নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি আমরা নিজেরা বদলে যাই,\nতবেই আমাদের সমাজ বদলাবে।

লাল মাহমুদ

লাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

অবসরপ্রাপ্ত শ্রদ্ধেয় শিক্ষকদের জন্য কি ধরনের বই উপহার দেওয়া যায়???

২৮ শে মে, ২০১৯ রাত ১০:৪৩

আসন্ন ঈদুল ফিতরে আমদের হাই স্কুল জীবনের বন্ধু - বান্ধবীদের নিয়ে খুব ছোট পরিসরে একটি পুনর্মিলনীর আয়েজন করতে যাচ্ছি। আমন্ত্রিত অতিথীদের মধ্যে আমাদের স্কুলের অবসর প্রাপ্ত কয়েকজন শিক্ষকও থাকবেন। সবার ইচ্ছা শ্রদ্ধেয় শিক্ষাকদেরকে এ উপলক্ষে কিছু একটা উপহার দেয়া। সর্বসম্মতিক্রমে বই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের উপহার হিসেবে কি ধরনের বই দিলে ভালো হবে এ ব্যাপারে আপনাদের উপদেশ এবং কিছু বইয়ের নাম দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৯ রাত ১০:৫৪

ভুয়া মফিজ বলেছেন: ধর্মীয় বই.....যেমন হাদিস উপহার দিতে পারেন।

২৮ শে মে, ২০১৯ রাত ১১:১২

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ,, ভুয়া মফিজ ভাই,,প্রথমেই সাড়া দেওয়ার জন্য। এটা আমরা প্রথমে ভেবে। কিন্তু কয়েকজন হিন্দু স্যার আসেন,, তাদের জন্য তাহলে কি করা যায়???

২| ২৮ শে মে, ২০১৯ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


উনাদের জন্য সবচেয়ে ভালো বই হলো, এনভেলাপের মধ্যে ক্যাশ টাকা দেয়া।

২৮ শে মে, ২০১৯ রাত ১১:১৬

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী আংকেল,,,
ক্যাশ টাকা দিলে আসলে মন্দ হয় না। এটা আমরা ভেবে দেখিনি। :D

৩| ২৮ শে মে, ২০১৯ রাত ১১:১৫

ভুয়া মফিজ বলেছেন: কয়েকজন হিন্দু স্যার আসেন উনাদেরকেও হিন্দুধর্মের উপর বই দিতে পারেন। :)

২৮ শে মে, ২০১৯ রাত ১১:১৭

লাল মাহমুদ বলেছেন: আবারও ধন্যবাদ, প্রিয় ভাই।

৪| ২৮ শে মে, ২০১৯ রাত ১১:২৬

ভুয়া মফিজ বলেছেন: গাজীভাই এর আইডিয়াও ভালো।

তবে, উনারা যেহেতু রিটায়ার করেছেন....অনুমান করি উনারা পুরানো আমলের শিক্ষক। আমি যতোদুর বুঝি, অভাব থাকলেও উনাদের আত্মসন্মানবোধ অত্যন্ত প্রখর হয়। কাজেই এককালের বিদ্যার্থীদের কাছ থেকে ক্যাশ পেলে উনারা আহত বোধ করতে পারেন। তাই সত্যিই ক্যাশ দিতে চাইলে দু'বার চিন্তা করবেন।

আজকালকার শিক্ষক হলে অবশ্য চোখ বন্ধ করে 'ক্যাশ' সমর্থন করতাম। ;)

২৯ শে মে, ২০১৯ সকাল ১১:৫৫

লাল মাহমুদ বলেছেন: হ্যা, তারা সবাই প্রবীণ শিক্ষক।তাদের মধ্যে দুজন আবার রীতিমতো সফলও। তাদের সন্তাদের ডাক্তা, ইন্জিনিয়ার বানিয়েছেন। টাকা পয়সার তাদের অভাব নাই বললেই চলে। আমরা তাদের সৌজন্য উপহার দিতে চাচ্ছি। এ জন্য বইটাই আমাদের প্রথম পছন্দ

ধন্যবাদ প্রিয় ভাই।

৫| ২৮ শে মে, ২০১৯ রাত ১১:২৯

মেমননীয় বলেছেন: তফসিরে ইবনে কাসির দিতে পারেন।

কোরানের কোন আয়াত কেন নাজিল হয়েছিল সেটা জেনে ওনাদের ভাল লাগবে।

২৯ শে মে, ২০১৯ সকাল ১১:৫৬

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ সুন্দর একটি বইয়ের নম দেওয়া জন্য। কৃতজ্ঞতা জানবেন।

৬| ২৮ শে মে, ২০১৯ রাত ১১:৫৬

মেহরাব হাসান খান বলেছেন: যিনি পড়তে ভালোবাসেন তাকে "মিসির আলি সমগ্র" দিন।
যার অভাব তাকে ক্যাশ দিন,যার পোশাক দরকার তাকে পাঞ্জাবি দিন!

২৯ শে মে, ২০১৯ সকাল ১১:৫৭

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ মেহরাব হাসান খান ভাই।
আমরা বইটাকেই প্রাধান্য দিতে চাচ্ছি।

৭| ২৯ শে মে, ২০১৯ ভোর ৬:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গুরুজনদেরকে ধর্মীয় বই দিতে পারেন।
সব ধর্মের বই আছে।
হিন্দু স্যারদের মহাভারত, গীত, রামায়ন দিতে পারেন।
আমি সব ধর্মের মানুষকেই শ্রদ্ধা করি।

২৯ শে মে, ২০১৯ সকাল ১১:৫৯

লাল মাহমুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই।

৮| ২৯ শে মে, ২০১৯ সকাল ৯:০৩

জুন বলেছেন: বই না, রিটায়ার্ড শিক্ষক যেহেতু হয়তো তাদের কাছে টাকাই মুল্যবান। যদি না তাদের কোচিং সেন্টার থাকে। প্রাইজ বন্ড বা এই ধরনের উপহার চেক দেয়াটাই সাজেষ্ট করবো।

২৯ শে মে, ২০১৯ দুপুর ১২:০৩

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ, প্রিয় জুন আপু।
আমদের অবসরপ্রাপ্ত গুরুজনেরা প্রায় সবাই আর্থিক ভাবে সচ্ছল। এক্ষেত্রে মনে অর্থ দেয়াটা একটু অন্যরকম মনে হতে পারে।

৯| ২৯ শে মে, ২০১৯ দুপুর ১:১৭

মৃত্যু হবে একদিন বলেছেন: ১। বি স্মার্ট উইথ মুহাম্মাদ (শিশু মুহাম্মাদ, কিশোর মুহাম্মাদ এবং নবুয়তের আগের যুবক মুহাম্মাদ সাঃ এর জীবনী)
২।এরদোয়ানঃ দ্যা চেঞ্জ মেকার
৩।প্যারাডক্সিক্যাল সাজিদ
৪।মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম
৪। দ্যা রিভার্টসঃ ফিরে আসার গল্প (১৩ জন ভিন্ন ধর্মালম্বীমানুষের ফিরে আসার কাহিনী)
৫। বন্ধন
৬। হালাল বিনোদন
৭।রিভাইভ ইয়োর হার্ট
৮। বিয়ে
৯। ডেসটিনি ডিজরাপ্টেড (ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস)
১০। সানজাক-ই উসমান
১১। আতাতুর্ক থেকে এরদোয়ান (বদলে যাওয়া তুরস্কের ১০০ বছর)
১২। Paradoxical Sajid
১৩। অ্যা লেটার টু অ্যাথিইস্ট
১৪। বাতিঘর
১৫। ইসলাম সভ্যতার শেষ ঠিকানা
১৬। গুড প্যারেন্টিংঃ সন্তান প্রতিপালনে সফল হওয়ার উপায়
১৭। দুআ বিশ্বাসীদের হাতিয়ার (দুআর মর্যাদা, নিয়ম এবং কবুলের আদবকেতার প্রামাণ্য গ্রন্থ)
১৮। সাইন্স অব দাওয়াহ
১৯। মুসলিম চরিত্র
২০। রোহিঙ্গা গণহত্যা কাঠগড়ায় সু চি
২১। নাফ নদীর ওপারে (রোহিঙ্গা জাতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ)
যোগাযোগ

২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ,,,কষ্ট করে এতো বড় একটা তালিকা দেওয়া জন্য। সবগুলো বই ই প্রায় মান সম্মত।

১০| ২৯ শে মে, ২০১৯ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: আত্মজীবনী টাইপ দিতে পারেন।

২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

লাল মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ নুর ভাই।

১১| ২৯ শে মে, ২০১৯ দুপুর ২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধর্মীয় বইই বেস্ট উপহার। হিন্দুদের হিন্দু ধর্মজাতীয় বই

২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১০

লাল মাহমুদ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন কাজী ফাতেমা ছবি আপু।
আমার কাছেও সবসময় ই মনে হয় বইই বেস্ট উপহার। সেটা যেকোন বইই হোক না কেন।

১২| ২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:



উনাদের কিছু দেয়া উচিত হবে না; উনারা আপনাকে ঘোড়ার ডিম শিখায়েছে, যে কারণে আপনি উনাদের কি দিতে হবে, সেটাও জানেন না। উনাদেরকে ঘোড়ার দিম দেয়া ঠিক হবে।

২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

লাল মাহমুদ বলেছেন: যর্থাথই বলেছেন আংকেল।
আমরা প্রশ্নফাঁস জেনারেশনের পোলাপাইন তো, তাই আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। তবে ঃোড়ার ডিমের বিষয়টা মজা লেগেছে অনেক।
তো, বংকেল আপনার কাছে কি ঘোড়ার ডিম সংরক্ষিত আছে? থাকলে জানাবেন প্লিজ। হা হা হা,,,,

১৩| ২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:৫০

জাহিদ অনিক বলেছেন:

চাঁদগাজী বলেছেন:



উনাদের কিছু দেয়া উচিত হবে না; উনারা আপনাকে ঘোড়ার ডিম শিখায়েছে, যে কারণে আপনি উনাদের কি দিতে হবে, সেটাও জানেন না। উনাদেরকে ঘোড়ার দিম দেয়া ঠিক হবে।




এপিক!

২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

লাল মাহমুদ বলেছেন: জাহিদ অনিক ভাই অশেষ ধন্যবাদ

১৪| ২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগ ব্লগার বলেছেন, "ধর্মীয় বই " দিতে; মনে হচ্ছে, আপনার শিক্ষকেরা এসব ব্লগারদের চেয়ে ধর্ম কম বুঝেন, উনাদেরকে আবার নতুন করে ধর্ম শিখতে হবে! ব্লগে পিগমীদের সংখ্যাই বেশী।

২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

লাল মাহমুদ বলেছেন: সব সময়ের সেরা উপহার বই। সেটা সাহিত্য ধর্মীয় যাই হোক না কেন! আর যেহেতু গুরুজনদের ব্যাপার তাই সবাই ধর্মীয় বইকেই প্রাধান্য দিয়েছে এটাই স্বাভাবিক। এটা আমার কাছে ভালোই মনে হয়েছে।

১৫| ২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

আরইউ বলেছেন: আপনার শিক্ষকদের ভালোলাগা-পছন্দ-অপছন্দ আপনার চেয়ে বেশি ভালো এ ব্লগে কেউ জানে বলে মনে হয়না। তাহলে তারা কী করে আপনাকে ভালো পরামর্শ দেবে?

২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:১২

লাল মাহমুদ বলেছেন: হ্যা ভাই আরইউ,, আপনার মন্তব্যটি যথার্থই বটে। কিন্তু আমার ধারনা হলো, দশ জনে দশটি আইডিয়া দিলে তার মধ্যে দু একটা হয়তো ভিন্নতর হতে পারে। যা প্রচলিত থেকে একটু আলাদা। এই যেমন ধরেন গাজী আংকেল বলেছেন ঘোড়ার ডিম দেওয়ার জন্য। এটা একটা নতুন আইডিয়া নাহ!!!! হা হা হা

১৬| ২৯ শে মে, ২০১৯ রাত ১১:৩৩

নাসির ইয়ামান বলেছেন: হুবহু পোস্ট আমি ফেবুতেও দেখেছি! �

তুমিই কি সেই,যে ফেসবুকেও অনুরূপ পোস্ট দিয়েছো!

চাদগাজী সাব ঠিক্কইচে,,আবাল আর "পিগমিতে" ব্লগপাড়া ভরে যাচ্ছে!

৩০ শে মে, ২০১৯ রাত ১২:৩১

লাল মাহমুদ বলেছেন: জ্বে না,, আমি ফেসবুকে কোনো পোষ্ট প্রসব করি নাই।
তবে আন্নে ফেসবুকের লিংকটা যদি একটু দিতাইন,, আমি তারে আমার এই বলগের লিংকটা দিতাম। তার অনেক উপকার হইতো।
ধন্যবাদ নাসির ইয়ামান ভাই।

১৭| ২৯ শে মে, ২০১৯ রাত ১১:৪৭

সুমন কর বলেছেন: বই।

৩০ শে মে, ২০১৯ রাত ১২:৩১

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ সুমন কর

১৮| ৩০ শে মে, ২০১৯ রাত ১:০২

আবদ্ধ বলেছেন: আপনার স্যারদের কে জাতরা'র নায়িকা উপহার দেন।আমার মনে হয়,উনারা শিক্ষকতার চেয়ে জাতরার অভিনেতা হিসেবে ভালো অভিজ্ঞ ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.