নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

ভণ্ড নামা

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

ভণ্ড নামা
লুৎফুর রহমান

ভণ্ডামি হয় লাশটা নিয়ে এবং সুখের উল্লাসে
খুন করে ফের ভণ্ড বাবা দিতে আসে ফুল লাশে
ভণ্ডবাবার ভণ্ডামি হয় পূণ্য কোন উৎসবে
ভাল কাজে ভণ্ড আবার খুঁজতে থাকে খুঁত সবে।

ভণ্ড জানে মন্দ ভালো স্বার্থ লোভে ভজতে সব
অন্ধসকল ভক্ত জানে তার পিরিতে মজতে সব।

ভণ্ড আছে ধর্মগুরু দেশের সকল 'কর্ণারে'
শিক্ষাগুরু ভণ্ড বলে হয় যে দিতে ধর্ণারে
ভণ্ড থাকে মনের ভেতর একলা মনের গল্লিতে
ভণ্ড মনের প্রকাশও হয় শহর-নগর পল্লিতে।

মুখের কথা বুকের কথা হয় না যদি সম্মিলন
ভণ্ড নামার সাথে বলেন হয় কী তবে কম মিলন?
ভণ্ডামি সব মনের থেকে দাও সবে তাই দূর করে
কারণ এখন মানুষ চালাক নয়তো তারা মূর্খরে।


ভণ্ড তুমি ভণ্ড আমি ভালো লোকের লেবাসে
কারণ জানি ভণ্ডটারে ভাল আবার কে বাসে?
এই সমাজে নানারূপে আমরা হলাম ভণ্ড সব
ফায়দা নিতে সমাজটারে করছি শুধু খণ্ড সব।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: সব কিছু ভণ্ডের দখলে :(

২| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: দারুন সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.