নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

\' ফাইভ ওয়েডিংস\' -মুভি রিভিউ

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৯


বন্ধুদের গ্রুপে যখন শুধুমাত্র আপনিই সিংগেল থেকে যান তখন ঘুরতে গেলে , খেতে গেলে কিংবা মুভি দেখতে গেলে খুবই সমস্যায় পড়তে হয়।সঙ্গী খুজে পাওয়া যায় না। ফাইনাল পরীক্ষা চলছে। ১৪ দিনের টানা রিটেন শেষে বাকি পরীক্ষাগুলোর আগে একটু রিল্যাক্স করার জন্য আজকে গেলাম স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে। আমাদের দেশে বলিউডের মুভিগুলো মুক্তি দেয়া হয় না। রাজকুমার রাও আর নারগিস ফাখরি অভিনীত ' ফাইভ ওয়েডিংস' মুভিটি হলিউডের প্রোডাকশন বলেই হয়ত আমাদের এখানে মুক্তি পেয়েছে। একা একাই গেলাম। গিয়ে দেখি আমি সহ সাকুল্যে ২০ জনের মত দর্শক আছে পুরো হল জুড়ে। আমি নারগিস ফাখরির খুব একটা ভক্ত না। রাজকুমার রাও এর ছবি দেখেই গিয়েছিলাম। আর ট্রেইলারটা ও খুব একটা মন্দ ছিল না। কিন্তু আমাকে আসলে প্রথম থেকেই হতাশ হতে হয়েছে। মুভির বেসিক প্লট হল একজন ভারতীয় বংশদ্ভূত এমেরিকান জারনালিস্ট ভারতে আসে একটা এসাইন্মেন্ট নিয়ে। একজন এমেরিকান এর চোখে ভারতের জাকজমক বিয়ের বিভিন্ন অনুষ্ঠান , ভারতীয় একজন পুলিশ অফিসারের সাথে কিছু হৃদয়ঘটিত ব্যাপারস্যাপার , তৃতীয়লিংগের মানুষদের সমাজে অবস্থান এমন বেশ কিছু টপিক মুভিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। স্ক্রিপ্ট হয়ত খুব একটা খারাপ ছিলনা। কিন্তু ছবির দৃশ্যায়ন খুবই বাজে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের অবস্থা যাচ্ছেতাই। ব্যাপারটা এমন যেন সাউন্ড ডিরেক্টর আসলে ঠিক করে উঠতে পারেন নি যে উনি কি হলিউড টাইপ মিউজিক ইউজ করবেন না বলিউড টাইপ । তাই দুটোর ফিউশন করার চেষ্টা করতে গিয়ে খিচুড়ি বানিয়ে ফেলেছেন। অখাদ্য খিচুড়ি। নারগিস ফখরির অভিনয় এভারেজ। ড্রাইভারের চরিত্র তে যে কমিক রিলিফ আনার চেষ্টা করা হয়েছে সেটা জোর করে হাসানোর চেষ্টা বলে মনে হয়েছে। রাজকুমার রাও অভিনয় করার ট্রাই করেছেন। কিন্তু তার একার পক্ষে তো পুরো মুভিটা টেনে নিয়ে যাওয়া সম্ভব না। পুরো মুভি জুড়েই আছে ডিরেক্টর এর অযত্নের ছাপ। নিজের পকেটের টাকা খরচ করে আর সময় বের করে কেউ যদি এই মুভি দেখতে যেতে চান তাহলে আমি এটা রেকমেন্ড করব না। তারচেয়ে দেবী, হ্যালোইন কিংবা আর যেসব মুভি চলছে সেগুলো দেখতে পারেন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৫

কালো_পালকের_কলম বলেছেন: নিরাশ হলাম

২| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

রাজীব নুর বলেছেন: কি?

৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪০

নজসু বলেছেন:



সময় অপচয় করেছেন তাহলে।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০

নাহিদ০৯ বলেছেন: মুভি বিষয়ক আপনার রুচিবোধ বেশ ভালোই মনে হচ্ছে। আপনার দেখা রিসেন্টলি কিছু ভালো মুভির নাম মেনশন করুন তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.