নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

বেদুইন ভালোবাসা -Gipsy Love (Bilingual)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:২২


GYPSY LOVE
******************By Rahman Lotif..
In my senses you flow on
Like the coolest riverine stream,
Your presence in my blood
Is like a true undreamt dream!
Just the true way,
I trudge all along,
I then lose my way in
My memories own songs,
The wonderful duet of
The pebbles and river water,
Will share life on same tracks
Without any falter.
Where one needs to forget
Of all worldly barters,
The affection in leafy shades
Of trees cool - unchartered,
Sometimes the world exchanges
Blood with true love,
A primordial touch it is
Oh, my treasure trove!
Suddenly truth sublimes
Frailty prevails,
To wear veil of commonness
So divinity thus wails!
Oh Mother Goddess!
Of Learning, do heed,
The toxic environment
Has no effect indeed,
The razor sharp icy wind
Always failed to touch,
My true love, nomadic
By your divinity as such!!

বেদুইন ভালোবাসা
------------------------------
তুমি আমার প্রবৃত্তিতে শীতল নদীর মতোই বহমান,
আমার শিরা-ধমনীতে তুমি সতত সচল প্রবাহমান।

যেমন করে বেলা শেষে হারিয়ে যাওয়া পথের,
হারিয়ে যাওয়া স্মৃতির রোমন্থন চলে আবহমান,
চিরন্তন নিয়মে নদী ও নাঁড়ি শাখায় শাখায় বাঁকে বাঁকে মিশে গিয়েও
হয়না'কো চিরকালীন প্রস্থান।

যেখানে জাগতিক লীলায় লেনদেন চুকিয়ে ভুলে যাওয়াটাই শৈল্পিক,
সেখানে কস্মিনকালে তোমার নিঃস্বার্থ স্নেহময় বৃক্ষছায়া নয়'তো জৈবিক।

কখনো বা রক্তের বদলে চাওয়া নির্জলা ভালোবাসা শুঁকে নেয় কৃত্রিম আদিমতা,
সহসাই সেখানে মিথ্যা বুলি আউড়ানো বুদ্ধিদীপ্ত দৈবচয়ন হয়ে যায় সহজিয়া প্রথা।

হে সরস্বতী,
তিতকুটে বিষাক্ত রসায়নে কখনো বিলুপ্ত হয়নি তোমার উঞ্চ কোমলতা,
ঝড়োমেঘের হিমবাহ গলাতে পারেনি বরফজমা আদর- আহ্লাদমাখা সরলতা,
অহমিকা আর আশাহীনতাকে হিমাগারে প্রোথিত করে--
তোমার শীতল স্পর্শেই হৃষ্টপুষ্ট হয় আমার বেদুইন ভালোবাসা।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪৭

ইসিয়াক বলেছেন: যেখানে জাগতিক লীলায় লেনদেন চুকিয়ে ভুলে যাওয়াটাই শৈল্পিক।

অন্যরকম ভালোলাগা এবং রইলো মরুভূমির মতো রুক্ষ রুদ্র কিন্তু হৃদয়ের কলবের মধ্য থেকে নিঃসরিত ঝর্ণাধারার মতো কুসুম কোমল ভালোবাসা ।
শুভসকাল

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:০৩

বলেছেন: কুসুম কোমল ভালোবাসা আপনার কোমলপ্রাণ হৃদয়ে আছে বলে- ই জীবন সুন্দর।।

ভালোবাসা রইলো।।।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৩

ডঃ এম এ আলী বলেছেন:

দারুন হয়েছে দোভাষী কবিতা
মন্তব্যও হলো যে তাই
Gypsy soul has
dreams of visiting
coolest reverine stream
sun and sea meeting.

Heart has its way
who says it has to be
rational all the time!
Moment well captured by
Lotif, Rahman .

বেদুইন তুমি জীবনের
সারবত্তা নিয়ে যাওনি চলে
সময়ের ক্ষয়িষ্ণু গতির তালে
চলছিল পানসি নাও
হেলে দুলে শীতল নদীর জলে
শত দুখেও যাওনি ফেলে?
সখা,বন্ধু ,প্রেম,প্রেয়সী
ভরে দিলে জীবন পাত্র।

আজ জীবনে জীবন নাই
ঘুরি ফিরি নাচি গাই
বেদুইন আর জিপসীতে
কোন তফাত নাই ।

গগন পানে চেয়ে চেয়ে
তারাদের পথ ভুলে
ঝড়ে পড়ার প্রতীক্ষায় থাকি ।
পথ ভোলা বায়ুচাপে
জ্বলন্ত উল্কাপিণ্ড লুফে নিয়ে
পৃথিবীকে কেবল বাচিয়ে চাই।

বেদুইন /জিপসি জীবনটাকে
মুক্তির মিছিলে লাগাতে চাই
বাংলায় শ্লোগান শোনেনা কেও
কালো কাপরে বাধা মুখ ।

স্রোতহীন পদ্মার বুকে
মরুভুমিসম ধুসর চর
মনপাখি মেলেনা ডানা
অচেনা অজানা একদল ।

বেদুইন নি:শব্দে একসাথে
নিজেরা দ্বন্দ্বহীন মিলেমিশে
যেন নদীর মতই বহতা,
ঘটি আটি বয়ে নিয়ে চলে
অপার অসীম ক্ষমতায় ।

বেদুইন নিয়তি ওরা সভ্যতাহীন
নেই কোন চাল চুলো তবু
তোমার আমার চেয়ে ভয়হীন ,
যত রঙ আছে ওদের জীবনে
তাই দিয়ে রা্ঙ্গিয়ে যায়
দিয়ে যায় মনে দোলা ।

বেদুইন নিয়ে কথা বলা
হবেনা কভু শেষ
জীবন চলার পথে
সকলেই বেদুইন বিশেষ ।

ধন্যবাদ সুন্দর দোভাষি কবিতাটির জন্য ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

বলেছেন: আপনার কবিতাটা অনেকবার পড়লাম - আমার কাছে অদ্ভুত সুন্দর লেগেছে।।

আসলেই তাই ----

বেদুইন নিয়ে কথা বলা
হবেনা কভু শেষ
জীবন চলার পথে
সকলেই বেদুইন বিশেষ

আপনার মতো এমন বিরল প্রতিভাবান লেখকের প্রতি রইলো শ্রদ্ধা ।।


ভালো থাকুন।।।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ছাত্র জীবনে বিচিত্র কারণে আমি বেদুইন নামে ভূষিত হয়েছি - পুরোনো দিসের কথা মনে পড়ে গেলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

বলেছেন: সেই সব বিচিত্র কারণগুলো লিখুন - জানি কেন এমন ভালোবাসায় আপনি ভূষিত হয়েছিলেন।

ধন্যবাদ নিরন্তর।।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব ভাই।।।

ভালো থাকুন।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

চাঁদগাজী বলেছেন:



বেদুইনরা Gypsy নন

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

বলেছেন: বেদুঈন মূলত আরব উপদ্বীপ যা বর্তমান ইয়েমেন, আরব আমিরাত, মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকা- এসব অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা যাযাবর অধিবাসী। গোত্রভিত্তিক জীবনযাপন করা এই সম্প্রদায় নিজেদেরকে প্রকৃত আরব দাবী করে নিজেদেরকে অভিহিত করে থাকে ‘Heirs of Glory’ তথা ‘গৌরবের উত্তরাধিকারী’ হিসেবে। ব্রিটিশ ভ্রমণ লেখক স্যার উইলফ্রেড থিসিঙ্গার তার জীবনের একটা বড় সময় বেদুঈনদের সাথে কাটিয়ে লিখেছেন, ”বেদুঈনদের জীবন কঠিন ও ক্ষমাহীন… সবসময় ক্ষুধা ও তৃষ্ণায় পরিপূর্ণ।“

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফ ভাই,

রাতের বেলা আধাঘন্টা ব্লগে আসা ছাড়া সারাদিন আর সময় হয়ে ওঠে না। ভাগ্যিস বাংলাটি দিয়েছিলেন। ইংরেজি কবিতা পড়ে দাঁত মুখ ভেঙে যেতো নইলে। কবিতাটি ভীষণ ভালো লাগলো। ইতিপূর্বে অনেকেই যদিও মন্তব্য করেছেন জিপসি ও বেদুইন এক নয়। আপনিও প্রতিমন্তব্যে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
ডঃ আলী ভাইয়ের কবিতাটিও খুব ভালো লাগলো।
" হে সরস্বতী,
তিতকুটে বিষাক্ত রসায়নে কখনো বিলুপ্ত হয়নি তোমার উষ্ণ কোমলতা।"
এখানে একটা ধাঁধা আছে। আপনার লাইনের সঙ্গে এই লাইনটির পার্থক্য বার করুন। হাহা হা...

শুভকামনা ও ভালোবাসা জানবেন।


১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪৮

বলেছেন: সব্বাই খুব ব্যস্ত এ শহরে
সব্বাই খুব দায়িত্বে ন্যস্ত এ নগরে

সবাই নিজেকে মেশিনের মতো কর্ম সাধনে
কিংবা
সব্যসাচী গতি মানব নিজ বন্ধনে

বন্ধুর পথে পাড়ি দিতে হবে একা অধিক সত্যি এ মন জানে।।


সময় নিয়ে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।।।
ধাঁধা টি জানা নেই স্যার -- বলুন প্লিজ।।।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৯

করুণাধারা বলেছেন: চমৎকার কবিতা।++++

ইদানিং ভিপিএন এর গোলযোগের কারণে ব্লগে আসতে পারি না। তবে আপনার ধারাবাহিকটি পড়েছি। সময় নিয়ে মন্তব্য করবো ইনশাআল্লাহ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪৯

বলেছেন: আপনি ধারাবাহিকটিকে পড়েছেন জেনে সত্যি ভালো লাগলো।।।
আপনার সমস্যাগুলি কাটিয়ে উঠতে পেরেছেন কি?


দোয়া রইলো আপু।।। ভালো থাকুন।।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে। +

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫০

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।।।

ভালো থাকুন।।।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১৮

আরোগ্য বলেছেন: gypsy love has been loved. Good wishes for all lover gypsy.

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫১

বলেছেন: Warm wishes....

Stay connected,,, Stay safe...

JZK..

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: ল,




উচাটন মন ঘরে রয়না। তাই তো মন বেদুইন হয়ে ঘোরে পথে পথে শীতল ভালোবাসার খোঁজে।
এ কেমন বেদুইন, যে ভালোবাসায় উষ্ণতা খোঁজেনা !!!!!!!

দারুন কবিতা লিখেছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫৩

বলেছেন: প্রিয় কবি,,

আপনার এমন হৃদয় নিংড়ানো মন্তব্য ভাবায়,
মনের সুকুমার প্রবৃত্তির বিকাশ ঘটাতে অব্যাহত থাকে।।।।

দিনশেষে সবাই ভালোবাসা চায়, ভালোবাসার জয়।।।


ধন্যবাদ প্রিয় ভাই।।। ভালো থাকুন।


১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৬

জাহিদ অনিক বলেছেন: বেদুইন ভালোবাসা -Gipsy Love (Bilingual) কবিতা ভালো লেগেছে মিঃ ল।
বাংলাটা একটু ভোঁতা লেগেছে। :-/ আপনি নিশ্চয়ই আগে ইংরেজীতে লিখেছেন!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫৪

বলেছেন: এরজন্য তো আপনি কবি।।।

দরদী দীর্ঘশ্বাস মাখা মন্তব্যে কৃতজ্ঞতা।।।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৯

তারেক ফাহিম বলেছেন: বাংলানুবাদ পড়ে সুখপাঠ্য অনুভব করলাম।

পোষ্টের মাধ্যমে বেদুইন সম্পর্কে ধারনা পরিস্কার হল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩১

বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: জিপসী লাভ এবং বেদুইন ভালবাসা- দুটো নামই সুন্দর। কবিতাটাও।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫০

বলেছেন: আহা এত সুন্দর মন্তব্য !!
আপ্লুত না হয়ে পারা যায় না !

পাঠে ও মন্তব্য করার জন্য অশেষ কৃতজ্ঞতা ।।।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.