নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

বোকাবুকির গল্প- ০২

১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

- ফুলটার নাম কিন্তু বললে না
- এটা পারুল ফুল। সাতভাই চম্পার পারুল। জানো, পারুল ফুল নিয়ে আমার একটা ভৌতিক অভিজ্ঞতা আছে?
-হয়েছে ,থাক থাক। আর বলতে হবে না।এই গল্প আমি হাজারবার শুনেছি। ভৌতিক অভিজ্ঞতা না ছাই।ওটা ছিল তোমার হ্যালুসিনেশন।
-কিন্তু আমি তো একা একা দেখি নি।আরো একজন ছিল সাথে
- ওটাকে বলে হ্যালুসিনেশন
- আমার তো এখনকার সময়টাকে হ্যালুসিনেশন মনে হয়
- কী!
- এই যে তুমি আমার এতটা কাছে বসে আছ ,এটাই বিশ্বাস হতে চায় না।আমি চাইলেই ছুঁতে পারি তোমার মুখ,ঠোঁট ,বুক....
- হয়েছে ,আর অসভ্যতা করতে হবে না।পাশেই যে বাচ্চাটা শুয়ে আছে সে খেয়াল আছে?বাচ্চাটা বড় হচ্ছে। ও কিন্তু অনেক কিছু বোঝে
- আমি তো অসভ্য।তবে সেটা শুধু তোমার কাছেই
- হ্যাঁ,সেটা আমি বিয়ের রাতেই বুঝেছি
- তোমার খারাপ লাগে?
- লজ্জা লাগে
- লজ্জা লাগে! আমি ভেবেছিলাম আমার বউ হবে বোল্ড এন্ড বিউটিফুল।বউয়ের পেছনে স্কুটিতে বসে আমি ঘুরে বেড়াব।
- তোমার জন্য কিন্তু আমি স্কুটি চালানো শিখেছি

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি যদি ভাল না বলি তা হলে মন্তব্য আকাল পড়তে পার, মনে হয় আমি প্রথম হইছি।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

লিসানুল হাঁসান বলেছেন: ভাল বলতে হবে এমনতো নয়।খারাপ লাগলে ও ঝটপট বলে ফেলুন।পরে আরো ভাল করার ট্রাই করব

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০২

ওমেরা বলেছেন: ভাইয়া লিখা ভাল হয়েছে !

৪| ০২ রা মে, ২০১৭ রাত ৯:০১

মিরাজ হোসেন ইবনেসিনা বলেছেন: প্রথমটার মত বোকাবুকি হয় নাই তবে ভালো হয়েছে পরের পর্বের অপেক্ষায়...:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.