নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

কোন এক প্রযুক্তিবিদকে

১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৮




জব্বর আচানক পালক
আইসিটি-র নামে গড়ছ আপন অলক,
জাতির কপালে ভরছো বিশাল শুলক
তুমিই এনেছ মহা-প্রযুক্তির মহাকাল।

জুম কে পেপাল গিলাইয়া,গড়েছ প্রযুক্তি
সোফিয়াকে দিয়া জেনারেশনে দিয়েছ সংযুক্তি।
উদ্ভব করেছ নয়া জামানার বেইজ্জতি
পুতুলকে বিয়ে করে উল্লাসে তোমার স্বজাতি ।

নামে বেনামে গড়ছ অঢেল সম্পদ
আপা আর ভাই বলে তোষামোদে সরব,
তাকদুম তাকদুম বাজাও উন্নয়নের মহাসড়কে
আঁশযুক্ত অনাচার ঢাক আপার আঁচলে।

জনগন নগণ্য অতি নেই তাতে ভ্রুক্ষেপ
বড় বড় আওয়াজে সব সাধক নিস্তেজ,
মহাকাশের চড়াই দরবেশের মহারথী
দুগ্ধপোষ্য করে কালসাপ,জাতি দেয় ভর্তুকি ।

এম রহমান লতিফ

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৩

স্রাঞ্জি সে বলেছেন: দারুণ তো কবিতা।

১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

বলেছেন: ধন্যবাদ অপরিসীম

২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৭

সনেট কবি বলেছেন: সুন্দর।+

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০

বলেছেন: কৃতার্থ হলাম,প্রিয়।

৩| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: সেই রকম।

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

বলেছেন: ধন্যবাদ প্রিয়
ভালো থাকুন জীবন ভর

৪| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:

অসধারণ কাব্য।

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

বলেছেন: ভাই আমার,ধন্যবাদ

৫| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৬

সিনথিয়া আফরিন বলেছেন: ধন্যবাদ , আপনার কবিতার জন্য । কবিতার প্রতি আমারও কিঞ্চিৎ দূর্বলতা আছে ।

৬| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

বলেছেন: হৃদয়নিংড়ানো ভালোবাসা ও শুভকামনা রইল
ধন্যবাদ মন্তব্য করে উৎসাহিত করার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.