নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি আমরা নিজেরা বদলে যাই,\nতবেই আমাদের সমাজ বদলাবে।

লাল মাহমুদ

লাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের দ্বিতীয় উঁচু মিনারের মসজিদটি আমাদের টাঙ্গাইলে,,,,,,

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা থেকে সাত কিলো মিটার পশ্চিমে দক্ষিণ পাথালিয়া গ্রামের ঝিনাই নদীর তীরে নির্মিত হচ্ছে বিশ্বের দ্বিতীয় উঁচু মিনারের মসজিদ। ১৩ জুলাই ২০১৩ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের শেষ দিকে এর নির্মাণকাজ শেষ হবে।মসজিদের মিনারের উচ্চতা ৪৫১ ফুট(১৩৮ মিটার)। আর গম্বুজ থাকছে ২০১ টি। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদটি ১৫ বিঘা জমির উপর অবস্থিত।মুক্তিযোদ্ধা রফিকুল কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মানাধীন মসজিদের ছাদের মাঝখানে থাকবে প্রায় ৮১ ফুট উচ্চতার একটি গম্বুজ। এর চারিদিকে থাকবে ১৭ ফুট উচ্চতার ২০০ টি গম্বুজ। মূল মসজিদের চার কোণায় থাকবে ১০১ ফুট উচ্চতার চারটি মিনার। পাশাপাশি থাকবে ৮১ ফুট উচ্চতার আরও চারটি মিনার।১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ ফুট প্রস্থের দ্বিতল মসজিদটিতে একসাথে প্রায় ১৫,০০০ মুসুল্লি নামাজ আদায় করতে পারবে। দেয়ালের টাইলসে অঙ্কিত থাকবে ৩০ পারা পবিত্র কোরআান শরিফ।যেকেউ মসজিদে বসে বা দাড়িয়ে কোরআন শরিফ পড়তে পারবেন।
বিশ্বের সর্বোচ্চ মিনারটি মরক্কোর কাসাব্লাংকায় অবস্থিত দ্বিতীয় হাসান মসজিদে। এর উচ্চতা ৬৮৯ ফুট। তবে এটি ইটের তৈরী নয়। ভারতে দিল্লির কুতুব মিনার বিশ্বের সবচেয়ে উচু ইটের তৈরী মিনার। এর উচ্চতা ৭৩ মিটার বা ২৪০ ফুট।
সবাইকে আমাদের গোপালপুরের মসজিদ টি দেখার আমন্ত্রণ রইল।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


এত টাকা কোথা থেকে আসছে?

২| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১৯

সচেতনহ্যাপী বলেছেন: আমি গর্বিত, আপনার সাথেই।। আর এমনিতেও দেশকে নিয়ে গর্ব করার অনেক কিছুই আছে।।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:০৮

চাঁদগাজী বলেছেন:

"মুক্তিযোদ্ধা রফিকুল কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মানাধীন মসজিদের ছাদের মাঝখানে থাকবে প্রায় ৮১ ফুট উচ্চতার একটি গম্বুজ। "

-শতশত মুক্তিযোদ্ধা ভিক্ষা করেছে শুনলাম, এখানে ১০০ কোটী টাকা আসছে কোথা থেকে? নামায পড়ার জন্য তো তাজমহল গড়ার কথা নয়; ১০ হাজার গৃহহীনের গঘ হয়ে যেতো ১০০ কোটী টাকায়।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



-শতশত মুক্তিযোদ্ধা ভিক্ষা করেছে শুনলাম, এখানে ১০০ কোটী টাকা আসছে কোথা থেকে? নামায পড়ার জন্য তো তাজমহল গড়ার কথা নয়; ১০ হাজার গৃহহীনের ঘর হয়ে যেতো ১০০ কোটী টাকায়।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪

ধ্রুবক আলো বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.