নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি আমরা নিজেরা বদলে যাই,\nতবেই আমাদের সমাজ বদলাবে।

লাল মাহমুদ

লাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসলাম লিখতে হবে বলে

২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪১

আচ্ছা আমি কেন লিখতে পরি না? কত জনে কত কি লেখে! কিন্তু আমি কোন বিষয় নিয়েই লিখতে পারি না! আচ্ছা যারা লেখালেখি করে, তাদের কি কোন আদালা বৈশিষ্ট্যে বা কৌশল আছে? যা আমরা নেই । তাহলে আমি কেন পারি না? নাকি আমি চেষ্টা করিনি! কত রাত খাতা কলম বালিশের পাশে রেখেই ঘুমিয়ে গেছি। কিছু না লিখতে পেরে। কত বিষয় নিয়ে কত ভাবে ভেবেছি, চিন্তা করেছি। কিছু লিখব বলে। কিন্তু যখনই লিখতে বসেছি তখনই মাথা ফাঁকা । আমার আর লেখা হয়ে উঠেনি।

ব্লগে আমি নিয়মিতই আসি,সবার লেখা পড়ি । আবার চলেও যাই। কারো কারো লেখায় মন্তব্য করব বলে লগ ইনও করি মাঝে মাঝে। কিন্তু কি মন্তব্য করব!! ভাবি মন্তব্য করলে সেটা আবার যদি গঠন মুলক না হয়। যদি কেউ কিছু ভেবে বসে। যদি সমালোচনা হয়। যদি কেউ আমার কথায় আঘাত পায়। তাই আর মন্তব্যও করা হয়নি।

তাই বলে কি কোন দিন, আমি কোন কিছুই লিখতে পারব না.......

না, এভাবে আর না। এবার আমি লিখব। যা মনে চায় লিখব। গল্প,কবিতা, নিবন্ধ, প্রবন্ধ , উপন্যাস। মানুষ হাসলে হাসুক, সমালোচনা করলে করুক তাতে আমার কি! আমি লিখব। আমি লিখব সমাজের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, ঘুষ দূর্নীতির বিরুদ্ধে, নারী নির্যাতন, ইভটিজিং এর বিরুদ্ধে, সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে, চোখের সামনে যা ঘটবে তাই লিখব। লিখতে আমকে হবেই,,,,,,,


মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫২

ভুয়া মফিজ বলেছেন: এবার আমি লিখব। যা মনে চায় লিখব। গল্প,কবিতা, নিবন্ধ, প্রবন্ধ , উপন্যাস। মানুষ হাসলে হাসুক, সমালোচনা করলে করুক তাতে আমার কি! আমি লিখব। এটাই হলো ব্যাপার। যা মনে আসে লিখুন। লেখক হয়ে তো কেউ জন্মায় না। লিখতে লিখতেই দেখবেন জড়তা কেটে গিয়েছে।

আর অন্যদের লিখা পড়ে মন্তব্যও করুন, যা মনে হয়। শুধু একটু খেয়াল রাখবেন, আপনার মন্তব্যে যেন কেউ আঘাত না পায়। সুস্থ্য, গঠনমূলক সমালোচনা সবসময়ই ভালো।

কবে পাচ্ছি আপনার লেখা? :)

২৭ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৩৬

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ "ভুয়া মফিজ " ভাই।
অনেক সময় হয় কি, একটা বিষয় নিয়ে অনেক কিছু ভাবি কিন্তু যখনই লিখব বলে ঠিক করি, আর কিছু মনে আসে না। এবার থেকে চেষ্টা করব লিখতে।

২| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৪

ভুয়া মফিজ বলেছেন: আপনি লিখতে পারেন না তাতো না। ২১টা পোষ্ট অলরেডি দিয়ে দিয়েছেন দেখলাম! :)

২৭ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৩৯

লাল মাহমুদ বলেছেন: গত প্রায় এক বছর কোন কিছুই লেখা হয় নি তো তাই আর কি,,,,
আবারও ধন্যবাদ প্রিয় ভুয়া মফিজ ভাই।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কমেন্টের উত্তর দিতে সবুজ তীরে ক্লিক করে উত্তর লিখুন :)

২৭ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:২৫

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার আর্কিওপটেরিক্স
আসলে আমি মোবাইল থেকে ব্লগ ভিজিট করি। তাই অনেক সময় ফুল ভার্সন কাজ করে না। এ জন্যই আগের মন্তব্যটির উত্তর ওরকম হয়েছে।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪২

মাহমুদুর রহমান বলেছেন: এই ব্লগে আপনি আপনার মনের ভাবনাগুলো প্রকাশ করুণ যে কোন ভাবেই।
তবে শালিনতা বজায় রেখে।

২৭ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:২৭

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার মাহমুদুর রহমান ভাই।
আমার ভাবনা গুলো যথাসম্ভব শালীনতা বজায় রেখেই প্রকাশ করার চেষ্টা করব।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১:২০

কিশোর মাইনু বলেছেন: মাথায় যা আসে তাই লিখবেন। যা জানেন তা লিখবেন। গঠনমূলক লেখা হতে হবে কথা নেই। ব্লগ জ্ঞানীগুণী, কবি-সাহিত্যিকদের জ্ঞান বিতরণের না শুধু। মনেনের ভাব প্রকাশের জন্য, কোন কিছু শেয়ার করার জন্য।
এটলিস্ট, আমি তাই মনে করি।

২৭ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:২৯

লাল মাহমুদ বলেছেন: কিশোর মইনু ভাই
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৩০

জগতারন বলেছেন:
প্রিয় ব্লগার লাল মাহমুদ আপনার প্রতি আমার আমার অভিমত ( put forward for consideration অথবা state or express indirectly); হলো মুখে বলবেন কম্পিউটারে লিখা হয়ে যাবে অর্থাৎ ভয়েচ টাইপ অপশন চালু করা শিখুন। কথা দিচ্ছি কাজে দিবে।
ভয়েচ টাইপ অপশন কিভাবে চালু করতে হয় ? যে কোন কম্পিউটার দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলেই কিছু টাকার মিনিময়ে শিখায়ে দিবে।
আমি ব্যাক্তি জীবনে পেশা (উড়োজাহাজ প্রযুক্তি) নিয়ে খুব ব্যাস্ত থাকি সবসময়েই কিন্তু লিখা-লিখি করতে চাই ! বর্নিত ধারনায় আমি খুব ভাল ফল পাচ্ছি।
আমার লিখা-লিখি আমার পেশাগত বিষয় নিয়ে লিখা। সামুতে এখনও প্রকাশ করি নি। জানি না ইহা কারও উপকারে আসবে কিনা তাই।

২৭ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৩৪

লাল মাহমুদ বলেছেন: প্রিয় ব্লগার জগতারন ভাই
ধন্যবাদ সুন্দর এবং প্রয়োজনীয় একটি বিষয় শেয়র করার জন্য। কিন্তু বিষয় হলো, আমি তো মোবাইল ঘেকে ব্লগের যাবতীয় কর্মকান্ড পটিচালনা করে থাকি। এক্ষেত্রে কি ভয়েস টাইপ কাজ করে? বিষয়টি আমার জানা নেই। জেনে নেওয়ার চেষ্টা করব,,,

৭| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: আলসেমি না করে প্রতিদিন কিছু না কিছু লিখুন।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৩

লাল মাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই হাসালেন আপনি,,,,
ইনশাআল্লাহ চেষ্টা করব লিখতে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৫

নীলপরি বলেছেন: লিখতে থাকুন ।

শুভকামনা

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৪

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপু
অনুপ্রাণিত হলাম।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রতিদিন লিখুন। আমরা পড়বো।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৫

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ইনশাআল্লাহ লিখব।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

হাবিব বলেছেন: ধন্যবাদ ফিরে আসার জন্য।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৬

লাল মাহমুদ বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ

১১| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৯

নতুন নকিব বলেছেন:



আবারও ফিরে আসায় স্বাগত।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৫

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ,,শুভেচ্ছা জানবেন,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.