নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

"বাবা"

২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:২১


ঈশ্বর,
পাহাড়ের কাছ থেকে নিলেন সহস্র বছরের 'কঠিনতম দৃঢ়তা',
গাছের কাছ থেকে নিলেন,গীস্মের তীব্র দাবদাহে নির্মল ছায়াময় 'মহানুভবতা',
শান্ত নদীর কাছ থেকে নিলেন চির-বহমান 'স্থিরতা'
প্রকৃতির কাছ থেকে নিলেন 'সুনির্মিত উদারতা' ,
রাত্তির কাছ থেকে নিলেন 'আরামদায়ক উষ্ণতা' ,
বয়সের কাছ থেকে নিলেন 'পরিপক্বতা'
পাখির কাছ থেকে নিলেন অবাধ বিচরণের 'উড়ুক্কু শক্তি'
বাসন্তী সকালের কাছ থেকে নিলেন 'প্রভাতী স্নিগ্ধতা',
শর্ষে বীজের কাছ থেকে নিলেন জন্মানোর 'বিশ্বাস'
বৈশ্বিকতার কাছ থেকে নিলেন টিকে থাকার 'ধৈর্য',
পারিবারিক প্রয়োজনীয়তা থেকে নিলেন 'বন্ধনের গভীরতা'
ঈশ্বর তার সৃষ্টির সবগুলো গুণাবলী একত্রিত করে যখন দেখলেন-
আর কারো কাছ থেকে কোনকিছুই যোগ করার অবশিষ্ট নেই!!
এবার তিনি সন্তুষ্ট হলেন যে তার 'উৎকৃষ্টআত্মা' তৈরি হয়ে গেছে,
আর তাকেই নাম দিলেন "বাবা".........
মানুষ,
এই বাবাকেই সম্মান দিয়ে চালান দেয় "বৃদ্ধাশ্রমে"
এমন বাবাকেই শ্রদ্ধা প্রদশর্নের করে বলে "ব্যাকডেটেড"
এমন বাবাকে ভালোবাসার জন্য বেছে নেয় "নিদিষ্ট দিবস"
ঈশ্বর আর মানুষের ভালোবাসায় তাইতো যোজন ফারাক।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: বাবা অর্থ বাজারের সব খেলনা আমার
বাবা অর্থ বাজারের সব মিষ্টি মিটাই
বাবা অর্থ আজ শুক্রবার স্কুল ছুটি
বাবা অর্থ সেদিন বুঝি যেদিন তার অনুপস্থিতি

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

বলেছেন: অসাধারণ!! অন্তরে গেঁথে গেলো।।

বাবা মানে - শত আবদার মেটাতে মনযোগী।।।
বাবা মানে - দুঃখ কষ্টে স্বান্তনা সময়োপযোগী।।।
বাবা মানে - মাথায় তুলে খেলনাপাতি
বাব মানে - বট-বৃক্ষ দিবসরজনী

২| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে। আমি বুঝি না ছেলেরা কেনো মা বাবাকে শেষ বয়সে এমন লাঞ্ছনার হাতে ছেড়ে দেয়। কেনোই বা বৃদ্ধাশ্রমে পাঠায়। কষ্টে বুক ফেটে যায়। বাবা হলে সংসারের মাথার ছাতা। আল্লাহ তাদের বোধোদয় দিন আল বউয়ের কথায় উঠাবসা ছেলেদের আল্লাহ হেদায়েত দিন

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।।।

পৃথিবীর বুকে বাবা ছেলের বন্ধন সুদৃঢ় হোক এটাই চাওয়া।।।

ভালো থাকুন।।

৩| ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

আরোগ্য বলেছেন: মিসিং আব্বু ।
লাইকসহ প্রিয়তে বড় ভাই।

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।।।


ভালো থাকুন বাবারা।।।।

৪| ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ বাহ ! বাবাদের অনেকগুলো গুন নিয়ে এসেছেন লেখায় । এক কথায় দারুন 8-| আসলেই বাবাদের তুলনা হয়না কিন্তু তাঁদের স্ট্রাগল সাধারনত আমাদের চোখে পরেনা ।

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

বলেছেন: হেই, হেই,,
এতদিন কোথায় ছিলেন!!!


বাবারা তে এমনি হয় তারে হারায়ে খুঁজি।।।।।

পাঠে ও সুন্দর মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা।।।

ভালো থাকুন।।।

৫| ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

পবিত্র হোসাইন বলেছেন: মন ছুঁয়ে গেল লতিফ ভাই।

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

বলেছেন: প্রিয় ভাই,

এমন হৃদয় নিংড়ানো মন্তব্যে ভালোলাগা।।।

ভালো থাকুন,, ভালোবাসায় থাকুন।।শুভকামনা

৬| ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: @লেখক বলেছেন: হেই, হেই,,
এতদিন কোথায় ছিলেন!!!
--- সবসময়ই আছি আমার প্রিয় ব্লগ এবং সহব্লগারদের আশেপাশেই ;) যেখানেই থাকি ফিরে আসবো ভালোবাসার টানে বার বার !:#P

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১১

বলেছেন: ভালো আছেন জেনে লাগলো ভালো।।।

খুনসুটির সংসারের গল্প শুনান না কিছু!!


ফিরে আসেন বারেবারে এই প্রিয় প্রাঙ্গণে।।। শুভকামনা রইল।।


৭| ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

আহমেদ জী এস বলেছেন: ল ,




উৎকৃষ্ট আত্মা যখন জীবনের সকল বোঝা টেনে টেনে সময়ের স্রোতে প্রেতাত্মা হয়ে যান তখন কে রাখে তাহারে মনে !!!!!!
তখন সেই পূণ্যাত্মার জায়গা তো আস্তাকুঁড়েই................

চমৎকার একটি লেখা । ++

২৫ শে জুন, ২০১৯ রাত ৮:২৭

বলেছেন: সেদিন রুমির শ্লোক পড়েতেছিলাম আর তখন আহমেদ জি এসের কথা মনে পড়েছিল।
আমার কেন জানি মনে হয় আপনার প্রতিটি মন্তব্য যেন এক একটি শ্লোক - এক একটি ইতিহাস।।।

বাবাকে তুচ্ছতাচ্ছিল্য করে এৃন জেনারেশন নিয়ে এমন উপলব্ধিতে ব্যক্ত ক'জন করতে পারে। একজন আহমেদ জি এস ছাড়া।। ।।।
উৎকৃষ্ট আত্মা যখন জীবনের সকল বোঝা টেনে টেনে সময়ের স্রোতে প্রেতাত্মা হয়ে যান তখন কে রাখে তাহারে মনে !!!!!!
তখন সেই পূণ্যাত্মার জায়গা তো আস্তাকুঁড়েই...



আপনাকে অভিবাদন হে গুণী।।

ভালো থাকুন।।।

৮| ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২০

ফঃহাসান বলেছেন: মা-বাবা কে চেনা যায় সেদিন,
যেদিন আর তারা এ দুনিয়াতে থাকে না।
আল্লাহ যেন সবাইকে মা-বাবা বেঁচে থাকা অবস্থায় তাদের খেদমত করার তৌফিক দান করেন।

২৫ শে জুন, ২০১৯ রাত ৮:২৮

বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়া নি সগীরা।।।।


আপনার সুন্দর মন্তব্যে ধন্যবাদ প্রিয় ভাই।।।


ভালো থাকুন।।।।

৯| ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

নতুন নকিব বলেছেন:



মন ছুঁয়ে যাওয়া একটি লেখা। পৃথিবীর সকল বাবা সুখী হোক।

ধন্যবাদান্তে। ++++

২৫ শে জুন, ২০১৯ রাত ৮:৩০

বলেছেন: নকিব ভাই,
আশাকরি ভালো আছেন।
দ্বীনের পথে আপনার খেদমত আল্লাহ কবুল করুন।।।
পৃথিবীর সকল পিতামাতা সন্তানদের আদর সোহাগে থাকুক।।


ভালোবাসা রইলো।।।

১০| ২৫ শে জুন, ২০১৯ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৫ শে জুন, ২০১৯ রাত ৮:৩০

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।।।

সময় করে পড়ার জন্য ধন্যবাদ।।।

শুভ কামনা।।।

১১| ২৫ শে জুন, ২০১৯ রাত ৯:০৫

মুক্তা নীল বলেছেন:

সমস্ত বাবা দের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা +++

২৫ শে জুন, ২০১৯ রাত ৯:১৪

বলেছেন:

বাবার কষ্টে ভিতরের মানুষটা যেন জেগে উঠে,

আললাহ আপনাকে মা-বাবার খেদমত করার তৌফিক দিন ।

১২| ২৫ শে জুন, ২০১৯ রাত ৯:৩০

মুক্তা নীল বলেছেন:
"বাবা "লেখাটি অনেক ভালো হয়েছে ।
যার কষ্ট শুধু সেই হয়তো বুঝে । এর কোন সান্তনা হয়না।
পড়ার পর খুব কষ্ট লাগছিল, আর আপনার জন্যই ওই ছবিটা পাঠালাম । আপনিও ভালো থাকুন সবাইকে নিয়ে ।

২৫ শে জুন, ২০১৯ রাত ৯:৪২

বলেছেন: আবারো এসে সমবেদনা জানানোর জন্য কৃতজ্ঞতা।।।
বাবাকে হারিয়েছে প্রায় একযুগ তবুও প্রতিরাতে উপোষী কোষগুলো বাবর ছোঁয়াা পেতে চায় কখনো নীরবে অশ্রু আসে।।

বাবরা চলে যায় কোনকিছু বুঝে ওঠার আগেই ঝরে যায়।।।

ছবিটি কষ্ট করে সংগ্রহ করে পাঠানোর জন্য ডাবল ভালোবাসা।।।
ভালো থাকুন।।। থাকুন, আদর সোহাগে জড়িয়ে সারাবেলা ।।

১৩| ২৬ শে জুন, ২০১৯ রাত ১২:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফভাই,

লেটের জন্য দুঃখিত। নচিকেতার বৃদ্ধাশ্রম গানটির যেন সার্থক প্রতিফলন আপনার কবিতাটি। ++
আমাদের মনের পঙ্কিলতা দূর হোক। বাবা মায়েদের পণ্য করা থেকে আমরা যেন নিবৃত্ত হই।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় কবি ভাইকে।

২৬ শে জুন, ২০১৯ রাত ৩:১৭

বলেছেন: প্রিয় দাদাভাই,

আপনার আগমনে পোস্ট পেল পূর্ণতা।।।।
আলোকিত হোক চারিপাশ, দূর হোক যত জরাজীর্ণ সংকীর্ণতা।।।

ভালোবাসা রইলো।।।

১৪| ২৬ শে জুন, ২০১৯ রাত ৩:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই সুন্দর কথামালা, ভালো লাগলো বাবা শব্দের তাৎপর্য।

বৃদ্ধাশ্রম' শব্দটি শুনলেই বুকটা হুহু করে কেঁদে উঠে, মানুষ কেমনে পারে নিজের জন্মদাতা মা-বাবার প্রতি এমন নিষ্ঠুর বেদনাদায়ক কষ্ট দিতে!!!!!

২৬ শে জুন, ২০১৯ রাত ৩:২১

বলেছেন: বাহ!! বাহ!!
অনেকদিন পর কবি ও গীতিকারকে পেয়ে ভালো লাগলো।।। আশাকরি ভালো আছেন!!

মানুষ কেমনে পারে জন্মদাতা মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিষ্ঠুর বেদনাদায়ক কষ্ট দিতে!!!!!-- ওরা আসলে মানুষরুপী জানোয়ার।।।
ঈশ্বর সকলের মঙ্গল করুন।।।

ভালে থাকুন সবসময়।।।

১৫| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: বাবার তুলানা বাবাই ।সশ্রদ্ধ ছালাম আমার বাবাকে....

২৬ শে জুন, ২০১৯ রাত ৯:০৯

বলেছেন: আপনার বাবাকে ছালাম রইলো

ঈশ্বর সকলের মঙ্গল করুন।।।

ভালে থাকুন সবসময়।।।

১৬| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:৫১

করুণাধারা বলেছেন: কবিতা পড়ে দীর্ঘশ্বাস ফেললাম। পৃথিবীর সব বাবারা ভালো থাকুন।

২৬ শে জুন, ২০১৯ রাত ৯:২৯

বলেছেন:
নির্ঘুম থেকে কোলে নিয়ে আয়েশি রাতের গল্প
কিংবা ঘুম পাড়ানি গান
সেই মেঘের দেশে হারিয়ে যাওয়া বাবা
এবং
পৃথিবীর সব বাবা-রা ভালো থাকুক..
ভালো থাকুক…
পৃথিবীর সব বাবারা ভালো থাকুক।

১৭| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ২:২৮

নজসু বলেছেন:




যখন বাবা নামের মস্ত বড় ছাতাটা মাথার উপরে থাকবে না; তখন মানুষ বুঝবে বাবা কি জিনিস।
কোলে পিঠে মানুষ করা বাবার নিজের ঘরে জায়গা হয়না; সময় কাটাতে হয় বৃদ্ধাশ্রমে।

প্রিয় লতিফ ভাই, গ্রাম এলাকায় কোন বৃদ্ধাশ্রম নাই। গ্রামের মানুষেরা তাদের মা বাবাকে জান প্রাণ দিয়ে আগলে রাখে। (দুই একজন ব্যতিক্রম)
শহর এলাকার মানুষ বেশির ভাগ সময় মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কারণ কি?
মা বাবার চেয়ে প্রিয় আর শুভাকাঙ্খী আর কে আছে দুনিয়াতে? কেন সন্তান এতো নিষ্ঠুর হয়?

ঘরে আসা সুন্দরী নারীর জন্য মনে হয়। :-B

মা বাবা ভাই বোন
থাকে স্নেহের বাঁধনে,
পর হয়ে যায় তারা
নারীরও কারণে।

অতি সত্য কথা। :(

২৭ শে জুন, ২০১৯ ভোর ৪:০১

বলেছেন: প্রিয় ভাই,

মন্তব্য পেয়ে আহ্লাদিত হলাম। অনেক সময় ভাবলাম গ্রাম আর শহুরে জীবনের চিরাচরিত জীবনবোধ আর ভালোবাসার চিত্র।
গ্রামীণ জনপদের সহজ সরল মানুষের মনে ভালোবাসার পরিমান অনেকটা বেশি। যান্ত্রিক জীবন যাপনে ভালোবাসা আর বোধও যান্ত্রিক হয়ে যায়।

মায়ের কাছ থেকপ শুনা -- ভাই বড় ধন, রক্তের বাঁধন
যদিও পৃথক হয় - নারীর কারণ।।


ভালো থেকে।। শুভ কামনা নিরন্তর।।।

১৮| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪০

মাহমুদুর রহমান বলেছেন: যে সব সন্তান তাঁদের বাবা মায়েরদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এদের চেয়ে বড় পশু আর কে হতে পারে?

২৭ শে জুন, ২০১৯ ভোর ৪:০৩

বলেছেন: নিজ পিতা মাথা কে দিয়ে বিদ্যাশ্রমে
বিদ্যাচর্চা করে তবে মানুষ পশুতে ব্যবধান কি পেলে।।।।।


সময় করে পড়ার জন্য কৃতজ্ঞতা।।। ভালোবাসা অবিরাম।।।

১৯| ২৬ শে জুন, ২০১৯ রাত ৯:৩১

মেঘ প্রিয় বালক বলেছেন: বাবা,একজন সংগ্রামী পুরুুষের নাম। যিনি আমাকে খুশি রাখার জন্য পাহাড় নড়াতে সক্ষম।

২৭ শে জুন, ২০১৯ ভোর ৪:০৬

বলেছেন: পাহাড় সমান বল
আমার সাগর সমান আস্তা অবিচল
সে যে আমার বাবা ওগো
জীবন জুড়ে সিক্ত সরোবর!!!



পাঠে ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।।। ভালো থাকুন হে বালাক।।।

২০| ২৭ শে জুন, ২০১৯ সকাল ৮:১৯

কালো যাদুকর বলেছেন: আমি একজন অধম সন্তান।
বাবা বুঝিনি, বা দেখিনি।
তবে পৃথিবীর সকল বাবা বৃদ্ধ বয়সে ভাল থাকুক এই আশা করি।

২৭ শে জুন, ২০১৯ রাত ৮:১৪

বলেছেন: হে অধম সন্তান,
যেদিন বাবা হবেন সেদিন বুঝবেন ও দেখবেন বাবা কি। সে পযর্ন্ত ভালো থাকুন।।।

শুভ কামনা নিরন্তর।।।

২১| ২৭ শে জুন, ২০১৯ রাত ১১:০৭

সুমন কর বলেছেন: দারুণ এবং বাবা'কে ছাড়া কিছু ভাবা যায় না !!!

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:১৭

বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।।।


ভালো থাকুন।।।।

২২| ২৭ শে জুন, ২০১৯ রাত ১১:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: বাবারা তুলনাহীন।

২৮ শে জুন, ২০১৯ রাত ১২:৪২

বলেছেন:
পরম করুনাময় আল্লাহ পাক ইহজগত পর জগতে সকল বাবাদের যথাযোগ্য মর্যাদা দান করুন,

আমিন।



সময় করে পড়ার জন্য ধন্যবাদ।।।


ভালো থাকুন।।।।

২৩| ২৮ শে জুন, ২০১৯ রাত ২:৩০

ডঃ এম এ আলী বলেছেন: সন্তানের কাছ হতে বাবা কি নিলেন
তার সুন্দর প্রকাশ দেখা গেল ।
সম্তানের চেয়ে প্রকৃতির কাছেই
বাবার প্রাপ্তি বেশী ।

শুভেচ্ছা রইল

২৮ শে জুন, ২০১৯ ভোর ৪:৫৩

বলেছেন: সুপ্রিয় ব্লগার,

আপনার মন্তব্য লেখাটিকে প্রাণ দিয়ে গেলো।
সুসন্তান গড়ে উঠুক প্রতিটি ঘরে ঘরে।। ভালোভাসায় টইটুম্বুর হোক এ ধরা।।।
ভালো থাকুন।।। শুভকামনা।।।

২৪| ২৮ শে জুন, ২০১৯ রাত ১০:১৫

হুদাই পাগলামি বলেছেন: বাবা........খুব ভালোবাসি তোমায় বাবা। সশ্রদ্ধ সালাম বাবা তোমায় বেছে থাকো আমার মৃত্যুর আগ অব্ধি।
বাবা........যার নেই সেই বুঝে বাবা নামক মানুষটা কেমন ছিলেন তার জীবনে।
অনেক ভালো লিখেছেন কবি।
পাগলার ভালোলাগা রইল।

২৮ শে জুন, ২০১৯ রাত ১১:৪০

বলেছেন: ফিরে এসে মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা।।।
আপনার বাবার কাছে পৌঁছে যাক আপনার ভালোবাসা কথা।।।
আপনাকে নিয়ে তার বুকের ছাতি হোক আকাশের ন্যায়।।
কৃতজ্ঞতা একরাশ।।।

২৫| ২৮ শে জুন, ২০১৯ রাত ১০:১৫

হুদাই পাগলামি বলেছেন: বাবা........খুব ভালোবাসি তোমায় বাবা। সশ্রদ্ধ সালাম বাবা তোমায় বেছে থাকো আমার মৃত্যুর আগ অব্ধি।
বাবা........যার নেই সেই বুঝে বাবা নামক মানুষটা কেমন ছিলেন তার জীবনে।
অনেক ভালো লিখেছেন কবি।
পাগলার ভালোলাগা রইল।

২৮ শে জুন, ২০১৯ রাত ১১:৪২

বলেছেন: বাবাকে হারিয়েছে অনেক দিন তাই নিজে বুঝি বাবা হারানোর ব্যাথা।।
বাবার অভাব কোনক্রমেই পুরণ হওয়ার নয়।


ওপারে ভালো থাকুন আমার বাবা।।। দোয়ার দরখাস্ত রইল।।

ধন্যবাদ প্রিয় ভাই।।।

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৭

ইসিয়াক বলেছেন: বাবা........।
অনেক আবেগমাখা ,অনেক ভালোবাসায় ভরা কবিতা। পৃথিবীর সব বাবারাই ভালো থাকুক।
কিন্তু আমার কাছে বাবা মানে ............................। না থাক ।
কবিতা অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

বলেছেন: বাবাকে নিয়ে তবে একটা কবিতা লিখে ফেলুন।।।


ধন্যবাদ।।।

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৮

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: বাবাকে নিয়ে তবে একটা কবিতা লিখে ফেলুন।।।
বাবাকে নিয়ে আমি একটা গল্প লিখছি ......কয়েকটা পর্ব লিখেছি .......লিঙ্ক দিচ্ছি পড়তে পারেন আদনানের ডায়েরী ১

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

বলেছেন: লিংক দেওয়ার জন্য ধন্যবাদ।।।

কয়েকটি পড়েছি মনে আছে।।। আবারো পড়বো।।।

২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৭

ইসিয়াক বলেছেন: কত যে কথা ছিলো
কত যে ছিলো গান
কত যে বেদনায়
না বলা অভিমান ।

বাবা............................

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫০

বলেছেন: মিস ইউ বাবা।।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.