নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি আমরা নিজেরা বদলে যাই,\nতবেই আমাদের সমাজ বদলাবে।

লাল মাহমুদ

লাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কলমের আদি কথা

১৩ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৫৮


আমাদের দৈনন্দিন জীবনে লেখালেখির প্রধান উপাদান কলম। কলম ছাড়া লেখালেখি টা কল্পনা করাই যায় না । এই কলমের আদি কথা আমরা অনেকেই জানিনা। কিভাবে আজকের এই বল পয়েন্ট কলম আসল? এটি এমনই ছিল!!! নাকি এর আদি কোন ফরমেট আছে? এই কলমের আদি ইতিহাস নিয়েই কিছু কথা-----
কলম বা ইংরেজিতে পেন(pen) শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পেন্না(penna) থেকে, যার অর্থ পাখির পালক।একটা সময় ছিল যখন পাখির পালককে লেখার উপকরন হিসেবে ব্যাবহার করা হতো।আর তা থেকেই এরূপ নাম করন।তবে আদিম মানুষেরা গুহায় বসবাস কালে ভিতরের দেয়ালে কোনো তীক্ষ্ণ জিনিস ছবি বা বিভিন্ন চিত্র এঁকেলেখার কাজ করত। প্রাচীন মিশরীয়রা সম্ভবত প্রথম কলম দিয়ে লেখা শুরু করে। সে সময় কোনো কাগজ না থাকলেও লেখা হত গাছের পাতা বা বাকলের উপর। কলম হিসেবে ব্যাবহার করা হতো নলখাগরা, বাঁশের কঞ্চি বা ফাপা খন্ড। মধ্য যুগে কাগজের আবিষ্কারের পর কঞ্চি বা নলখাগড়ার জায়গা দখল করে পাখির পালক। আধুনিক কালে প্রথম কলম আবিষ্কার হয় ইংল্যান্ডে ১৭৮০ সালে। ১৮৮৪ সালে এল. ই. ওয়াটারম্যান আবিষ্কার করেন ফাইন্টেন পেন বা ঝরণা কলম। এরপরে ইংল্যান্ড ছাড়াও অনেক দেশ ফাউটেন পেন তৈরী শুরু করে। আর বিংশ শতাব্দীতে এসে তৈরী হয় বল পয়েন্ট পেন বা বলপেন। ১৮৮৮ সালে ৩০ অক্টোবর জন জে. লাউড প্রথম বল পয়েন্ট পেনের পেটেন্ট লাভ করেন। এভাবে নানা পর্যায়ের মধ্য দিয়ে লেখালেখির প্রধান উপকরন কলমের বিবর্তন বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


লেখাপড়ার সবকিছুই তো ইংরেজেরা করলো; তাই বিশ্বও দখল করেছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.