নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

আইসক্রিম ঃ রিভিউ

২১ শে মে, ২০১৬ রাত ৮:০০

আমার খুব অল্পতেই ভাল লেগে যায়। ইউটিউবে ট্রেইলার দেখেই ঠিক করেছিলাম ছবিটা দেখতে যাব। তাই শনিবারের দুপুরের শোতেই আইসক্রিম খেতে ,থুক্কু দেখতে গেলাম বলাকা সিনেওয়ার্ল্ড এ। সঙ্গে বন্ধু আর এক সদ্য কলেজে ওঠা ছোটভাই। এক বন্ধু আগেই বলেছিল যে সিনেমাতে নাকি কিছু অন্তরঙ্গ দৃশ্য আছে। তাই ছোটভাই কে নিয়ে একটু টেনশনেই ছিলাম। সিনেমার শুরুর দৃশ্যতেই নায়ক-নায়িকার আবির্ভাব । তারপর কাহিনি নিজ গতিতে এগিয়ে যায়। তাদের প্রেম হতে না হতেই আরেক নায়কের আগমন। মূলত এই তিনজনের কাহিনিই এই সিনেমার কাহিনি। যেহেতু তিন অভিনয়শিল্পীই নতুন তাই না চাইলেও ওদের প্রতি একটা বিচারকের দৃষ্টি চলে এল। পুরো ছবির কাহিনি এখানে বলব না। সেটা সিনেমা হলে গিয়েই দেখুন। বলব কেন এই ছবিটা দেখতে গেলে আপনার টাকাটা জলে যাবে না সেই কথাগুলো। তিন অভিনয়শিল্পীই যথেষ্ট ভাল অভিনয় করেছেন। নতুন হিসেবে তাদের কাছে প্রত্যাশা যতটুকু ছিল তা পূরণ করেছেন। তবে উদয়ের অভিনয়ই সবচেয়ে ভাল লেগেছে। তারপর নাফিজা টুসির কথা বলব। রাজের অভিনয় ও বেশ ভাল ছিল। কারো অভিনয়ই অতিরঞ্জিত , নাটুকে বা #বাংলাসিনেমা সুলভ ছিল না। প্রথম গানটায় উদয়ের ঠোট মেলানোটা কৃত্রিম লেগেছে। আর রাজের একটা কান্নার দৃশ্য। অন্য সব চরিত্র ও পরিমিতিবোধ ধরে রেখেছিলেন। ভাল লেগেছে অন্তরঙ্গ দৃশ্যের চিত্রায়ন। অল্প কিছু দেখিয়েও কিভাবে অনেক কিছু বোঝানো যায় সেটা এসব দৃশ্যে বেশ ভালভাবেই এসেছে। তাই ছোটভাইকে নিয়ে দুশ্চিন্তা ও আসলে কাজে লাগেনি। সিকোয়েন্স চেঞ্জ করার জন্য বারবার বার্ডস আই ভিউ তে শহরের দৃশ্য বিরক্তি জাগিয়েছে ।আর নাদিমের ঘরের বাইরে কলিংবেল না চেপে নায়িকার ফিরে যাবার দৃশ্যায়ন অনেক ভাল লেগেছে। গানগুলো প্রাসঙ্গিক ছিল। ভাষার ব্যবহারে এখনকার সবার মুখে প্রচলিত ভাষা (খাইস, গেস) ব্যবহারের সিদ্ধান্ত সাহসী।
সব কথার এককথা ছবিটা হলে গিয়ে দেখার মত মনে হয়েছে।অন্তত টিকেটের টাকা বা দুই ঘন্টা সময় নিয়ে আফসোস হয়নি

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৬ রাত ৮:৪০

বন্যলোচন বলেছেন: দেখা লাগে তাইলে।

২১ শে মে, ২০১৬ রাত ১১:২৩

লিসানুল হাঁসান বলেছেন: আশা করছি ভালো লাগবে

২| ২১ শে মে, ২০১৬ রাত ৯:১৯

সত্‌ব্রত বলেছেন: ভাল লিখেছেন।

২১ শে মে, ২০১৬ রাত ১১:২৪

লিসানুল হাঁসান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.