশ্য ঝুঁকির মধ্যেও তুচ্ছাতিতুচ্ছ কোনো সস্তা বস্তু সুযোগ বুঝে চুরি করতে ছাড়েনি- এমন কোনো চরিত্রের হতদরীদ্র এই আমি যখন আজ এখানে বিশাল সুযোগ পেয়েও এবং ‘কেহই দেখছে না বা সন্দেহ করবে না আমাকে’ বুঝতে পেরেও আমার নাগালের মধ্যে পাওয়া চড়াদরের নামিদামি বিশাল পরিমাণের সম্পদও নিজের কাছে টেনে নিচ্ছি না, তখন আমি আত্মনিয়ন্ত্রিত নিঃসন্দেহে, এবং তখনি ‘তোমাদের সম্পদ আমার কাছে সুরক্ষিত’ এতটুকু ঘোষণা দেবার অধিকার বা যোগ্যতা নিশ্চয়ই আমি অর্জন করতে পেরেছি।
তবে কিনা, যে-ব্যক্তি ছোটখাটো কোনো কিছু কখনোই চুরি করেনি, সে কিন্তু আজও জানে না যে, তার প্রত্যাশিত লোভনীয় বড় কোনো কিছু, এমনকি অবৈধ পথেও তার দখলের কাছাকাছি এসে পড়লে অপরীক্ষিত সুচরিত্রধারী সে তা ত্যাগ করতে পারবে না, না-কি পারবে সহজে। তার না-জানাটাই স্বাভাবিক।
চুরি করার সুযোগ থাকা বা না-থাকা কিম্বা স্বভাবের আত্মসম্মান বিষয়ক কাল্পনিক জটিল তর্কে নিজেকে জড়ানোর চে’ বরং এখানে স্মরণীয়- আত্মনিয়ন্ত্রণের পরীক্ষায় অপরীক্ষিত ঐ সুচরিত্রধারী ব্যক্তিও একজন মানবসন্তান।
-----------------------------------------------------------
করণিক : আখতার২৩৯
##### ২৩/১০/২০১৮খ্রি:

অপরীক্ষিত সুচরিত্রধারী সম্পর্কিত করণিকা

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০১

রাজীব নুর বলেছেন: আমার এক্সর্টা অডিনারী পাওয়ার থাকলে আমি নিজেই চুরী করতাম।
কেন রবিন হুডও তো চোর।

২| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০১

রাজীব নুর বলেছেন: আমার এক্সর্টা অডিনারী পাওয়ার থাকলে আমি নিজেই চুরী করতাম।
কেন রবিন হুডও তো চোর।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

সাগর শরীফ বলেছেন: সবসময় খারাপ কিছুর উদ্দেশ্যে চুরি নাও হতে পারে। চুরি হতে পারে কিছু ভালর জন্যও। যদিও চুরি তো চুরিই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.