নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি আমরা নিজেরা বদলে যাই,\nতবেই আমাদের সমাজ বদলাবে।

লাল মাহমুদ

লাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কবিতা লেখার ব্যর্থ প্রয়াশ---- " অবশেষে"

০৫ ই জুন, ২০১৭ রাত ১২:২৯

আসেনি ভোর কাটেনি অন্ধকার,
পায়নি মানুষ তার
স্বাধীনতার অধিকার।

দেখিয়েছিল স্বপ্ন যারা
সোনার বাংলা গড়ব মোরা।
ফিরিয়ে দেব অধিকার
স্বাধীনভাবে পথ চলার।

ফজরের আযানে সুরের সাথে
মিশে এলো আত্ম চিৎকার,
শিশু রাসেলও পায়নি রেহাই
সে রাতের বিভিষিকার।

সৈরতন্ত্র করিল গ্রাস
স্বপ্নবাজদের করে হতাশ!
" সৈরতন্ত্র নিপাক যাক
গণতন্ত্র মুক্তি পাক।"
অকাতরে বিলিয়ে প্রাণ
গণতন্ত্রের জয়গান।

উন্নয়নে ভাসিয়ে দেশ
ফুটল বোমা বাংলায় বেশ।
দূর্ণীতিতে বিশ্ব জয়
সেটাও আবার একবার নয়।

নেতা নেত্রীদের করে বেহুশ
ক্ষমতা নিল সিংহ পুরুষ।
দুই বছরের শাসন আমল
দূর্ণীতিবাজদের করল দমন।

বিচার পেল বাংলা স্থপতি
লক্ষ শহীদের পুত্র-নাতী।
কলংক কে করে দূর
বেজে ওঠে কন্ঠে সুমধুর,
আসিল ভোর কাটিল অন্ধকার
মানুষ পাবেই তার
স্বাধীনতার অধিকার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৭ রাত ১:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: " সৈরতন্ত্র নিপাক যাক
গণতন্ত্র মুক্তি পাক।"
অপেক্ষায় এমন শ্লোগানের স্বার্থকতার।।

০৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৫

লাল মাহমুদ বলেছেন: আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.