নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খের রাজ্যে রাজা নয়,জ্ঞানীর রাজ্যে ভৃত্য হয়ে বাঁচতে চাই।জ্ঞান সমুদ্রে অামি এক জ্ঞানের কাঙ্গাল।এই সমুদ্রে বাঁচলে প্রশান্তি অার মৃত্যুতে মানব জীবন ধন্য।

অাব্দুল্লাহ অাল কাফি

সত্য সন্ধানী ও এক জ্ঞান পাগল

অাব্দুল্লাহ অাল কাফি › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ গ্রাম ঘুরে এসে

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১২

গ্রাম ঘুরে এসে ক্যামেরায় সংগ্রহ বেশ কিছু ছবি।আশা করি সামান্য হলেও গ্রামের স্মৃতি মনে করিয়ে দিবে আপনাদের।

সনাতন পদ্ধতিতে পিঁড়িতে চলছে ধান মাড়াইয়ের কাজ।




মাচায় ধান সংগ্রহে ব্যস্ত এক গৃহবধু।



সহযোগীতায় পিছিয়ে নেই শিশুরাও।



মাড়াই শেষে চলছে ধুলি,ময়লা,আবর্জনা পরিষ্কারকরণ।



বস্তা হাতে চলছে বাতাসকরণ।



খড় স্তুপকরনে ব্যস্ত সময় পার করছে কয়েকজন কৃষক।



ধুলো-মাটিমাখা হাস্যজ্জল কয়েকটি শিশুর আবদার পুরন।




শিশুদের দূরন্তপনা।



জ্বালানির জন্য শুকনো পাতা সংগ্রহ শেষে বধূর গৃহ অভিমুখে গমন।


১০
সন্ধ্যায় তোলা উদিত চন্দ্র ও লাউ-শাখা।


১১
পুকুর পাড়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ইউক্যালিপটাসের সারি।


১২
চলছে বিয়ারিং ঢেলা গাড়ি।


১৩
শীতে গ্রামীন মানুষ মজেছে কবি গানের আসরে।

মন্তব্য ৬২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৭

জাহিদ হাসান বলেছেন: :) :)

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ধন্যবাদ @জাহিদ হাসান দুটো ক্লোজআপ মার্কা হাসির জন্য।ভালো থাকবেন।।

২| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:


আমার দেখা মতে সামুতে, আপনি বাংলার জীবনীশক্তিকে তুলে ধরেছেন! আপনি জনতার ফটোগ্রাফার।

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: জীবনীশক্তিকে তুলে ধরার ব্লগে এটি প্রথম প্রয়াস।ভালোমন্দের মানদণ্ড আপনাদের হাতে।প্রশ্রয় দিলে আরও ভালো কিছু তুলে ধরার প্রচেষ্টা থাকবে।আপনার মন্তব্যে অনুপ্রানিত।শুভ কামনা রইলো।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: শুধু বলবো চিরন্তন বাংলার ছবিই দেখলাম।।

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: হ্যা।সত্যি তাই।
গ্রামকে তুলে ধরার চেষ্টা করেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ @সচেতনহ্যাপী।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেকদিন গ্রাম দেখিনি :( আপনার ছবিগুলো দেখে মনটা জুড়িয়ে গেল। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনাদের পজেটিভ মন্তব্য পেলে নতুন কিছু গ্রামীন ফটো নিয়ে পুনরায় হাজির হওয়ার চেষ্টা কবর।সে দিন হয়তোবা বিচিত্র কিছু উপহার থাকবে আপনাদের জন্য।ভালো থাকবেন।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আমার এমন গ্রামীন ছবি খুব ভালো লাগে, এসব ছবি দেখলে ইচ্ছে করে এখনি ঘর ছাড়তে

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: : ঘর না ছেড়েই আপনার ছবিব্লগে আমি মুগ্ধ।
আপনার অনিন্দ্যসুন্দর ব্লগ দেখে অাপ্লুত।
আনুপ্রেরনায় তাই যুক্ত হলো প্রথম ছবি ব্লগ।
আশা করি সঙ্গ পাব @সাদা মনের মানুষ।
ভাল থাকবেন, অহর্নিশ।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন:

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার আতিথ্যে পরমাত্মা প্রশান্তি পেল।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৯

ওমেরা বলেছেন: খুব সুন্দর !!

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: মন্তব্যে ধন্য।শুভ কামনা....

৮| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১১

মোস্তফা সোহেল বলেছেন: ১০ নং ছবিটা বেশি ভাল লেগেছে।

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।ভালো থাকবেন @মোস্তফা সোহেল।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আগামীতে আরও সুন্দর পোষ্ট দেয়ার প্রচেষ্টা থাকবে।মন্তব্যে কৃতজ্ঞ।

১০| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একেবারে মাটির কাছাকাছি কিছু ছবি দেখলাম।

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সবাই তো মাটির মানুষ।
ছবিগুলো তাই একাত্ব হয়ে মাটিতে হামাগুড়ি দিচ্ছে।
গাইছে মাটির গান।
মন্তব্যে আপ্লুত।
ধন্যবাদ।

১১| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫

খসরুল আলম বলেছেন: আমার গ্রামকে মিস করছি :((

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: অবসর পেলে ঘুরে আসুন গ্রাম থেকে।আশা করি ভালো লাগবে @খসরুল আলম।

১২| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

জনৈক অচম ভুত বলেছেন: সাধারণের জীবনের অসাধারণ সব গল্প যেন একেকটা ছবি।
মুগ্ধতা।

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার মুগ্ধতায় খুশি হলাম @জনৈক অচম ভুত।

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

জাহিদ অনিক বলেছেন:
সুন্দর গ্রাম বাংলার ছবি। কয়েক দিনের মধ্যেই গ্রামে যেতে হতে পারে।
আগাম দেখে নিলাম।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: হ্যা,
সময় পেলে ঘুরে আসুন গ্রাম থেকে।
আশা করি ছায়া সুনিবির পাখির কলরবে মুখরিত মায়া মাখা
গ্রাম হৃদমাজারে প্রশান্তির পরশ বিলিয়ে দিবে।

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

আহমেদ জী এস বলেছেন: অাব্দুল্লাহ অাল কাফি ,




নষ্টালজিক !
ধান মাড়াই , পা দিয়ে ধানগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলা , গাছ থেকে লাফ দিয়ে খড়ের গাদায় পড়ে গড়াগড়ি আর গা চুলকানো ।
পুরোটাই নষ্টালজিক ! পুরনো দিনের হাওয়া দিয়ে গেলেন ।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: খড়ের গাদায় পড়ে গড়াগড়ি আর গা চুলকানো।
স্নানের সময় কান্নাকাটি।
তারপর মায়ের বকুনি।
হা হা হা....
আপনি তো দেখছি খাঁটি গেঁয়ো লোক @আহমেদ জী এস
আসেন ভাই কোলাকুলি করি।

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

কাতিআশা বলেছেন: খুব সুন্দর ছবিগুলো!...গ্রামে ফিরে যেতে ইচ্ছে করছে....

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: অবশ্যই @কাতিআশা।পারলে ঘুরে আসুন গ্রাম থেকে।ভাল লাগবে আশা করি।

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: চির চেনা গানটা স্মরন করে দিলেন @রূপক বিধৌত সাধু।

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই বাংলাকে মেইনষ্ট্রীম মিডিয়া পাশেই সরিয়ে রেখেছে যুগ যুগ!!!!

আরেপিত সংস্কৃতিতে সয়লাব নাটক সিনেমা! হায়
শেকড়ে ফিরলেই মুক্তি কবে বুঝবে -বিত্ত আর ক্ষমতাশালীরা!

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৪১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: শহুরে সংস্কৃতির অহম্পূর্বিকার দরুন পল্লী অহোরাত্র পশ্চাৎপদ।
ক্ষমতাশীলদের ক্ষমা ইতিহাস কি আদৌ করবে?

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

জুন বলেছেন: চিরন্তন গ্রাম বাংলার ছবি । অনেক ভালোলাগা রইলো ।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২২

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: মনহরী কমেন্টে আপ্লুত।
আগামীতে আপনার সঙ্গ প্রত্যাশী।

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

তারেক ফাহিম বলেছেন: গ্রাম বাংলার ছবি দেখে মুগ্ধতা ++

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৭

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার মুগ্ধতার বিভূষণে বিমুগ্ধ।
শুভ কামনা.....

২০| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: চমৎকার গ্রাম বাংলার ছবি।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বিশেষ কৃতজ্ঞতা।
চমৎকার মন্তব্যে।
ভালো থাকবেন।

২১| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: গ্রামীণ বিষয়কে তুলে ধরারা জন্য ধন্যবাদ।।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: এ প্রচেষ্টা আগামীতে অব্যাহত থাকবে।
আপনার মত শুভানুধ্যায়ীর সঙ্গ প্রত্যাশী।
শুভাশিষ...

২২| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭

আখেনাটেন বলেছেন: অাবহমান গ্রামবাংলা। আমাদের শিকড়।

চমৎকার।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: শিকড় থেকে শিখরে উঠে শহরকেন্দ্রিক জীবন যাত্রায় অনেকেই গ্রামকে ভুলে যায় @আখেনাটেন।

চমৎকারে পুলকিত।
ভালো থাকবেন।
শুভ কামনা।

২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩১

সোহানী বলেছেন: অসম্ভব ভালো লাগলো। এখনো কি মেশিন ছাড়া ধানা ভাঙ্গা হয়?

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: হ্যা,
মেশিনে আবর্জনা বেশি হওয়ায় অনেকেই পিঁড়িতেই কাজ সারে।
আর সব গ্রামে এখনো মেশিন পৌছায় নি।
ভালো লেগেছে জেনে আপ্লুত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগল।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: শুভদ মন্তব্যে কৃতজ্ঞ।ভালো লেগেছে জেনে খুশি হলাম।

২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অসাধারণ

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৭

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ @সামিউল ইসলাম বাবু

২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৩

মলাসইলমুইনা বলেছেন: গ্রামীণ জীবনের সুন্দর ফটোগুলো খুব ভালো লাগলো | সাতনং ফটোটা খুব ভালো লাগলো |এতো ঝামেলার মধ্যেও যে নানা কারণে, উৎসবে দেশে বাচ্চাদের হাসি আসার মত ঘটনা ঘটে সেটাই দেখে বেশি ভালো লাগলো |

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪২

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ধন্যবাদ @নাইমুল ইসলাম ভাই।
ভালো লেগেছে জেনে খুশি হলাম।
এক দল শিশুর নির্মল,নিষ্পাপ হাসি আসলে ভালো লাগারই
কথা।শুভ কামনা...

২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ জী এস বলেছেন: অাব্দুল্লাহ অাল কাফি ,



প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
না হে , খাঁটি গেঁয়ো লোক হয়ে ওঠা উঠলোনা কখনও ! যদিও গ্রামের মাঠ-ঘাট-কাদা-মাটি ভালোবাসি খুব । ঐ স্মৃতি স্কুলের ছুটিতে গ্রামে দাদা ও নানা বাড়ীর । গ্রামে গেলে পোলাপান ঘিরে থাকতো লেজে লেজে । চুলকে দিতো পিঠ । নদীর চরে গেড়ে গেলে টেনে তুলে কাদা মুছে দিত । সব রকমের শয়তানীতে মদদ জোগাতো । হা করে তাকিয়ে দেখতো শয়তানীতে তাদের চেয়েও কম যায়না শহুরে ছেলে ।
আসলেই সে সব একটা দিন ছিলো !

কোলাকুলি সেরে রাখলুম ।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: মননে আপনি গ্রামকে স্থান দিয়েছেন, ভালোবেসেছেন তাকে মিস করেন; তাতেই আমি বিমুগ্ধ।
মন্তব্যে আপ্লুত @আহমেদ জী এস ভাই।

২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: একেবারে গ্রাম্য ছবি। মনে হয় গ্রামে হাটছি।

আরও সুন্দর ছবি আশা করি।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: গ্রাম্য আস্বাদ দিতে পেরে আহ্লাদে আটখানা।
চেষ্টা থাকবে নতুনত্বে।
প্রেরনা যোগ করলেন @মাইদুল ভাই

২৯| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৪

নূর-ই-হাফসা বলেছেন: সবগুলো ছবি অনেক সুন্দর

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ধন্যবাদ @নূর-ই-হাফসা।
পজেটিভ মন্তব্য মনে নতুন ছবি ব্লগের উসকানি দিচ্ছে।
প্রত্যাশা আপনাদের সঙ্গ পাব।

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪

পার্থ তালুকদার বলেছেন: গ্রামীণ ছবি ! সুন্দর ।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ধন্যবাদ @ পার্থ তালুকদার।

৩১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩

আটলান্টিক বলেছেন: দেরি করে ফেললাম।
ছবিগুলো চমৎকার তুলেছেন।
পোষ্টে প্লাস দিসি।

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বিলম্ব হলেও ব্লগে মন্তব্য করেছেন দেখে আমি চরম অনন্দিত,আহ্লাদে আটখানা।আপ্লুত বটে।
শুভেচ্ছা নিরন্তর....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.