নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

বোকাবুকির গল্প- ০১

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১

- এই ফুলগুলোর নাম কি বলতে পার?
-নাহ।তুমি কিন্তু আমাকে আগে আপনি বলতে
- এই ফুলগুলি চিনতে না! আমাদের কলেজে অনেক ছিল।বাংলা ডিপার্টমেন্ট এ যাবার পথে।পাহাড়ের ঢালে।
- জানতাম না তো
- জানবে কি করে? কলেজ লাইফে তো সারাদিন পড়াশুনা করতে।একটা ছেলে যে তোমার দিকে ওভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকত সেটাতো কখনো খেয়াল করনি।
- ইশ, কি মিথ্যা কথা! আমি ঠিকই খেয়াল করতাম।হু ,হু, মেয়েরা অনেক কিছুই না দেখার ভান করে কিন্তু তারা ঠিকই সব খেয়াল করে
- তাই নাকি! তো আর কি কি খেয়াল করতে?
- আমি লাইব্রেরি তে ঢুকলেই তুমি চঞ্চল হয়ে উঠতে।কিন্তু কখনো আমাকে কিছু বলতে না।ভীতুর ডিম একটা।
- আমি কিন্তু একদিন সাহস করে কথা বলেছিলাম
- হ্যাঁ, মনে আছে। ' আজকে কি প্রাকটিকাল ক্লাস হবে? ' - এটা কি ক্রাশের সাথে বলার জন্য প্রথম কথা হিসেবে ঠিক?
- মানে ,আমি আসলে সাহস করে উঠতে পারছিলাম না।
- ছেলেদের কে সাহসী হতে হয়
- আমি কিন্তু একটা সাহসী কাজ করেছিলাম।লাইব্রেরির রেজিষ্টার থেকে তোমার ফোন নাম্বার চুরি করেছিলাম
- তাই নাকি ! কখনো তো ফোন করনি!
- সে আরেক ট্রাজেডি।তাড়াহুড়ায় ফোন নম্বর নিতে গিয়ে দেখি আমি ১০ ডিজিটের একটা নম্বর নিয়ে বসে আছি
- তুমি একটা বোকা
- তুমি তাহলে বুকি।আমরা দুজন মিলে বোকাবুকি!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৪

মিরাজ হোসেন ইবনেসিনা বলেছেন: বাহ...

২| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১২

লিসানুল হাঁসান বলেছেন: tnx a lot

৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৪

ওমেরা বলেছেন: ভাল ।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো

৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭

লিসানুল হাঁসান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.