নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

পরবাসির পুঁথি

৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:২১

পরবাসির পুঁথি
লুৎফুর রহমান
শুনেন শুনেন পরবাসি শুনেন দিয়া মন
পরবাসিদের কথা এখন করিবো বর্ণন
আমরা প্রবাস থাকি
আমরা প্রবাস থাকি স্বপ্ন আঁকি বুকের মাঝে তাই
মা মাটি দেশ থাকুক সুখে এটা কেবল চাই
হলাম দেশান্তরি
হলাম দেশান্তরি দেশের লাগি দেশটা থাকে বুকে
সাত সাগরের ওপারে চাই দেশটা থাকুক সুখে
আমরা সকলজনে
আমরা সকলজনে মনে মনে এই কথাটা ভাবী
সুখে থাকুক মা আমারই একটা কেবল দাবি
তবু ব্যথা লাগে
তবু ব্যথা লাগে বিবেক জাগে পেপার টিভি খুলে
লাশের খেলা দেখে সবাই কপালে চোখ তুলে
তবু আশা রাখি
তবু আশা রাখি চেয়ে থাকি সুখের দিনের লাগি
দেশ ও দশের সুখের লাগি আমরা হলাম ত্যাগি
কতো বোশেখ গেলো
কতো বোশেখ গেলো বছর এলো পরদেশেতে ভাই
মায়ের হাতের রান্না খাবার কপাল যেন নাই
মনে দেশের ছবি
মনে দেশের ছবি দেখি সব ই অনুভবের মাঝে
দেশটারে ভাই যায় না ভুলা হাজার রকম কাজে
দেশ মা ভালো থেকো
দেশ মা ভালো থেকো মনে রেখো আমাদেরও তাই
তোমার বদন মলিন গো মা আমরা যে না চাই
তোমার পরশ পেলে
তোমার পরশ পেলে পাখা মেলে মরণ যেন হয়
মরার পরে খোকা যেন তোমার কোলে রয়
আমার সোনার দেশে
আমার সোনার দেশে হেসে হেসে মরণ আমার হলে
রেখো গো মা পরের জনম তোমার চরণ তলে
আমার সোনার দেশে
আমার সোনার দেশে
আমার সোনার দেশে হেসে হেসে মরণ আমার হলে
রেখো গো মা পরের জনম তোমার চরণ তলে
আমার সোনার দেশে

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৪

সিনবাদ জাহাজি বলেছেন: ভালো হয়েছে
অনেক শুভকামনা প্রবাসিদের জন্য

২| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: প্রবাস জীবন মনে হয় আসলেই কষ্টের।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০২

সালমান মাহফুজ বলেছেন: ভালো লাগা রইল পুঁথিতে ।

৪| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:০৯

ভবঘুরে যাত্রি বলেছেন: +++

৫| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:২৭

মোসতাকিম রাহী বলেছেন:
গত বইমেলায় প্রকাশিত তোমার ছড়াগ্রন্থ থেকে মাঝে মাঝে পোস্ট কোরো।
ভালো থাক।

৬| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:২৭

মোসতাকিম রাহী বলেছেন:
গত বইমেলায় প্রকাশিত তোমার ছড়াগ্রন্থ থেকে মাঝে মাঝে পোস্ট কোরো।
ভালো থাক।

৭| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:২২

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

৮| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩১

আজীব ০০৭ বলেছেন: +++

৯| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.