নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খের রাজ্যে রাজা নয়,জ্ঞানীর রাজ্যে ভৃত্য হয়ে বাঁচতে চাই।জ্ঞান সমুদ্রে অামি এক জ্ঞানের কাঙ্গাল।এই সমুদ্রে বাঁচলে প্রশান্তি অার মৃত্যুতে মানব জীবন ধন্য।

অাব্দুল্লাহ অাল কাফি

সত্য সন্ধানী ও এক জ্ঞান পাগল

অাব্দুল্লাহ অাল কাফি › বিস্তারিত পোস্টঃ

সনেট

১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৩




সুরা ইখলাস

বাংলা অনুবাদঃ

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১.বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।
২.আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।
৩.তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।
৪.আর তাঁর কোন সমকক্ষও নেই।


সনেট

পরম করুণাধারী দয়ার সাগর
অনুকম্পায় ক্ষমার্হ পাপী যতসব
তোমা নাম যপে শুরু হে অবিনশ্বর
হৃদে তুমি বিনা সত্ত্বা নাহি অনুভব।
বলি হে অনন্ত অসীম আল্লাহ তুমি
কেহ তুল্য নাহি যেথা একক সহিত
ভরসা,মুখাপেক্ষী নও তব,না নমি
জীব অবলম্বন মিথ,বিভু ব্যতীত ।

অাদি হতে অদ্যবধি বাধি বিনে মায়া
তাঁর দ্বারা হয় নাই জীবৎ ভূমিষ্ট
নাইতো জন্মে দাবি,হিতৈষী কোন জায়া
দরদে মাধুরী ঢালিছে যেথা সুমিষ্ট ।
ন আছে সৃজন পরাক্রম সমকক্ষ
জগত দৃষ্টে ফিরে শ্রান্ত লোচন অক্ষ।


♦ছন্দঃ অক্ষরবৃত্ত
♦অন্তমিলঃ কখকখগঘগঘ ঙচঙচছছ
♦মাত্রাঃ ৮+৬
♦কবিতা প্রকৃতিঃ সনেট

চরন অর্থঃ
পরম দয়াশীল দয়ার সাগর
তোমার দয়ায় পাপীরা ক্ষমার যোগ্য
তোমার নামে শুরু করছি হে অমর
তুমি ছাড়া হৃদয়ে একাধিক স্রষ্টাকে অনুভব করি না।
বলছি তুমি অনন্ত অসীম তুমি আল্লাহ
তোমার তুলনা এক তুমি ব্যতীত কেউ নেই
তুমি কারও উপর ভরসা ও মুখাপেক্ষী নও,তুমি কারও উপর নত হও না
(বিভু)আল্লাহ ছাড়া জীবের অন্য কারও উপর অবলম্বন মিথ্যা।

আদিকাল থেকে আজ পর্যন্ত মায়ায় পরে
তার দ্বারা কোন জীব ভুমিষ্ট হয় নি
সুভাকাঙ্খী জায়া(স্ত্রী)র তাকে সৃষ্টিতে কোন দাবি নেই
যেখানে সুস্বাদু দরদ(মায়া) ঢেলে দিয়েছেন কেউ।
এমন কোন সৃষ্টি নেই যে তার সমান
বারবার এমন উদাহরন পৃথিবীতে খুঁজে চক্ষু অক্ষি বিশ্রাম চাইবে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে মাশা আল্লাহ

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪২

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা রইলো।

২| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১

হাফিজ বিন শামসী বলেছেন:
মাশাআল্লাহ। জাযাকাললাহ।


সুন্দর হয়েছে।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
চেষ্টা করছি।এই আরকি।আরও ভালো করার চেষ্টা অব্যহত থাকবে।
সুন্দর হয়েছে জেনে পিরিত হলাম।

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১০

সনেট কবি বলেছেন: অনেক স্থানে ৮+৬ ঠিক নেই

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
সনেটটি মূলত আপনার সনেটে অনুপ্রাণিত হয়ে লেখা।
ভুল ভ্রান্তি পরিমার্জনের জন্য আর একটু বসতে হবে,ভাবতে হবে প্রয়োজনে।
শুভাশিষ, ধন্যবাদ।

৪| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: মাশা আল্লাহ্। অনেক সুন্দর প্রচেষ্টা।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
আগামীতে এ প্রচেষ্টা অব্যহত থাকবে।
মন্তব্যে কৃতজ্ঞতা।

৫| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
শুভ কামনা @মোস্তফা সোহেল ভাই।

৬| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগা।

++++

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
প্লাসে সঞ্জীবিত।
ভালো থাকবেন @মাইদুল ভাই।

৭| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ৮+৬ হলেই তো সনেট, তাই না? সুন্দর হয়েছে।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
শুধু ৮+৬ হলেই নয় আরও কিছু নিয়ম কানুন যুক্ত আছে এতে @অনন্য দায়িত্বশীল আমি।
কিছু হিসাব নিকাশের ব্যাপারও এতে অন্তর্ভুক্ত।

৮| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২২

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ধন্যবাদ @রাজীব ভাই।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৯

আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগল।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
ভালোলাগায় কৃতার্থ @আকতার আর হোসাইন।

১০| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১১

খায়রুল আহসান বলেছেন: আরেকবার পড়ে দেখুন, কিছুটা সম্পাদনা করা যায় কিনা।
আদারওয়াইজ, ভাল প্রচেষ্টা বলতে হবে।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
হ্যা।চেষ্টা করে দেখা যায়।সম্পাদনা লেখাকে সমৃদ্ধ করে।
প্রত্যাশা গুরুজনের সুপরামর্শ লেখাকে ঋদ্ধ করবে।

শুভাশিষ, ধন্যবাদ।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রচেষ্টা কিছু টাইপো আছে।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
সেগুলো অনুসন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে।
পরিমার্জন করা হচ্ছে।
মন্তব্যের জন্য বিশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.