নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

জটিল গল্প

০১ লা জুন, ২০১৯ রাত ১২:৫৩

জটিল গল্পগুলো আমার ভাললাগে
যে গল্পের কোন সুখী সমাপ্তি নেই
যেই গল্পে দুঃখী সিন্ডারেলার খোঁজে কোন রাজপুত্র আসে না
যে গল্পে 'অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল ' এমনটা কেউ বলে না
যে গল্প আলাদীনের চেরাগ ঘসলে কেবল হাত ছড়ে যায়
দৈত্য বের হয় না ঘুম ভেঙে
আমি জটিল গল্প ভালবাসি
যেই গল্পে নায়ক নয় কেউ
কেউ নয় খলনায়ক ও
সবাই ঠিক যে যার জায়গায়
যে যার যার বিবেকের কাছে
আমি জটিল গল্পগুলো ভালবাসি
যে গল্পে রহস্যগুলো উন্মোচিত হয় না
" মিসির আলী অমিমাংসিত ' মত
যে গল্পে কথা ফুরায় না
আরব্য রজনীর মত হাজার রজনী কেটে গেলেও না
যে গল্পে গল্পের ভেতর গল্প থাকে
যে গল্পে কেউ বলে না ' আমার কথাটি ফুরোল '
কারুণ গল্প কখনো শেষ হয় না


মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৯ রাত ১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: বেশ বলেছেন।

২| ০১ লা জুন, ২০১৯ সকাল ১০:২২

shamny khan বলেছেন: যে গল্পে গল্পের ভেতর গল্প থাকে, যে গল্পে কেউ বলেনা, 'আমার কথাটি ফুরোল' কারণ গল্প কখনো শেষ হয়না।
ভালো লেগেছে কথাগুলো, আসলেই গল্প কখনো শেষ হয়না।

৩| ০১ লা জুন, ২০১৯ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৪| ০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

সাকলায়েন শামিম বলেছেন: সত্যিই সুন্দর হয়েছে।

৫| ০১ লা জুন, ২০১৯ রাত ১১:১৯

মেঘ প্রিয় বালক বলেছেন: লেখাটি প্রশংসার যোগ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.