নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথাগুলো বলে ফেলার জন্যে এসেছি

লিসানুল হাঁসান

নিতান্তই সাধারণ মানুষ

লিসানুল হাঁসান › বিস্তারিত পোস্টঃ

এখন আমি ঘুমাবো

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৪

ব্রোমাজিপাম অনেকখানি
খেয়ে নিতে পারি
কেউকি আমায় ঘাড়ে তুলে
পৌছে দেবে বাড়ি?
চশমা জোড়া ভেংগে গেলে
হাতটা ধরে ধরে
কেউকি আমায় পৌছে দেবে
শূর্পনখার ডোরে?
মেডুসার ঐ লকলকানো
চুলের টানে টানে
কেউ কি আমায় পৌছে দেবে
আফ্রোদিতির পানে?
অপার হয়ে রইছি বসে
কেউ করে না দয়া
এপার ওপার নৌকো ফেরী
জীবন যেন মায়া।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: কবিতায় মন ভালো লাগছে

২| ১০ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

আহমেদ জী এস বলেছেন: লিসানুল হাঁসান ,





মনের কথাগুলোই বলেছেন। জীবনের নৌকা কোনও ঘাটেই নোঙর ফেলে বসে থাকেনা চীরকাল, সে বয়েই চলে নিয়ত এঘাট থেকে ওঘাটে, নিরাপদ এক আশ্রয়ের খোঁজে!

৩| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৭

মাহের ইসলাম বলেছেন: আরেকজনের অপেক্ষায় আছেন কেন?

নিজেই যেতে চেষ্টা করুন।

৪| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.