নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

*******হয়তো **********

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭



একটা কথা বলার ছিল
কিংবা বলার ছিলনা।
হয়তো আমি দিতাম বলে
মনটা সাড়া দিলনা।
একটু দেখার ইচ্ছে ছিল
কিংবা ইচ্ছে ছিলনা
হয়তো আমি নিতাম দেখে
চোখটা মেলা গেলনা।
বৃষ্টি ভেজার কথা ছিল
কিংবা কথা ছিলনা।
হয়তো আমি যেতাম ভিজে
বৃষ্টি কেন এলোনা?
একটুখানি ধরার ছিল
কিংবা ধরার ছিলনা।
হয়তো আমি নিতাম ধরে
হাতটা সাড়া দিলনা।
গান শোনানোর কথা ছিল
কিংবা কথা ছিলনা।
হয়তো আমি যেতাম গেয়ে
সুরটা হটাৎ এলনা।
দেখে ফেলার কথা ছিল
কিংবা কথা ছিলনা।
হয়তো পড়েই যেতাম চোখে
আঁখি মেলে ছিলেনা।
হটাৎ আসার ইচ্ছে ছিল
কিংবা ইচ্ছে ছিল না।
হয়তো তুমি এসেই যেতে
কিন্তু তুমি এলেনা।
( এই ফর্মে মনে হয় শখানেক লাইন লিখতে পারব। ভাত খাওয়ার ইচ্ছা ছিল,কিন্তু খাওয়া হল না.........এই ভাবে!!!!!!!!!!!!)

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

তামান্না তাবাসসুম বলেছেন: অনবদ্য :)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮

এমএম মিন্টু বলেছেন: দারুন কবিতা প্রথম ভাল লাগা

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪

দিশেহারা আমি বলেছেন: কবিতার জন্য ভালো লাগা রইলো
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.