নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

চিন্তাড়ি সিরিজ-১

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

চিন্তাড়ি সিরিজ-১
লুৎফুর রহমান

বলছি তোমায় ভ্রষ্ট পথিক
পরগাছা ক্যান হও তুমি
তারচে' বনোফুলটা দামি
একটু ভেবে কও তুমি।

শীতের পাখি শীতেই আসে
কিন্তু দেখো টুনটুনি
বারোমাসের এই পাখিটা
সবদা করে গুণগুণি।

কাকটা যদি ময়ূর সাজে
বদলাবে তার স্বর কি
নাকি তোমার উপর ভূতে
করছে আহা ভর কি?

কিংবা পড়ো কালের নামা
পাইছে কারা করতালি
তেলমারা ওই ভাইসাবেরা
করছে দেখো হরতাল-ই।

তাও পড়োনা জানবে কেমন
নিজেই নিজের মঞ্চতে
নাওটা বাওয়া সহজ নাকি
চড়ছো তুমি লঞ্চতে?

শুদ্ধ মানুষ শুদ্ধ বিবেক
আসে কেবল চর্চাতে
সাধনাতে সাধকটা হয়
সময়-জ্ঞান খরচা তে।

নিউটনেরই গতি বুঝো
পীথাগোরাস জ্যামিতি
ধুত্তুরি ভাই ভাবলে এমন
দিবে তোমার ম্যাম ইতি।

মানুষ নামের সন্ধি বুঝো
বুঝলে পশু ভাগাও রে
শরীরে নয় অন্তরে ভাই
খোশবু আতর লাগাও রে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

আমি মিন্টু বলেছেন: খুব ভালো লাগল :)

২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন:
মানুষ নামের সন্ধি বুঝো
বুঝলে পশু ভাগাও রে
শরীরে নয় অন্তরে ভাই
খোশবু আতর লাগাও রে।


,,,,,,,,,,,,সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.