নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খের রাজ্যে রাজা নয়,জ্ঞানীর রাজ্যে ভৃত্য হয়ে বাঁচতে চাই।জ্ঞান সমুদ্রে অামি এক জ্ঞানের কাঙ্গাল।এই সমুদ্রে বাঁচলে প্রশান্তি অার মৃত্যুতে মানব জীবন ধন্য।

অাব্দুল্লাহ অাল কাফি

সত্য সন্ধানী ও এক জ্ঞান পাগল

অাব্দুল্লাহ অাল কাফি › বিস্তারিত পোস্টঃ

সহানুভূতি নয়,খুঁজি অাত্মনির্ভরতার পথ

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৩

খালেদার কথায় অালাদা
হাসিনার কথায় ঠিক
চাউলের কেজি চল্লিশ টাকা নাগে
ফকিরে না পায়ছে ভিখ।।
......................................................
সংগ্রামী সৈয়দপুর উপজেলাবাসী অাসসালামু অালাইকুম....


এ রকম স্লোগান ছিল অামার এলাকার অাওয়ামীলীগের পক্ষে নির্বাচনী প্রচারনার অংশ।তখন বি এন পি জামাত সরকারের ক্রান্তিকাল।ক্ষমতায় অার কত দিন টিকে থাকা যায় এই চিন্তায় ঐ সরকারের শীষ থেকে ধান ঝরে পড়ার অবস্থা।
স্লোগানটা মনে পড়ে গেল দোকানদারের মুখে চালের দাম শোনার পর।চালের দাম শুনে মাথার অাকাশ গুরুম অবস্থা।স্ট্যান্ডার কোয়ালিটির চাল চল্লিশের ঊর্ধে।বেস্ট কোয়ালিটি পঞ্চাশ ছুই ছুই।খবরে প্রকাশ সরকার নিম্ন অায়ের মানুষের জন্য দশ টাকা দামে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।সেখানেও নাকি প্রভাবশালীরা গরিবের হক মেরে গালে চপেটাঘাত করে সে চাল অাত্ত্বসাতে মেতেছে।

গ্রামের নিম্নবিত্ত কৃষক শ্রেণী শরীরের রক্ত পানি করে উৎপাদিত ধান পানির দামে বিক্রি করে দশ টাকার চাল খেয়ে কতটুকু সন্তুষ্ট হবে তা প্রশ্নেই থেকে যায়।
কারন গরু মেরে জুতো দানে ভুক্তভূগীকে কখনো মানবিক প্রশান্তি দিতে পারে না।

সন্ধেহ হয় নিম্ন অায়ের মানুষেরা অাদৌ দশ টাকা কেজি দরে চাল কিনে তিন বেলা খেয়ে প্রশান্তির ঢেকুর তুলতে পারবে কিনা। তবে অামরা অাশাবাদী। সাধুবাদ সরকারকে এই সহানুভূতিশীল পদক্ষেপেরর জন্য।

কিন্তু সবস্থানেই ভুক্তভূগি মধ্যবিত্ত শ্রেণী। যারা চক্ষু লজ্জার ভয়ে দাড়াতে পারে না চাল নিতে দীর্ঘ লাইনে।নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে যাদের বার বার তাকাতে হয় বুক পকেটের দিকে।তাদের নয়নের কোনে জমে থাকা শোকাশ্রু মিলিয়ে যায় তপ্ত বাতাসে। তাদের দুঃখ কষ্ট বিধাতা ব্যতিত লোক ও সমাজের লোকলজ্জার ভয়ে পর্দার অন্তরালেই থেকে যায়।


দিন যায় রাত অাসে
সরকার যায় সরকার অাসে।
মধ্যবিত্তের দুঃখ কষ্ট
অগোচরেই উঠে নামে।
এই অদৃষ্টের লিখন
যায় না তো করা খন্ডন।


অামার অন্তর কর্ণে ধ্বনিত হচ্ছে অাগামী নির্বাচনের নির্বাচনী স্লোগান। অাগামীতে স্লোগান এমনও হতে পারেঃ
হাসিনা অাছিলো বেঠিক
খালেদার হইলো সঠিক
চাউলের কেজি পঞ্চাশ টাকা লাগে
মধ্যবিত্তগুলা না করির পারেছে ভিখ।।

তাই সরকারের নীতি নির্ধারকদের উচিৎ হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য এমন বাজেট প্রনয়ন যা তাদের জীবন মান উন্নয়নে ও তাদের অার্থিক সচ্ছলতা দানে অবদান রাখবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: Right you post

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ @উন্মুক্ত আঙ্গিনা।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:০৪

অর্ধ চন্দ্র বলেছেন: পূর্বের স্লোগানে " বিত্ত " উল্লেখ উচ্চারিত হয়নি! বর্তমানের বিত্তদের নিন্মদের জন্য অতপ্রকার শব্দ উচ্চারিত হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ বিদ্যমান।
লেখক সরকারের জন্য সময়োপযোগী সতর্কীকরণ চিহ্নিত করেছেন। ধন্যবাদ

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ @অর্ধ চন্দ্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.